Subscribe Us

একই বা প্রায় একই নামের ভিন্ন রচনা

একই বা প্রায় একই নামের ভিন্ন রচনা

⏹️‘সনেট পঞ্চাশৎ’(সনেট সংকলন)--প্রমথ চৌধুরী। 
‘গল্প পঞ্চাশৎ’(গল্প সংকলন গ্রন্থ)--তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।


 ⏹️‘মহানগর’(ছোটোগল্প)--প্রেমেন্দ্র মিত্র 
‘মহানগর’(উপন্যাস)--নরেন্দ্রনাথ মিত্র 
‘মহানগরী’(উপন্যাস)--তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 


⏹️‘বিবিধ প্রবন্ধ’(প্রবন্ধ সংকলন গ্রন্থ)--বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘বিচিত্র প্রবন্ধ’(প্রবন্ধ সংকলন গ্রন্থ)--রবীন্দ্রনাথ ঠাকুর


 ⏹️‘পদ্মাবতী’(কাব্যগ্রন্থ)--সৈয়দ আলাওল 
‘পদ্মাবতী’(নাটক)--মাইকেল মধুসূদন দত্ত 


⏹️‘সপ্তপদী’(উপন্যাস)--তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
‘সপ্তপদী’(গল্পগ্রন্থ)--প্রেমেন্দ্র মিত্র 


⏹️‘কবিকাহিনী’(কাব্যগ্রন্থ)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘কবিকাহিনী’(নাটক)--বাদল সরকার 


আরও পড়ুন : বাংলা সাহিত্যে​ ত্রয়ী বা ট্রিলজি ।



⏹️‘পরিচয়’(প্রবন্ধ)--রবীন্দ্রনাথ ঠাকুর
‘পরিচয়’(উপন্যাস)--বিমল কর


 ⏹️‘সমুদ্রের স্বাদ’(গল্পগ্রন্থ)--মানিক বন্দ্যোপাধ্যায় 
‘সমুদ্রের স্বাদ’(একাঙ্ক নাটক)--চিত্তরঞ্জন দাশ 


⏹️‘নষ্টনীড়’(ছোটোগল্প)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘নষ্টনীড়’(ছোটোগল্প)--রমাপদ চৌধুরী 
‘নষ্টনীড়’(কবিতা)--সুধীন্দ্রনাথ দত্ত


⏹️‘গোরা(উপন্যাস)--রবীন্দ্রনাথ ঠাকুর
‘গোরা(উপন্যাস)--শৈবাল মিত্র 


⏹️‘চোরাবালি’(কাব্যগ্রন্থ)--বিষ্ণু দে 
‘চোরাবালি’(নাটক)--কিরণ মৈত্র
‘চোরাবালি’(প্রবন্ধ)--সুধীন্দ্রনাথ দত্ত 


⏹️‘নবজাতক’(কাব্যগ্রন্থ)--রবীন্দ্রনাথ ঠাকুর
 ‘নবজাতক’(উপন্যাস)--সুনীল গঙ্গোপাধ্যায় 


⏹️‘শাস্তি’(ছোটগল্প)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘শাস্তি’(উপন্যাস)--নরেশচন্দ্র সেনগুপ্ত 


⏹️‘ভারতবর্ষ’(ছোটগল্প)--মহাশ্বেতা দেবী 
‘ভারতবর্ষ’(ছোটগল্প)--সৈয়দ মুস্তাফা সিরাজ 
‘ভারতবর্ষ’(একাঙ্ক নাটক)--কল্যান বন্দ্যোপাধ্যায় 


আরও পড়ুন : লীলা মজুমদার সম্পর্কে ।



⏹️‘শুভা’(ছোটগল্প)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘শুভা’(উপন্যাস)--নরেশচন্দ্র সেনগুপ্ত 

⏹️‘ছাড়পত্র’(কাব্যগ্রন্থ)--সুকান্ত ভট্টাচার্য 
‘ছাড়পত্র’(উপন্যাস)--মহাশ্বেতা দেবী 


⏹️‘বহুরূপী’(গল্পগ্রন্থ)--লীলা মজুমদার 
‘বহুরূপী’(ছোটগল্প)--সুবোধ ঘোষ 


⏹️‘কালবৈশাখী’(কবিতা)--মোহিতলাল মজুমদার 
‘কালবৈশাখী’(উপন্যাস)--তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 
‘কালবৈশাখী’(নাটক)--প্রতাপচন্দ্র চন্দ্র


 ⏹️‘শেষ লেখা’(কাব্যগ্রন্থ)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘শেষ লেখা’(ছোটোগল্প)--বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 


⏹️‘জননী’(উপন্যাস)--মানিক বন্দ্যোপাধ্যায় 
‘জননী’(নাটক)--শচীন্দ্রনাথ সেনগুপ্ত 


⏹️‘হৈমন্তী’(ছোটোগল্প)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘হৈমন্তী’(কবিতা সংকলন গ্রন্থ)--কালিদাস রায় 


আরও পড়ুন : ঊনবিংশ শতাব্দীতে শিশুদের  জন্য রচিত গ্রন্থ ।


⏹️‘রামানুজ’(নাটক)--ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ 
‘রামানুজ’(নাটক)--অপরেশচন্দ্র মুখোপাধ্যায় 


⏹️‘অশোক(নাটক)-- গিরিশচন্দ্র ঘোষ 
‘অশোক(নাটক)--ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ 
‘অশোক(নাটক)--মন্মথ রায়


⏹️‘নৌকাডুবি’(উপন্যাস)--রবীন্দ্রনাথ ঠাকুর 
‘নৌকাডুবি’(কবিতা)--সুধীন্দ্রনাথ দত্ত


⏹️‘নটী বিনোদিনী’(নাটক)--বিধায়ক ভট্টাচার্য 
‘নটী বিনোদিনী’(নাটক)--চিত্তরঞ্জন ঘোষ 


⏹️'দেনা-পাওনা'(ছোটোগল্প)-রবীন্দ্রনাথ ঠাকুর 
'দেনা-পাওনা'(উপন্যাস)-শরৎচন্দ্র।


⏹️'দ্রোপদী'(প্রবন্ধ)-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
'দ্রোপদী'(ছোটগল্প)-মহাশ্বেতা দেবী


আরও পড়ুন : “দেশে-বিদেশে”-র রচয়িতা সৈয়দ মুজতবা আলী ।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

যোগাযোগ : 
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto

Post a Comment

0 Comments