Subscribe Us

বাংলা সাহিত্যে আত্মজীবনীমূলক রচনা


বাংলা সাহিত্যে আত্মজীবনীমূলক রচনা

🔹 গীতিকবিতার মাধ্যমে প্রাচীন ও মধ্যযুগে ভণিতার দ্বারা আত্মপরিচয় তুলে ধরার একটা প্রয়াস লক্ষ্য করা যায়। যেমন - ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে মুকুন্দরাম চক্রবর্তী ও ‘পদ্মাবতী’ কাব্যে সৈয়দ আলাওল  এরূপ আত্মপরিচয় দিয়েছেন। কিন্তু আধুনিক ধারার আত্মজীবনী বলতে যা বোঝায়, এগুলি তার মধ্যে পড়ে না।

🔹 সাহিত্য হিসেবে আত্মজীবনীর যথার্থ প্রকাশ ঘটে উনিশ শতকের গোড়ার দিকে। লেখক আত্মজীবনী রচনা করেন জীবদ্দশায়, ফলে লেখকের পূর্ণাঙ্গ জীবনের প্রতিফলন তাতে ঘটে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী রচনার পরও দীর্ঘকাল বেঁচেছিলেন; তাই তাঁর আত্মজীবনীতে জীবনের দীর্ঘ সময় অনুপস্থিত। তবে কোনো কোনো আত্মজীবনীতে রচয়িতার প্রায় সমগ্র জীবনেরই ছায়াপাত ঘটেছে। জীবনের শেষ প্রান্তে রচিত আত্মজীবনী এ পর্যায়ে পড়ে।

Suggested Page: ভারতচন্দ্র রায়গুণাকর ।


বাংলা সাহিত্যে কয়েকটি আত্মজীবনীমূলক রচনা :


১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👉 “বিদ্যাসাগরচরিত”

২. রবীন্দ্রনাথ ঠাকুর 👉 “ছেলেবেলা”  

৩. রবীন্দ্রনাথ ঠাকুর 👉 “জীবনস্মৃতি”

৪. দেবেন্দ্রনাথ ঠাকুর 👉 “আত্মচরিত”

৫. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর 👉 “জীবনস্মৃতি”

৬. অবনীন্দ্রনাথ ঠাকুর 👉 “আপন কথা”

৭. সত্যেন্দ্রনাথ ঠাকুর 👉 “আমার বাল্যকথা”


Suggested Page: নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের সমস্ত রচনার মূল উৎস ।


৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 👉 “বাল্যস্মৃতি”

৯. দ্বিজেন্দ্রলাল রায় 👉 “আমার জীবনের আরম্ভ”(প্রবন্ধ)

১০. প্রমথ চৌধুরী 👉 “আত্মকথা”

১১. জসীমউদ্দীন 👉 “জীবনকথা”

১২. স্বামী বিবেকানন্দ 👉 “স্মৃতিকথা”

১৩. শিশিরকুমার ভাদুড়ী 👉 “আত্মজীবনী”

১৪. স্বর্ণকুমারী দেবী 👉 “আমাদের গৃহে অন্তঃপুর শিক্ষা ও তাহার সংস্কার”(প্রবন্ধ)

Suggested Page: “শেষ” নামাঙ্কিত বাংলা সাহিত্যে কয়েকটি রচনা ।


১৫. মানকুমারী বসু 👉 “আমার অতীতজীবন”

১৬. লীলা মজুমদার 👉 "পাকদণ্ডী"

১৭. মৈত্রেয়ী দেবী 👉 "ন হন্যতে"

১৮. আশাপূর্ণা দেবী 👉 “প্রথম প্রতিশ্রুতি”

১৯. তসলিমা নাসরিন 👉 "আমার মেয়েবেলা"

২০. বলাইচাঁদ মুখোপাধ্যায় 👉 "পশ্চাৎপট"

২১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 👉 "শ্রীকান্ত"

২২. জীবনানন্দ দাশ 👉 “মাল্যবান” 

২৩. বুদ্ধদেব গুহ 👉 "ঋভু"

২৪. সৈয়দ মুজতবা আলী 👉 "গুরুদেব ও শান্তিনিকেতন"

 Suggested Page: “শ্রীকৃষ্ণকীর্তন কাব্য” - বড়ু চণ্ডীদাস ।


২৫. প্রমথ চৌধুরী 👉 “বীরবলের হালখাতা”

২৬. ইন্দিরা দেবী 👉 "আমার খাতা"

২৭. সন্তোষ কুমার ঘোষ 👉 "শেষ নমস্কার - শ্রীচরণেষু মাকে"

২৮. সুভাষ মুখোপাধ্যায় 👉 "ঢোলগোবিন্দের আত্মদর্শন"

২৯. সমর সেন 👉 "বাবু বৃত্তান্ত" 

৩০. বেগম রোকেয়া  👉 "কূপমণ্ডুকের হিমালয় দর্শন"

৩১. বিহারীলাল চক্রবর্তী 👉 "বন্ধুবিয়োগ"

৩২. গোপাল হালদার 👉 "রূপনারায়ণের কূলে" 

৩৩. শক্তি চট্টোপাধ্যায় 👉 "কিন্নর-কিন্নরী"


৩৪. মান্না দে 👉 "জীবনের জলসাঘরে"

Suggested Page: রবীন্দ্রোত্তর কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত ।


৩৫. সমরেশ মজুমদার 👉 "উত্তরাধিকার" 

৩৬. দীনেশচন্দ্র সেন 👉 “ঘরের কথা”

৩৭. সুকুমার সেন 👉 “দিনের পরে দিন যে গেল”

৩৮. প্রফুল্লচন্দ্র রায় 👉 “আত্মচরিত”

৩৯. শিবনাথ শাস্ত্রী 👉 “আত্মচরিত”

৪০. অমৃতলাল বসু 👉 “সেকালের কথা”(স্মৃতিকথা)

৪১. কৃষ্ণচন্দ্র মজুমদার 👉 “স্মৃতিকথা”

৪২. কেশবচন্দ্র সেন 👉 “জীবনবেদ”

৪৩.  মনোমোহন বসু 👉 “সমাজচিত্র”

৪৪. রাজনারায়ণ বসু 👉 “আত্মচরিত”

৪৫. মীর মশাররফ হোসেন 👉 “আমার জীবনী”

Suggested Page: পত্রোপন্যাস ।


৪৬. সুনীল গঙ্গোপাধ্যায় 👉 “প্রথম আলো”

৪৭. সুনীল গঙ্গোপাধ্যায় 👉 “অর্ধেক জীবন”

৪৮. নবীনচন্দ্র সেন 👉 “আমার জীবন”

৪৯. অন্নদাশঙ্কর রায় 👉 “বিনুর বই”

৫০. অন্নদাশঙ্কর রায় 👉 “নব্বই পেরিয়ে”


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

আরও পড়ুন :

Post a Comment

5 Comments

  1. খুবই ভলো লাগলো যদি কোনো বিভিন্ন গদ্য ও পদ্যের উৎস গুলি দিলে ভালো হয়।।5-8 ।।।

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ আপনাকে... পরবর্তী পোস্ট অথবা আপডেটে যথাসম্ভব চেষ্টা করছি...

    ReplyDelete
  3. খুবই ভালো লাগল

    ReplyDelete
  4. আচ্ছা, অর্থনীতিবিদ ভবতোষ দত্তের কোনো আত্মজীবনী আছে কি?

    ReplyDelete