Subscribe Us

রবীন্দ্রোত্তর কবি অজিত দত্ত

রবীন্দ্রোত্তর কবি অজিত দত্ত 

(১৯৭৯ - ১৯৭৯) :⤵️


Ajit Dutta



🔹 জন্ম 👉 ২৩ শে সেপ্টেম্বর ১৯০৭ খ্রিষ্টাব্দে ঢাকার বিক্রমপুরে বর্তমান মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

🔹 ছদ্মনাম 👉 রৈবতক।

🔹 পিতা 👉 অতুল কুমার দত্ত।

🔹 মাতা 👉 হেমালিনী দেবী, সাহিত্যানুরাগী ছিলেন।

🔹 মৃত্যু 👉 ৩০ শে ডিসেম্বর ১৯৭৯।

🔹 কবি অজিত দত্ত দেবেন্দ্রনাথ সেনের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।

🔥✳️🔥 Suggested Page: রবীন্দ্রোত্তর কবি সুধীন্দ্রনাথ দত্ত ।


🔹 বাংলা এবং সংস্কৃত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি-এ ও এম-এ পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম হন।

🔹 ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি অজিত দত্ত ছিলেন বুদ্ধদেব বসুর সহপাঠী।

🔹 ১৯৫৬ সালের ২১শে আগস্ট তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপনায় যোগদান করেন। 

🔹 বুদ্ধদেব বসুর সহযোগী হিসেবেই বাংলা সাহিত্য জগতে অজিত দত্তের আবির্ভাব।
কল্লোল যুগের সাহিত্যিক হয়েও কবি অজিত দত্ত রবীন্দ্র বিরোধিতায় উচ্চকন্ঠা নন।

🔹 বুদ্ধদেব বসুর সাথে যৌথভাবে অজিত দত্ত প্রগতি পত্রিকা সম্পাদনা করেন।

🔹 ১৯৩০ খ্রিষ্টাব্দে তাঁর প্রথম কাব্যগ্রন্থ “কুসুমের মাস” প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাংলা কাব্য জগতে প্রতিষ্ঠা লাভ করেন।


🔥✳️🔥 Suggested Page: রবীন্দ্রোত্তর কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত ।


🔹 “কুসুমের মাস” কাব্যগ্রন্থের অন্তর্গত “মালতী” “মালতী ঘুমায়” কবিতার মধ্যে দিয়ে তিনি রেখে যান প্রণয়ের নতুন সংস্করন।

অজিত দত্ত রচিত কাব্যগ্রন্থ :⤵️


১. কুসুমের মাস ১৯৩০

২. পাতালকন্যা ১৯৩৮

৩. নষ্ট চাঁদ ১৯৪৫

৪. পুনর্ণবা ১৯৪৭

৫. ছায়ার আলপনা ১৯৫১

৬. জানালা ১৯৫৯

৭. শাদা মেঘ কালো পাহাড় ১৯৭০

অজিত দত্ত রচিত প্রবন্ধগ্রন্থ :⤵️


১. জনান্তিকে ১৯৪৯

২. মন পবনের নাও ১৯৫০

৩. সরস প্রবন্ধ ১৯৬৮

🔹 ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ পত্রিকায় - “মন পবনের নাও” ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

🔹 “জনান্তিকে”(১৯৪৯) এবং “মন পবনের নাও”(১৯৫০) প্রবন্ধ ২টি তিনি রৈবতক ছদ্মনামে রচনা করেন।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ....

যোগাযোগ
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto

Post a Comment

0 Comments