Subscribe Us

বাংলা সাহিত্যে পত্রোপন্যাস




🔹 যে উপন্যাসের চরিত্ররা নিজ নিজ পত্রের মধ্য দিয়ে তাদের আবেগ - অনুভূতি - অভিজ্ঞতা - বোধ কিংবা পারিপার্শ্বিক নানান ঘটনার বর্ণনা করে চরিত্রের যাবতীয় চিন্তা ও অনুভবের সঙ্গে পাঠকের সরাসরি সংযোগ স্থাপন করে, সেই সকল উপন্যাসকে “পত্রোপন্যাস” বলে।


🔹 ‘পত্রোপন্যাস’ বা ‘Epistolary Novels’ -কে বিশেষ ধরনের উপন্যাস না বলে বিশেষ উপস্থাপন রীতির উপন্যাসও বলা যেতে পারে।


🔹 ইংরেজী সাহিত্যে প্রথম স্বীকৃত উপন্যাস স্যামুয়েল রিচার্ডসন -এর “পামেলা”


🔹 বাংলা ভাষায় প্রথম পত্রোপন্যাস - “বসন্তকুমারের পত্র”(১৮৮২) নটেন্দ্রনাথ ঠাকুরের লেখা।

আরও পড়ুন : বাংলা সাহিত্যে কারা উপন্যাস ।


বাংলা ভাষায় রচিত কয়েকটি পত্রোপন্যাস -


  • শৈলজানন্দ মুখোপাধ্যায়ের  ➡️ “ক্রৌঞ্চমিথুন”



  • তরুনকুমার ভাদুড়ীর  ➡️ “সন্ধ্যাদীপের শিখা”

  • নিমাই ভট্টাচার্যের​  ➡️ “মেমসাহেব”

  • সন্তোষকুমার ঘোষের  ➡️ “শেষ নমস্কার/শ্রীচরণেষু মাকে”

  •  বুদ্ধদেব গুহর​  ➡️ ১. “মহুয়ার চিঠি”
                                ২. “মহুলসুখার চিঠি”
                                ৩. “চান ঘরে গান”
                                ৪. “সবিনয় নিবেদন”


🔹 বর্তমান​ কালে বুদ্ধদেব গুহই পত্রোপন্যাস রীতিকে পাঠকপ্রিয়তা দিয়েছেন​।


আরও পড়ুন : মৈত্রেয়ী দেবী সম্পর্কে ।

Post a Comment

2 Comments

  1. বিশ্ব সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?

    ReplyDelete