🔹পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরস্কারটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার প্রবর্তন করে । বর্তমানে পশ্চিমবঙ্গ সাহিত্য আকাদেমি এই পুরস্কার দিয়ে থাকে। ১৯৫০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত এবং ২০০৪,২০০৫ সালে এক বা একাধিক লেখককে কোনো একটি বিশেষ গ্রন্থ রচনার স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।
🔹১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং ২০০৬ থেকে আবার সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে সারা জীবনের অবদানের নিরিখে এই পুরস্কার দেওয়া হয় ।
আরও পড়ুন : সাহিত্যিকদের ছদ্মনাম।
রবীন্দ্র পুরস্কার প্রাপক-গন:
🔹১. ১৯৫০ - সতীনাথ ভাদুড়ী - 'জাগরী' (উপন্যাস)।
🔹২. ১৯৫১ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়(মরণোত্তর) - 'ইছামতী' (উপন্যাস)।
🔹৩. ১৯৫৫ - পরশুরাম - 'কৃষ্ণকলি ইত্যাদি গল্প' (ছোটোগল্প)।
🔹৪. ১৯৫৫ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - 'আরোগ্য নিকেতন' (উপন্যাস)।
🔹৫. ১৯৫৭ - প্রভাতকুমার মুখোপাধ্যায় - 'রবীন্দ্রজীবনী' (রবীন্দ্রচর্চা)।
🔹৬. ১৯৫৮ - প্রেমেন্দ্র মিত্র - 'সাগর থেকে ফেরা' (কাব্যগ্রন্থ)।
🔹৮. ১৯৬২ - বলাইচাঁদ মুখোপাধ্যায় - 'হাটে বাজারে' (উপন্যাস)।
আরও পড়ুন : রবীন্দ্র রচনাবলীর ইংরেজী অনুবাদ ।
আরও পড়ুন : শক্তি চট্টোপাধ্যায়ের উৎসর্গকৃত রচনাসমূহ ।
🔹১০. ১৯৬৬ - আশাপূর্ণা দেবী - 'প্রথম প্রতিশ্রুতি' (উপন্যাস)।
🔹১১. ১৯৬৭ - শরদিন্দু বন্দ্যোপাধ্যায় - 'তুঙ্গভদ্রার তীরে' (উপন্যাস)।
🔹১২. ১৯৬৮ - কালিদাস রায় - 'পূর্ণাহুতি' (কাব্যগ্রন্থ)।
🔹১৩. ১৯৬৯ - লীলা মজুমদার - 'আর কোনোখানে'।
🔹১৪. ১৯৭২ - বিভূতিভূষণ মুখোপাধ্যায় - 'এবার প্রিয়াম্বদা' (উপন্যাস)।
আরও পড়ুন : শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক সম্পর্কে ।
🔹১৫. ১৯৭৪ - বুদ্ধদেব বসু - 'স্বাগত বিদায় ' (কাব্যগ্রন্থ)।
🔹১৬. ১৯৭৫ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত - 'উত্তরায়ণ' (কাব্যগ্রন্থ)।
🔹১৭. ১৯৭৯ - অরুণ মিত্র - 'শুধু রাতের শব্দ নয়' (কাব্যগ্রন্থ)।
🔹১৮. ১৯৮৯ - শঙ্খ ঘোষ।
🔹১৯. ১৯৯৫ - শক্তি চট্টোপাধ্যায়।
🔹২০. ২০০০ - অন্নদাশঙ্কর রায়।
🔹২১. ২০০৪ - অলোকরঞ্জন দাশগুপ্ত - 'ধুলোমাখা ইথরের জামা' (কবিতা)।
আরও পড়ুন : বাংলা সাহিত্যে “সায়েন্স ফিকশন” জাতীয় গ্রন্থ রচনার স্রষ্টা।
পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....
0 Comments