Subscribe Us

নবম শ্রেণি সাহিত্য সঞ্চয়নের সমস্ত রচনাগুলোর মূল উৎস

নবম শ্রেণি সাহিত্য সঞ্চয়নের সমস্ত রচনাগুলোর মূল উৎস:


#মূলউৎস

পাঠ্যাংশ - লেখক - মূল উৎস

১. "কলিঙ্গদেশে ঝড় - বৃষ্টি” -> কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী -> “চণ্ডীমঙ্গল” কাব্যের ‘আখেটিক অংশ’ নরখণ্ডের ৬৮ সংখ্যক উপখণ্ড “কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি আরম্ভ” নামক অংশ থেকে গৃহীত।

২. “ধীবর বৃত্তান্ত” 
-> কালিদাস রায় (তরজমা- সত্যনারায়ণ চক্রবর্তী) -> “অভিজ্ঞান শকুন্তলম্”নাটকের ষষ্ঠ অঙ্ক।

৩. “ইলিয়াস” 
-> লিও তলস্টয় (তরজমা - মণীন্দ্র দত্ত) -> “Twenty Three Tales” গল্প সংকলন থেকে গৃহীত, গল্পটি ১৮৮৫ খ্রীঃ রচিত।

৪. “সাত ভাই চম্পা” 
-> বিষ্ণু দে -> “সাত ভাই চম্পা”(১৯৪৫)।

৫. “দাম”
-> নারায়ণ গঙ্গোপাধ্যায় -> “শারদীয়া তরুণের স্বপ্ন”-তে প্রথম প্রকাশিত ১৩৬৫ বঙ্গাব্দে।

৬. “এই জীবন”
-> সুনীল গঙ্গোপাধ্যায় -> “দেখা হল ভালোবাসা বেদনায়”।

৭. “নব নব সৃষ্টি”
-> সৈয়দ মুজতবা আলী -> “মাম্ দোর পুনর্জন্ম”, মূল প্রবন্ধগ্রন্থটির নাম “চতুরঙ্গ”(১৯৬০)। ‘বেঙ্গল পাবলির্শাস’ থেকে প্রকাশিত।



৮. “পথে প্রবাসে”
-> অন্নদাশংকর রায় -> “পথে প্রবাসে”।

৯. “ঘর”
-> অমিয় চক্রবর্তী -> “খসড়া”।

১০. “হিমালয় দর্শন”
-> বেগম রোকেয়া -> “কূপমণ্ডূকের হিমালয় দর্শন” নামক ভ্রমণ কাহিনী থেকে সংকলিত, রচনাটি ‘মহিলা’ পত্রিকায় ১৩১১ বঃ প্রকাশিত।

১১. “নোঙর”
-> অজিত দত্ত -> “শাদা মেঘ কালো পাহাড়” (১৯৭০) শেষ কাব্যগ্রন্থ থেকে গৃহীত, অবশ্য কবিতাটি  অজিত দত্তের "শ্রেষ্ঠ কবিতা " গ্রন্থেও কবিতাটি স্থান পেয়েছে।

১২. “পালামৌ”
-> সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় -> “পালামৌ” প্রবন্ধগ্রন্থ।

১৩. “খেয়া”
-> রবীন্দ্রনাথ ঠাকুর -> “চৈতালি”।

১৪. “আকাশে সাতটি তারা”
-> জীবনানন্দ দাশ -> “রূপসী বাংলা”(১৯৫৭) কাব্যগ্রন্থের ৬ সংখ্যক কবিতা।



১৫. “বর্ষা”
-> প্রমথ চৌধুরী -> “বিচিত্রা”।

১৬. “আবহমান”
-> নীরেন্দ্রনাথ চক্রবর্তী -> “অন্ধকার বারান্দা” কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা।

১৭. “উপোস”
-> বিভূতিভূষণ মুখোপাধ্যায় -> “দুষ্টু লক্ষ্মীদের গল্প”।

১৮. “ভাঙার গান”
-> কাজী নজরুল ইসলাম -> “ভাঙার গান” কাব্যগ্রন্থের প্রথম কবিতা, কাব্যগ্রন্থ টি ১৯২৪ সালে ১১ ই নভেম্বর ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়।


১৯. “চিঠি”
-> স্বামী বিবেকানন্দ -> “বাণী ও রচনা” গ্রন্থের সপ্তম খণ্ডের ৩৬০ তম চিঠি।

২০. “আমরা”
-> সত্যেন্দ্রনাথ দত্ত -> “কুহু ও কেকা” (১৯১২)।

২১. “নিরুদ্দেশ”
-> প্রেমেন্দ্র মিত্র -> “সামনে চড়াই”।



২২. “ব্যথার বাঁশি”
-> জসীমউদ্দিন -> “নকশী কাঁথার মাঠ”।

২৩. “ছুটি”
-> রবীন্দ্রনাথ ঠাকুর -> “গল্পগুচ্ছ” প্রথম খণ্ড।

২৪. “জন্মভূমি আজ”
-> বীরেন্দ্র চট্টোপাধ্যায় -> “মুন্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে”(১৯৭২)।

২৫. “রাধারাণী”
-> বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -> “রাধারাণী” উপন্যাসের প্রথম পরিচ্ছেদ।

২৬. “এই তার পরিচয়”
-> কবিতা সিংহ -> “সহজ সুন্দরী”।

২৭. “চন্দ্রনাথ”
-> তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -> “আগুন”।

২৮. “নূতন জীবন” -> হিরন্ময়ী দেবী -> “জীবনের মূল্য”।

 

২৯. “ঝোড়ো সাধু” -> মহাশ্বেতা দেবী ->”বাঘ শিকার”।


আরও  পড়ুন -


To join our FB Page - CLICK HERE.

Post a Comment

6 Comments

  1. নূতন জীবন=হিরন্ময়ী দেবী='জীবনের মূল্য' কাব্যগ্রন্থের অন্তর্গত

    ঝোড়ো সাধু=মহাশ্বেতা দেবী='বাঘ শিকার' গ্রন্থের অন্তর্গত

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ 💐💐

      Delete
  2. জয়ন্ত16 April 2020 at 13:53

    অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete
  3. দাদা ক্লাস Ix ar x এর সমস্ত রচনা গুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এরকম একটা পিডিএফ ফাইল দিলে ভালো হয় ধন্যবাদ

    ReplyDelete
  4. The most good article yet nice post keep it up ! Regard : Telkom University

    ReplyDelete