Subscribe Us

বাংলা সাহিত্যে রবীন্দ্র পুরস্কার প্রাপকগণ

Banglasahitto-Rabindra-Puruskar-Prapok
                           
             🔹পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার প্রবর্তন করে । বর্তমানে  পশ্চিমবঙ্গ সাহিত্য আকাদেমি এই পুরস্কার দিয়ে থাকে। ১৯৫০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত এবং ২০০৪,২০০৫ সালে​ এক বা একাধিক লেখককে কোনো একটি বিশেষ গ্রন্থ রচনার স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।
              
              🔹১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং ২০০৬ থেকে আবার সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে সারা জীবনের অবদানের নিরিখে এই পুরস্কার দেওয়া হয় । 


আরও পড়ুন : সাহিত্যিকদের ছদ্মনাম।


রবীন্দ্র পুরস্কার প্রাপক-গন:


🔹১. ১৯৫০ - সতীনাথ ভাদুড়ী - 'জাগরী' (উপন্যাস)।

🔹২. ১৯৫১ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(মরণোত্তর) - 'ইছামতী' (উপন্যাস)।

🔹৩. ১৯৫৫ - পরশুরাম - 'কৃষ্ণকলি ইত্যাদি গল্প' (ছোটোগল্প)।

🔹৪. ১৯৫৫ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - 'আরোগ্য নিকেতন' (উপন্যাস)।

🔹৫. ১৯৫৭ - প্রভাতকুমার মুখোপাধ্যায় - 'রবীন্দ্রজীবনী' (রবীন্দ্রচর্চা)।

🔹৬. ১৯৫৮ - প্রেমেন্দ্র মিত্র - 'সাগর থেকে ফেরা' (কাব্যগ্রন্থ)।

🔹৭. ১৯৬০ - প্রমথনাথ বিশী - 'কেরী সাহেবের মুন্সী' (উপন্যাস)।


আরও পড়ুন :  বৈষ্ণব পদাবলী সম্পর্কে ।



🔹৮. ১৯৬২ - বলাইচাঁদ মুখোপাধ্যায় - 'হাটে বাজারে'  (উপন্যাস)।

🔹৯. ১৯৬৪ - বিমল মিত্র - 'কড়ি দিয়ে কিনলাম' (উপন্যাস)।



🔹১০. ১৯৬৬ - আশাপূর্ণা দেবী - 'প্রথম প্রতিশ্রুতি' (উপন্যাস)।

🔹১১. ১৯৬৭ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - 'তুঙ্গভদ্রার তীরে' (উপন্যাস)।

🔹১২. ১৯৬৮ - কালিদাস রায় - 'পূর্ণাহুতি' (কাব্যগ্রন্থ)।

🔹১৩. ১৯৬৯ - লীলা মজুমদার - 'আর কোনোখানে'।

🔹১৪. ১৯৭২ - বিভূতিভূষণ মুখোপাধ্যায় - 'এবার প্রিয়াম্বদা' (উপন্যাস)।


আরও পড়ুন : শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সম্পর্কে ।


🔹১৫. ১৯৭৪ - বুদ্ধদেব বসু - 'স্বাগত বিদায় ' (কাব্যগ্রন্থ)।

🔹১৬. ১৯৭৫ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত - 'উত্তরায়ণ' (কাব্যগ্রন্থ)।

🔹১৭. ১৯৭৯ - অরুণ মিত্র - 'শুধু রাতের শব্দ নয়' (কাব্যগ্রন্থ)।

🔹১৮. ১৯৮৯ - শঙ্খ ঘোষ


🔹২০. ২০০০ - অন্নদাশঙ্কর রায়।

🔹২১. ২০০৪ - অলোকরঞ্জন দাশগুপ্ত - 'ধুলোমাখা ইথরের জামা' (কবিতা)।


আরও পড়ুন : বাংলা সাহিত্যে “সায়েন্স ফিকশন” জাতীয় গ্রন্থ রচনার স্রষ্টা।



পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments