Subscribe Us

বাংলা সাহিত্যে কারা উপন্যাস


বাংলা সাহিত্যে কারা উপন্যাস
    

🔹 কারাভ্যন্তরের নিয়মকানুন, শাসনপ্রণালী , পরিবেশ এবং কারাগারে যেসকল মানুষেরা আসেন তাদের জীবনের বিচিত্র ও কৌতূহলোদ্দীপক ঘটনাবলী নিয়ে লেখা উপন্যাসকে বলা হয় “কারা উপন্যাস”।


🔹 এপ্রসঙ্গে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়-এর  মন্তব্য  -

“আমি কারাসাহিত্য অর্থে কারাগারে রচিত সমস্ত সাহিত্যকে নির্দেশ করিতেছি না -- কারাজীবনের অভিজ্ঞতাকে উপাদানস্বরূপ ব্যবহার করিয়া যে সাহিত্য রচিত তাহাকেই উক্ত নামে অভিহিত করিতেছি” (‘সাহিত্য ও সংস্কৃৃতির তীর্থ সঙ্গমে’)।


আরও পড়ুন : মৈত্রেয়ী দেবী সম্পর্কে ।


বাংলা সাহিত্যে কয়েকটি কারা উপন্যাস -

🔹 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের - “পাষাণপুরী”


🔹 সতীনাথ ভাদুড়ীর - “জাগরী”


                             ১. “মহাকালের রথের ঘোড়া”
                             ২. “স্বীকারোক্তি”


🔹 জরাসন্ধের -  ১. “লৌহকপাট”
                               ২. “তামসী”
                               ৩. “ন্যায়দণ্ড”


🔹 সরোজকুমার​ রায়চৌধুরীর - “শৃঙ্খল”


আরও পড়ুন : কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে ।

Post a Comment

0 Comments