Subscribe Us

রবীন্দ্রোত্তর কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত

অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩ - 

১৯৭৬) :


অচিন্ত্য কুমার সেনগুপ্ত


🔹 জন্ম 👉 ১৯শে সেপ্টেম্বর ১৯০৩, নোয়াখালী শহরে।

🔹 আদি নিবাস 👉 বর্তমান মাদারীপুর জেলায়।

🔹 পিতা 👉 রাজকুমার সেনগুপ্ত।

🔹 ছদ্মনাম 👉 নিহারিকা দেবী।

🔹 মৃত্যু 👉 ২৯শে জানুয়ারি ১৯৭৬, কলকাতায়।


🔹 তিনি ছিলেন কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম।

🔹 তাঁর প্রথম উপন্যাস - “বেদে” (১৯২৮)।

🔹 “টুটা-ফুটা” (১৯২৮) তাঁর রচিত প্রথম ছোটগল্পের বই।

🔹 নিহারিকা দেবী ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়।


অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত কাব্যগ্রন্থ : ⤵️


১. অমাবস্যা ১৯৩০
২. আমরা ১৯৩৩
৩. প্রিয়া ও পৃথিবী ১৯৩৬
৪. নীল আকাশ ১৯৪৯
৫. আজন্ম সুরভি ১৯৫১
৬. মৃগ নেই মৃগয়া ১৯৬৫
৭. পূর্ব-পশ্চিম ১৯৬৯
৮. উত্তরায়ণ ১৯৭৪



অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত উপন্যাস : ⤵️


১. বেদে ১৯২৮
২. কাকজ্যোৎস্না ১৯৩১
৩. বিবাহের চেয়ে বড় ১৯৩১
৪. প্রাচীর ও প্রান্তর ১৯৩২
৫. প্রথম কদমফুল ১৯৬১




অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত জীবনীগ্রন্থ : ⤵️


১. পরম পুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ১৯৫১-১৯৫৬ (৪ খণ্ডে সমাপ্ত)

২. বীরেশ্বর বিবেকানন্দ ১৯৫৮-১৯৬৯ (৩খণ্ডে সমাপ্ত)

অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত গল্পগ্রন্থ : ⤵️


১. টুটা-ফুটা ১৯২৮
২. অকাল বসন্ত ১৯৩২
৩. অধিবাস ১৯৩২
৪. যতনবিবি ১৯৪৪
৫. কাঠ খড় কেরোসিন ১৯৪৫
৬. চাষাভুষা ১৯৪৭
৭. সারেঙ ১৯৪৭
৮. হাঁড়ি মুচি ডোম ১৯৪৮
৯. একরাত্রি ১৯৬১


🔹 “কল্লোল যুগ”(১৯৫০) এটি তাঁর স্মৃতিচারণামূলক রচনা। গ্রন্থটি সেই সময়ের কল্লোল পত্রিকা ও তাঁর পরিমন্ডলের এক আন্তরিক পরিচয় বহন করে।

🔹 ১৩৩২ এর ফ্লাগুন সংখ্যায় “বাসররাত্রি” প্রকাশিত হলে জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে কবিকে অভিনন্দন পত্র পাঠান।

🔹 তাঁর উদ্বাস্তু জীবন নিয়ে লেখা “উদ্বাস্তু” কবিতাটি একসময় ভীষণ জনপ্রিয় হয়েছিল।

🔹 “উত্তরায়ণ”(১৯৭৪) কাব্যের জন্য তিনি ১৯৭৫ খ্রিষ্টাব্দে “রবীন্দ্র পুরস্কার” লাভ করেন।



(শুভম গুপ্ত, বর্ধমান বিশ্ববিদ্যালয় )।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ....

যোগাযোগ
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto


Post a Comment

0 Comments