Subscribe Us

আন্দোলনের পটভূমিতে রচিত বিভিন্ন গ্রন্থ


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :

১. “দুর্গেশনন্দিনী” - ষোড়শ শতকের শেষে উড়িষ্যার অধিকার নিয়ে ৯৯৭ বঙ্গাব্দে মোগল - পাঠানদের আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “চন্দ্রশেখর” - মীরকাশিম ও ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দ্বন্দ্বের পটভূমিকায় কাল্পনিক প্রেম কাহিনী প্রাধান্য পেয়েছে।

৩. “আনন্দমঠ” - ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।


Suggested Page: আলোচনা : বাংলা সাহিত্যে এলিজি বা শোকপ্রকাশক কবিতা



রবীন্দ্রনাথ ঠাকুর :

১. “ঘরে-বাইরে” - স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “চার অধ্যায়” - উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের কথা ফুটে উঠেছে।



বলাইচাঁদ মুখোপাধ্যায় :

১. “অগ্নি” - আগষ্ট আন্দোলনের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

২. “স্বপ্নসম্ভব” - স্বাধীনতার প্রাক মুহূর্তের হিন্দু মুসলমান দাঙ্গার পটভূমিকায় রচিত।



মানিক বন্দ্যোপাধ্যায় :

১. “ছোট বকুলপুরের যাত্রী” - তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।

২. “স্বাধীনতার স্বাদ” - ১৯৪৬ খ্রিষ্টাব্দের দাঙ্গার পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৩. “হারানের নাতজামাই” -  তেভাগা আন্দোলনের পটভূমিকায় রচিত।


Suggested Page: আলোচনা : বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ ট্রিলজি লেখিকা



সতীনাথ ভাদুড়ী :

১. “জাগরী” - উপন্যাসটি আগষ্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত।

২. “চিত্রগুপ্তের ফাইল” - বলীরামপুর জুট মিলে ট্রেড ইউনিয়নের আন্দোলনের ঘটনা অবলম্বনে উপন্যাসটি রচিত।



সমরেশ বসু :

১. “আদাব” - তাঁর এই প্রথম গল্পটি ঢাকার সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিকায় রচিত।

২. “উত্তরঙ্গ” - মহাবিদ্রোহের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

 ৩. “মহাকালের রথের ঘোড়া” - নকশালপন্থী আন্দোলন থেকে যে রাজনৈতিক আন্দোলনের জন্ম সেই পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৪. “সুচাঁদের স্বদেশ‌ যাত্রা” - দেশভাগের পটভূমিতে রচিত।



মহাশ্বেতা দেবী :

১. “ঝাঁসীর রাণী” - তাঁর এই প্রথম উপন্যাসটি মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত।

২. “অমৃত সঞ্চয়” - সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।

৩. “আঁধার মানিক” - ১৮ শতকের বর্গী আক্রমনের পটভূমিকায় উপন্যাসটি রচিত।

৪. “সতী” - সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে উপন্যাসটি রচিত।

৫. “হাজার চুরাশির মা” - উপন্যাসটি নকশাল আন্দোলনের পটভূমিকায় রচিত।

৬. “চম্পা” - তাঁর এই গল্পটি মহাবিদ্রোহের পটভূমিকায় রচিত।



সমরেশ মজুমদার :

১. “কালপুরুষ” - নকশালপন্থী আন্দোলনকে কেন্দ্র করে রচিত।



Suggested Page: বাংলা সাহিত্যে “সায়েন্স ফিকশন” জাতীয় গ্রন্থ রচনার স্রষ্টা



সুনীল গঙ্গোপাধ্যায় :

১. “সেই সময়” - সিপাহী বিদ্রোহের পটভূমিকায় রচিত।

২. “পূর্ব-পশ্চিম” - দেশভাগের পটভূমিকায় উপন্যাসটি রচিত।


অতুলকৃষ্ণ মিত্র :

১. “নির্বাসিত দীপ” - মহাবিদ্রোহের পটভূমিকায় লেখা এটি প্রথম নাটক।


গিরিশচন্দ্র ঘোষ :

১. "সিরাজদ্দৌলা" - স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।

২. “মীরকাশিম” - স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত।


দ্বিজেন্দ্রলাল রায় :

১. “রাণাপ্রতাপ সিংহ” - স্বদেশী আন্দোলনের পটভূমিতে নাটকটি রচিত। 


Suggested Page: ‘Post Card Story’-র জনক : বলাইচাঁদ মুখোপাধ্যায়



সুধীন্দ্রনাথ দত্ত :

১. “সংবর্ত” - কাব্যগ্রন্থটি দ্বিতীয় মহাযুদ্ধের পটভূমিকায় রচিত।

Post a Comment

0 Comments