Subscribe Us

ঊনবিংশ শতাব্দীতে শিশুদের  জন্য রচিত গ্রন্থ

   ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগর -
           
              ১.“বেতাল পঞ্চবিংশতি” (১৮৪৭),           
              ২."জীবনচরিত" (১৮৪৯),
              ৩."বোধদয়" (১৮৫১),
              ৪."কথামালা" (১৮৫৬),
              ৫."আখ্যানমঞ্জরী" (১৮৮৩),
              ৬."বর্ণ-পরিচয়" (প্রথম ভাগ - ১৮৫৫, দ্বিতীয় ভাগ - ১৮৫৬)।


⏩  অক্ষয়  কুমার  দত্ত - "চারুপাঠ" (১৮৫২)।


  যোগীন্দ্রনাথ  সরকার - "হাসি ও খেলা" (১৮৯১)।


  নবকৃষ্ণ  ভট্টাচার্য - "শিশুরঞ্জন রামায়ণ" (১৮৯১)।


  ত্রৈলোক্যনাথ  মুখোপাধ্যায় - "কঙ্কাবতী" (১৮৯২)।


  উপেন্দ্রকিশোর  রায়চৌধুরী - "ছেলেদের রামায়ণ" (১৮৯৪)।


⏩  অবনীন্দ্রনাথ  ঠাকুর ১. "শকুন্তলা" (১৮৯৫)
                                             ২. "ক্ষীরের পুতুল"(১৮৯৬)


⏩  রবীন্দ্রনাথ  ঠাকুর - "নদী" (১৮৯৫)।



⏩  স্বর্ণকুমারী  দেবী - "গল্পস্বল্প" (১৮৯২)।


⏩  আশুতোষ  মুখোপাধ্যায় - "ছেলে ভুলান ছড়া" (১৮৯৯)।


আরও পড়ুন : বাংলা সাহিত্যে​ ত্রয়ী বা ট্রিলজি ।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments