কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য
(১৯২৬ - ১৯৪৭) :
🔹 জন্ম 👉 ১৫ই আগষ্ট ১৯২৬ খ্রিষ্টাব্দে কলকাতার কালীঘাটে।
🔹 পিতা 👉 নিবারণচন্দ্র ভট্টাচার্য।
🔹 মাতা 👉 সুনীতি দেবী।
🔹 আদি নিবাস 👉 পূর্ববঙ্গের ফরিদপুরে কোটালীপাড়া গ্রাম।
🔹 মৃত্যু 👉 ১৩ই মে ১৯৪৭ সালে যখন যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি মাত্র ২১ বছর বয়সেয় পরলোকগমন করেন।
🔥✳️🔥 Suggested Page: নাট্যাভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
🔹 সুকান্ত ভট্টাচার্যের জ্যাঠতুতো দিদি রাণী, মণীন্দ্রলাল বসু -র “রমলা” উপন্যাসের ‘সুকান্ত’ চরিত্রের নামানুসারে তিনি কবির নাম রাখেন সুকান্ত।
🔹 বুদ্ধদেব বসু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকান্ত ভট্টাচার্যের সম্পর্কিত ভ্রাতুষ্পুত্র।
🔹 সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি তাঁর বাল্যবন্ধু অরুনাচল বসু -র সঙ্গে মিলে হাতের লেখা পত্রিকা ‘সপ্তমিকা’ সম্পাদনা করেন।
🔹 “ধ্রুব” নাটিকার নামভূমিকায় তিনি পাঠশালায় পড়াকালীনই অভিনয় করেন।
🔹 মাত্র ১১ বছর বয়সেয় তিনি “রাখাল ছেলে” নামে একটি গীতিনাট্য রচনা করেন।
🔹 তাঁর প্রথম কাব্যগ্রন্থ “ছাড়পত্র” ১৯৪৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কাব্যগ্রন্থটি “The Passport” নামে ইংরেজীতে অনূদিত হয়।
🔹 কবি তাঁর “ছাড়পত্র” কাব্যের “রবীন্দ্রনাথের প্রতি” কবিতায় রবীন্দ্র ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ : ⤵️
১. ছাড়পত্র ১৯৪৭
২. ঘুম নেই ১৯৫০
৩. পূর্বাভাস ১৯৫০
৪. মিঠে কড়া ১৯৫১
🔹 “প্রিয়তমাসু” তাঁর “ঘুম নেই” কাব্যের শ্রেষ্ঠ কবিতা।
🔹 বিজনকুমার গঙ্গোপাধ্যায় সম্পাদিত ‘শিখা’ পত্রিকায় কবি সুকান্ত ভট্টাচার্যের “বিবেকানন্দের জীবনী” প্রকাশিত হয়।
🔹 “অভিযান” ও “সূর্যপ্রণাম” গীতিনাটিকা দুটি পরবর্তী সময়ে “অভিযান” (১৯৫৭) নামে প্রকাশিত হয়।
0 Comments