বলাইচাঁদ মুখোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
🔹জন্ম 👉 ১৯ শে জুলাই ১৮৯৯ খ্রিষ্টাব্দে বিহারের পূর্ণিয়া জেলার মনিহারী গ্রামে (বর্তমানে কাটিহার জেলায়)।
🔹 আদি নিবাস 👉 বলাইচাঁঁদ মুখোপাধ্যায়ের আদি নিবাস হুগলি জেলার শিয়াখালা গ্রাম।
🔹 পিতা 👉 সত্যচরণ মুখোপাধ্যায়।
🔹 মাতা 👉 মৃণালিনী দেবী।
🔹 মাতা 👉 মৃণালিনী দেবী।
🔹 পত্নী 👉 লীলাবতী দেবী।
🔹 পেশা 👉 ডাক্তারি।
🔹 ছদ্মনাম 👉 বনফুল।
🔹 মৃত্যু 👉 ৯ ই ফেব্রুয়ারি ১৯৭৯।
🔹 লেখক পেশায় চিকিৎসক হলেও সাহিত্য চর্চা ছিল তাঁর নেশা।
🔹 ছাত্রাবস্থায় ‘মালঞ্চ’ পত্রিকায় কবিতা প্রকাশের ঘটনাকে কেন্দ্র করেই তিনি ‘বনফুল’ ছদ্মনাম গ্রহণ করেন।
🔹 সপ্তম শ্রেণীতে পড়ার সময় নিজ সম্পাদনায় বনফুল হাতে লেখা ‘বিকাশ’ পত্রিকা প্রকাশ করেন।
🔹 মাসিক ‘প্রবাসী’ পত্রিকায় ১৯২২ খ্রিষ্টাব্দে তিনি তাঁর প্রথম গল্প “চোখ গেলে” রচনা করেন।
🔹 “তৃণখণ্ড”(১৯৩৫) বলাইচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস।
🔹 তাঁর প্রথম মুদ্রিত গল্পগ্রন্থ “বনফুলের গল্প” ১৯৩৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত।
🔹 তাঁর শেষ উপন্যাস - “হরিশচন্দ্র” (১৯৭৯)।
🔹 তাঁর শেষ লেখা কবিতা সরস্বতী বন্দনা - “সর্বশুক্লা তুমি রূপবতী”। ১৯৭৯ খ্রিষ্টাব্দে ১ লা ফেব্রুয়ারি তিনি কবিতাটি রচনা করেন।
🔹 তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ - “পশ্চ্যাৎপট”।
🔹 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর বাসায় বেড়াতে এলে বনফুল তাঁকে তাঁর “টাইফয়েড” গল্পটি পড়ে শোনান এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুগ্ধ হন।
🔥❇️🔥 Suggested Page: দুঃখবাদী কবি : যতীন্দ্রনাথ সেনগুপ্ত ।
বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত উপন্যাস :⤵️
১. তৃণখণ্ড (১৯৩৫)
২. বৈতরণী তীরে (১৯৩৬)
৩. দ্বৈরথ (১৯৩৭)
৪. মৃগয়া (১৯৪০, ১৯৪২, ১৯৪৫)
৫. সে ও আমি (১৯৪৩)
৬. জঙ্গম (১৯৪৩, ১৯৪৫)
৭. সপ্তর্ষি (১৯৪৫)
৮. অগ্নি (১৯৪৬)
৯. স্বপ্নসম্ভব (১৯৪৭)
১০. মানদণ্ড (১৯৪৮)
১১. ডানা (১৯৪৮, ১৯৫৫)
১২. স্থাবর (১৯৫১)
১৩. প্রচ্ছন্ন মহিমা (১৯৫৩)
১৪. ভূবনসোম (১৯৫৭)
১৫. জলতরঙ্গ (১৯৫৭)
১৬. অগ্নিশ্বর (১৯৫৯)
১৭. ওরা সব পারে (১৯৬০)
১৮. হাটে বাজারে (১৯৬১)
১৯. জনাসু (১৯৬২)
২০. সন্ধিপূজা (১৯৭২)
২১. সাত সমুদ্র তেরো নদী (১৯৭৬)
বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প - সংকলন :
১. অনুগামিনী (১৯৪৭)
২. ঊর্মিমালা (১৯৫৫)
৩. দূরবীন (১৯৬১)
৪. মনিহারা
৫. সপ্তমী
৬. এক ঝাঁক খঞ্জন
বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত ছোটগল্প :
১. সুলেখার ক্রন্দন
২. অজান্তে
৩. এক ফোঁটা জল
৪. ছোটলোক
৫. মানুষ
৬. পরিবর্তন
৭. মালাবদল
৮. নিমগাছ
৯. জ্যোৎস্না
১০. তপন
১১. ব্যতিক্রম
বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত নাটক :⤵️
১. শ্রীমধুসূদন
🔹 “অগ্নিশ্বর” 👉 উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র লেখকের অধ্যাপক ব্যঙ্গ শিল্পী ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের চরিত্রের আদর্শে চিত্রিত।
🔹 “অগ্নি” 👉 এই উপন্যাসটি আগষ্ট আন্দোলনের পটভূমিতে গড়ে উঠেছে।
🔹 দেশ বিভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা ২ টি উপন্যাস 👉 ১. পঞ্চবর্ণ (১৯৫৫)
২. ত্রিবর্ণ (১৯৬৩)
🔹 ১৯৫১ খ্রিষ্টাব্দে বলাইচাঁদ মুখোপাধ্যায় ‘শরৎস্মৃতি’ পুরস্কার লাভ করেন
“হাটে বাজারে” উপন্যাসের জন্য তিনি ১৯৬২ খ্রিষ্টাব্দে তিনি ‘রবীন্দ্র’ পুরস্কার লাভ করেন।
১৯৭৩ খ্রিষ্টাব্দে বলাইচাঁদ মুখোপাধ্যায়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ‘সন্মানিক ডি.লিট’ প্রদান করা হয়।
🔹 বনফুল নিজের ব্যাখ্যায় বলেছিলেন - “ছেলেবেলায় ভৃত্য মহলে আমার নাম ছিল ‘জংলি বাবু”।
🔹 বনফুল তাঁর “গল্প” নামক গল্পে বলেছেন - “ছোটগল্পকে ছোট হতে হবে এবং একটি মুহূর্তের ঘটনা তার কাহিনী বৃত্তে আবর্তিত হবে”।
🔹 লেখক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন - “যেন তুমি উদ্ভিদ বিজ্ঞানী”।
🔥❇️🔥 Suggested Page: দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের সমস্ত রচনাগুলোর মূল উৎস ।
পোস্টটি
আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....
যোগাযোগ
:
banglasahitya213@gmail.com
t.me/banglasahitto
twitter.com/banglasahitto
1 Comments
Thanku sir,ব্যাকরণের নোট দিলে ভালো হয়
ReplyDelete