Subscribe Us

সাহিত্যিকদের বিভিন্ন উপাধি (প্রথম পর্ব)

সাহিত্যিকদের বিভিন্ন উপাধি :⤵️




১. স্বভাব কবি 👉 গোবিন্দ দাস

২. যুগসন্ধিক্ষণের কবি 👉 ঈশ্বর গুপ্ত

৩. চারণ কবি 👉 মুকুন্দ দাস

৪. মহাকবি 👉 আলাওল

৫. ভোরের পাখি 👉 বিহারীলাল চক্রবর্তী

৬. বাংলার বাইরণ 👉 নবীনচন্দ্র সেন।

৭. বাংলার মিল্টন 👉 হেমচন্দ্র

৮. বাংলার স্কট 👉 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৯. বাংলার গ্যারিক 👉 গিরিশচন্দ্র ঘোষ।


🔥✳️🔥 Suggested Page: লীলা মজুমদার ।


১০. বাংলার ডিকেন্স 👉 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১১. বাংলার শেলী 👉 রবীন্দ্রনাথ ঠাকুর


১২. বাংলার এলিয়ট 👉 জীবনানন্দ দাশ।

১৩. বাংলার লীয়র বা ক্যারল 👉 সুকুমার রায়

১৪. বাংলার ব্রাউন 👉 অক্ষয়কুমার বড়াল।

১৫. বাংলার কর্লাইল 👉 কালীপ্রসন্ন ঘোষ।

১৬. সাহিত্য সম্রাট  👉 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৭. বিশ্বকবি 👉 রবীন্দ্রনাথ ঠাকুর

১৮. বিদ্রোহী কবি 👉 কাজী নজরুল ইসলাম



১৯. অপরাজেয় কথাশিল্পী 👉 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২০. পল্লী কবি 👉 জসীমউদ্দিন

২১. রূপসী বাংলার কবি 👉 জীবনানন্দ দাশ

২২. তিমির হননের কবি 👉 জীবনানন্দ দাশ

২৩. ধূসর পান্ডুলিপির কবি 👉 জীবনানন্দ দাশ

২৪. ছন্দের যাদুকর 👉 সত্যেন্দ্রনাথ দত্ত

২৫. কিশোর কবি 👉 সুকান্ত ভট্টাচার্য ।

২৬. পদাতিক কবি 👉 সুভাষ মুখোপাধ্যায়

২৭. সাহিত্য বিশারদ 👉 আব্দুল করিম

২৮. ভাষা বিজ্ঞানী 👉 ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ

২৯. সাহিত্যরত্ন 👉 নজিবর রহমান


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

যোগাযোগ : 
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto

Post a Comment

0 Comments