Subscribe Us

নাট্যাভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর

নাট্যাভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর :


রবীন্দ্রনাথ


🔹 সাহিত্য ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল সুপ্রাচীন বটবৃক্ষের মতো। সেই বাল্যকাল থেকে বর্তমান সময়েও তিনি তাঁর শান্ত, শীতল, স্নিগ্ধ ছায়া সমানভাবে  আমাদের  প্রদান করে চলেছেন। সাহিত্যের অনেকটা অংশ জুড়ে তিনি সমানভাবে বিরাজমান। সাহিত্যের সকলক্ষেত্রে তিনি সমদক্ষতার সাথে পদচারণ করেছেন এবং তিনি গৌরবান্বিত করেছেন সাহিত্যের সকল ক্ষেত্রকে ।

🔹 সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় সোনালী ফলনের পাশাপাশি প্রবর্তন করেছেন নতুন নতুন ধারা। কবিগুরুর একটি বিশেষ সত্তা ছিল নাটকে। তিনি ছিলেন ছিলেন একজন বিদগ্ধ নট ও নাট্যকার।

আরও পড়ুন : আন্দোলনের পটভূমিতে রচিত বিভিন্ন গ্রন্থ


🔹 রবীন্দ্রনাথ ঠাকুরের​ অভিনয়​ প্রতিভা ছিল অসাধারণ। ঠাকুরবাড়ির মঞ্চে তিনি নিজস্ব নাটকের প্রায় সবগুলোতেই তিনি অভিনয় করেছেন। নিজের লেখা নাটকে যেমন অভিনয় করেছেন তেমনি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবীর লেখা অনেক নাটকেও তিনি অভিনয় করেন।


রবীন্দ্রনাথ ঠাকুর


🔹 তিনি যেসকল নাটকে অভিনয় তিনি  করেছিলেন, সেই নাটকের নাম ও কবিগুরু দ্বারা অভিনীত চরিত্রগুলোর নাম নিম্নে দেওয়া হল -


সময়কাল - নাটকের নাম - অভিনীত চরিত্র

১. ১৮৭৭ খ্রিষ্টাব্দ - ‘অলীকবাবু’ - অলীকবাবু।

(জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা ও নির্দেশিত এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেন রবীন্দ্রনাথ - কাদম্বরী দেবী। কাদম্বরী দেবী চরিত্রের নাম ছিল হেমাঙ্গিনী আর রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেন অলীকবাবু চরিত্রে)।

২. ১৮৮১ খ্রিষ্টাব্দ - ‘বাল্মীকি প্রতিভা’ - বাল্মীকি।

৩. ১৮৮২ খ্রিষ্টাব্দ - ‘কালমৃগয়া’ - অন্ধ বৃদ্ধ মুনি ।

৪. ১৮৮৯ খ্রিষ্টাব্দ - ‘রাজা ও রানী’ - বিক্রমদেব।

(ক্ল্যাসিক থিয়েটারে নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করে)।


৫. ১৮৯০ খ্রিষ্টাব্দ - ‘বিসর্জন’ - বৃদ্ধ পুরোহিত রঘুপতি।

(নাটকটি ঠাকুরবাড়ির​ মঞ্চে অভিনীত হয়। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য ১৮৯০ সালে ঠাকুরবাড়িতে আসেন, এবং তাঁর সন্মানে এই নাটকটি মঞ্চস্থ করা হয়)।  

৬. ১৮৯৭ খ্রিষ্টাব্দ - ‘বৈকুণ্ঠের খাতা’ - কেদার


রবীন্দ্রনাথ ঠাকুর

🔹 রবীন্দ্রনাথ প্রধানত শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীদের অভিনয় শেখাতেন এবং তাদের দিয়ে অভিনয়ও করাতেন। তাঁর নির্দেশনায় কলকাতার বিভিন্ন স্থানে শান্তিনিকেতনের ছাত্র ছাত্রীরা নাটক অভিনয় করেন। এই সময়ে তিনি তাঁর নিজের লেখা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

৭. ১৯১১ খ্রিষ্টাব্দ - ‘শারদোৎসব’ - সন্ন্যাসী।

৮. ১৯১১ খ্রিষ্টাব্দ - ‘রাজা’ - ঠাকুরদা এবং রাজা।

৯. ১৯১৪ খ্রিষ্টাব্দ - ‘অচলায়তন’ - অদীনপূণ্য।

১০. ১৯১৫ খ্রিষ্টাব্দ - ‘ফাল্গুনী’ - অন্ধ বাউল।

১১. ১৯১৭ খ্রিষ্টাব্দ - ‘ডাকঘর’ - ঠাকুরদা, প্রহরী এবং বাউল।

১২. ১৯২৩ খ্রিষ্টাব্দ - ‘বিসর্জন’ - যুবক জয়চন্দ্র।

১৩. ১৯২৭ খ্রিষ্টাব্দ - ‘নটীর পূজা’ - উপালি।


আরও পড়ুন : "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্য - বড়ু চণ্ডীদাস

রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়ুন : বাংলা সাহিত্যে সাহিত্যিকদের রচিত শ্রেষ্ঠ রচনা



পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ....

Post a Comment

0 Comments