Subscribe Us

রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রচনার নাট্যরূপ

রবি ঠাকুরের বিভিন্ন রচনার নাট্যরূপ :   



রবীন্দ্রনাথ ঠাকুর


উপন্যাস থেকে নাটক :

উপন্যাস ➡️ নাটক   

১. “বউঠাকুরাণীর হাট” 👉 “প্রায়শ্চিত্ত”(১৯০৯)

২. “রাজর্ষি”  👉 “বিসর্জন”(১৮৯০)

৩. “প্রজাপতির নিবন্ধ” 👉 “চিরকুমার সভা”(১৯২৬) 
  
৪. “মুকুট” (ক্ষুদ্র উপন্যাস) 👉 “মুকুট”(১৯০৮)
           

গল্প থেকে নাটক :

গল্প ➡️ নাটক

৫. “কর্মফল” 👉 “শোধবোধ”(১৯১৬)

৬. “শেষরাত্রি” 👉 “গৃহপ্রবেশ”(১৯২৫)

৭. “একটি আষাঢ়ে গল্প” 👉 “তাসের দেশ”(১৯৩৩)


Suggested Page: রবীন্দ্র রচনাবলীর ইংরেজী অনুবাদ ।
                       

নাটক থেকে  অভিনয়োপযোগি নাট্যরূপ :

নাটক ➡️ অভিনয়োপযোগি নাট্যরূপ

৮. “রাজা” 👉 “অরূপরতন”(১৯২০)

৯. “অচলায়তন” 👉 “গুরু”(১৯১৮)
 
১০. “গোড়ায়গলদ” 👉 “শেষরক্ষা”

১১. “শারদোৎসব” 👉 “ঋণশোধ”

১২. “নলিনী” (গদ্যনাটিকা) 👉 “মায়ার খেলা”(১৮৮৮)


১৩. “রাজা ও রাণী” 👉 “তপতী”(১৯২৯)

১৪. “প্রায়শ্চিত্ত” 👉 “পরিত্রান”(১৯২৯)

১৫. “পথ” 👉 “মুক্তধারা”(১৯২৫)

১৬. “যক্ষপুরী” 👉 “রক্তকরবী”(১৯২৬)

১৭. “চিত্রাঙ্গদা” 👉 “নৃত্যনাট্য চিত্রাঙ্গদা”(১৯৩৬)


Suggested Page: নাট্যাভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর ।


কবিতা থেকে নাটক :

কবিতা ➡️ নাটক

১৮. “পূজারিণী” 👉 “নটীর পূজা”  

Suggested Page: নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর ।




পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ....

Post a Comment

0 Comments