Subscribe Us

রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রচিত নাটক

নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর :


রবীন্দ্রনাথ ঠাকুর


🔹 রবীন্দ্রনাথ ঠাকুর নাটক রচনায় তিনি নিজেই যেন স্বয়ংসম্পূর্ণ একটি প্রতিষ্ঠান। তাঁর নাটক প্রধানত ভাবাত্মক, গীতিধর্মী এবং তত্ত্বচিন্তাবাহী। এই তত্ত্বচিন্তা সমকাল সমাজ ও ব্যক্তিসমস্যার সঙ্গে যুক্ত। 

🔹 রবীন্দ্র নাটকের সূচনা গীতিনাট্যে এবং সমাপ্তি নৃত্যনাট্যে। তাঁর নাট্য রচনার ধারাবাহিক রূপটি বিভিন্ন পর্যায়ে নিম্নে দেওয়া হল -

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতিনাট্য’ :

১. বাল্মীকি প্রতিভা (১৮৮১)
২. কালমৃগয়া (১৮৮২)
৩. মায়ার খেলা (১৮৮৮)
৪. বসন্ত (১৯২২)


রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘কাব্যনাট্য’ :

১. রুদ্রচণ্ড (১৮৮১)
২. প্রকৃতির প্রতিশোধ (১৮৮৮)
৩. রাজা ও রানী (১৮৮৯)
৪. বিসর্জন (১৮৯০)
৫. মালিনী (১৮৯৬)
৬. মুকুট (১৯০৮)
৭. প্রায়শ্চিত্ত (১৯০৯)
৮. নটীর পূজা (১৯২৬)
৯. পরিত্রাণ (১৯২৯)


রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘নাট্যকাব্য’ :

১. চিত্রাঙ্গদা (১৮৯২)
২. বিদায় অভিশাপ (১৮৯৪)


আরও পড়ুন নাট্যাভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর ।


রবীন্দ্রনাথ রচিত ‘কৌতুকনাট্য’ বা ‘রঙ্গনাট্য’:

১. গোড়ায় গলদ (১৮৯২)
২. বৈকুণ্ঠের খাতা (১৮৯৭)
৩. ব্যঙ্গকৌতুক (১৯০৭)
৪. চিরকুমার সভা (১৯২৬)

রবীন্দ্রনাথ রচিত ‘রূপক সাংকেতিক নাটক’:

১. শারদোৎসব (১৯০৮)
২. রাজা (১৯১০)
৩. অচলায়তন (১৯১২)
৪. ডাকঘর (১৯১২)
৫. ফাল্গুনী (১৯১৬)
৬. মুক্তধারা (১৯২৫)
৭. রক্তকরবী (১৯২৬)
৮. কালের যাত্রা (১৯৩২)

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গদ্যনাট্য’:

১. শোধবোধ (১৯১৬)
২. গৃহপ্রবেশ (১৯২৫)
৩. বাঁশরী (১৯৩৩)

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘নৃত্যনাট্য’:

১. শাপমোচন (১৯৩১)
২. তাসের দেশ (১৯৩৩)
৩. নৃত্যনাট্য চিত্রাঙ্গদা (১৯৩৬)
৪. নৃত্যনাট্য চণ্ডালিকা (১৯৩৭)


  • ‘রাজা ও রানী’ - নাটকটি তিনি সোলাপুরে থাকার সময় রচনা করেন। নাটকটির পরবর্তী নাট্যরূপান্তর ‘তপতী’(১৯২৯)।
  • ‘বিসর্জন’ - নাটকটি ‘রাজর্ষি’ উপন্যাসের​ কাহিনী অবলম্বনে রচিত।
  • ‘বিদায় অভিশাপ’ - নাটকটিতে মহাভারতের কচ ও দেবযানীর ঘটনা গৃহীত হয়েছে।
  • ‘চিত্রাঙ্গদা’ - নাটকটির​ ইংরেজী অনুবাদ ‘Chitra’ ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। 
  • ‘মুকুট’ - নাটকটি তিনি বোলপুরের​ আশ্রম বালকদের জন্য রচনা করেন। 
  • ‘প্রায়শ্চিত্ত’ - ‘বউঠাকুরানীর হাট’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচিত। নাটকটি যখন পুনর্লিখিত হয় তখন এই নাটকটির নাম দেওয়া হয় ‘পরিত্রান’
  • ‘বৈকুন্ঠের খাতা’ - স্ত্রী ভূমিকা বর্জিত নাটক এটি।
  • ‘চিরকুমার সভা’ - ‘প্রজাপতির নিবন্ধ’ উপন্যাসের​ নাট্যরূপ এটি।
  • ‘রাজা’ - একসময় এই নাটকটির ইংরেজী অনুবাদ ‘The King of Dark Chamber’  সাফল্যের সাথে অভিনীত হয়েছিল।
  • ‘ডাকঘর’ - ‘The Post Office’ নামে বিশ্বের সর্বত্র অভিনীত।
  • ‘রক্তকরবী’ - নাটকটির​ পূর্র  পূর্বপরিকল্পিত নাম ‘যক্ষপুরী’। ৪র্থ খসড়ায় নাম রাখা হয়েছিল ‘নন্দিনী’। ১৯২৬ সালে নাটকটি ‘রক্তকরবী’ নামেই প্রকাশিত হয়।
  • ‘কালের যাত্রা’ - ‘রথের রশি’ ‘কবির দীক্ষা’ একত্রে ‘কালের যাত্রা’ নামে প্রকাশিত। নাটকটি তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
  • ‘তাসের দেশ’ - নাটকটি তিনি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন।




পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ....

Post a Comment

0 Comments