Subscribe Us

মৈত্রেয়ী দেবী : “ন হন্যতে” -র লেখিকা

মৈত্রেয়ী দেবী (১৯১৪ - ১৯৯০)


🔹 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবশিষ্য মৈত্রেয়ী দেবী জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে ১ লা সেপ্টেম্বর ১৯১৪ সালে।

🔹 পিতা ➡️ সুরেন্দ্রনাথ দাশগুপ্ত

🔹 মাতা ➡️ হিমানী মাধুরী রায়

🔹 স্বামী ➡️ ১৯৩৪ সালে তিনি ড. মনোমোহন সেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনোমোহন সেন ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী।

🔹 শিক্ষা জীবন ➡️ ১৯৩৬ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যোগমায়া দেবী কলেজ থেকে দর্শনে স্নাতক ডিগ্রী লাভ করেন।

🔹 সাহিত্য জীবন ➡️ মাত্র ১৬ বছর বয়সে ১৯৩০ সালে তাঁর প্রথম কাব্য উদিতা” প্রকাশিত​ হয়। এই কাব্যের ভূমিকা লেখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।


আরও পড়ুন : যে সকল লেখকগণ পিতৃদত্ত নাম গ্রহণ করেননি।



🔹 মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহভাজন হওয়ায় তাঁরা মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সালে ৪ বার সেখানে উপস্থিত হয়েছিলেন।

🔹 ১৯৪২ সালে রবীন্দ্রনাথের মংপুতে কাটানো দিনগুলোর স্মৃতি ও তাঁর সাথে আলাপচারিতা নিয়ে লিখেন স্মৃতিকথা “মংপুতে রবীন্দ্রনাথ”। বইটি “টেগোর বাই ফায়ারসাইড” নামে ইংরেজীতে অনূদিত হয়।  

        ✴️ তাঁর আত্মজীবনীমূলক​ গ্রন্থ ✴️

                      “ন হন্যতে”(১৯৭৪)


🔹 এই উপন্যাসের জন্য তিনি ১৯৭৬ সালে “সাহিত্য অকাদেমি পুরষ্কার” লাভ করেন। তাঁর এই উপন্যাসটিই তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়।
🔹 উপন্যাসটি ইংরেজী “It Does Not Die : A Romance” নামে অনূদিত ও প্রকাশিত হয়।


               ✴️ তাঁর রচিত কাব্য ✴️


১. “উদিতা” (১৯৩০)

২. “চিত্তছায়া”


             ✴️ তাঁর রচিত গল্পগ্রন্থ ✴️


১. “বিধি ও বিধাতা”

২ “এত রক্ত কেন”

৩. “ঋগ্বেদের দেবতা ও মানুষ”

৪. “হিরণ্ময় পাখি”

৫. “আদিত্য মারীচ”


         ✴️ তাঁর রচিত ভ্রমণ কাহিনী ✴️

১. “অচেনা চীন”

২. “মহাসোভিয়েত”

৩. “চীনে ও জাপানে”

🔹 “দেশ পত্রিকা”য় তাঁর “চিন দেখে এলাম” ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটি দেশে সারা ফেলেছিল। 

 আরও পড়ুন : বাংলা সাহিত্যে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রাপকগণ।

Na-Hanyate-Rochoeta-Maitreyi-Devi


  আরও পড়ুন :  ঊনবিংশ শতাব্দীতে শিশুদের  জন্য রচিত গ্রন্থ।



        ✴️ তাঁর রবীন্দ্র বিষয়ক রচনা ✴️

১. “মংপুতে রবীন্দ্রনাথ”(১৯৪২).
২. “টেগোর বাই ফায়ারসাইড”
৩. “স্বর্গের কাছাকাছি”

৪. “কবি সার্বভৌম”

৫. “বিশ্বসভায় রবীন্দ্রনাথ”
৬. “রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে”
৭. “রবীন্দ্রনাথ : দি ম্যান বিহাইন্ড হিজ পেয়েট্রি”

🔹 ১৯৭৭ সালে ভারত সরকার তাঁকে “পদ্মশ্রী সম্মানে” ভূষিত করেন।


🔹 সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ও সালমান খান, ঐশ্বর্যা রাই এবং অজয় দেবগন অভিনীত ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দিভাষী চলচ্চিত্র 'হাম দিল দে চুকে সনম' “ন হন্যতে” থেকে আংশিক অনুপ্রাণিত। যদিও চলচ্চিত্রে তার ঋণস্বীকার করা হয়নি। এখানে ঐশ্বর্যা রাই মৈত্রেয়ী দেবীর ও সালমান খান মিরচা এলিয়েডের চরিত্রে অভিনয় করেন।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments