বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক
উপন্যাস :
🔹 প্রাচীন সভ্যতাগুলো যেমন ছিল নদীকেন্দ্রিক তেমনি সাহিত্যের আদি নিদর্শনে নদী তার গতিময়তায় কবিতা-গানে প্রাণ দান করেছে। শুধু বাংলা সাহিত্যে নয়, বিদেশি সাহিত্যেও নদী গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মানুষের জীবনযাপন, সভ্যতার বিকাশ ও ঐশ্বর্যনির্মাণ, ইতিহাস, আন্দোলন-সংগ্রাম-সবকিছুতেই নদী দৃঢ়তর ভূমিকা পালন করে। মানুষের জীবনে নদী কখনো বন্ধু, কখনো ভয়ঙ্কর প্রতিপক্ষ ও ধ্বংসকারী। নদীকে এড়িয়ে মানুষের জীবন গড়া ও সভ্যতার ঐশ্বর্য নির্মাণ অকল্পনীয়। নদীভিত্তিক আঞ্চলিক বিভিন্ন উপন্যাসে এ সত্য নানাভাবে উপস্থাপিত হয়েছে। নদী ও মানুষ একে-অপরের সম্পূরক। বিভিন্ন উপন্যাসে এই সত্যতা ধরা পড়েছে বিভিন্ন রূপে।
🔹 প্রাচীনকাল থেকেই বাংলা সাহিত্যে নদী একটি অপরিহার্য বিষয়। সাহিত্যের প্রত্যেকটি শাখাতেই তার উপস্থিতি। নদীবিহীন জীবন যেমন বাঙালির কাছে অকল্পনীয়, সাহিত্যেও নদীর ভূমিকা যেন একই সত্য ধারণ করে রয়েছে। ‘চর্যাপদ’, ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’, ‘মহাভারত’, ‘মনসামঙ্গল কাব্য’, ‘চণ্ডীমণ্ডল কাব্য’, ‘অন্নদামঙ্গল কাব্য’, ‘মৈমনসিংহ গীতিকা’, ‘মেঘনাদবধ কাব্য’, ‘ব্রজাঙ্গনা’, প্রভৃতি কাব্যে নদী কোন না কোন ভাবে স্থান গ্রহণ করেছে। এই সকল সাহিত্যে নদী এসেছে নানাভাবে, বিচিত্র রূপে।
[ আরও পড়ুন : বাংলা সাহিত্যে ত্রয়ী বা ট্রিলজি ]
নদী কেন্দ্রিক উপন্যাস |
[ আরও পড়ুন : লীলা মজুমদার ]
রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় নদীর প্রভাব :
🔹 নদী রবীন্দ্র-সাহিত্যের বিস্তৃত অংশ দখল করে রয়েছে। ‘আমাদের ছোট নদী’র মতো শিশুতোষ রচনা কেবল নয় বাংলাদেশের পদ্মা নদী এবং শান্তিনিকেতনের কোল ঘেঁষে বয়ে যাওয়া কোপাই অথবা কলকাতার গঙ্গা নদীর সঙ্গে বিশাল ব্যাপ্ত শিল্পজগৎ গড়ে উঠেছে রবীন্দ্রনাথের।
🔹 বাংলাদেশে থাকার সময় শিলাইদহের প্রবাহিত ‘পদ্মা’ বা ‘গড়াই’ নদীর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মোহিত করে রেখেছিল। ‘পদ্মা’ নদী ছিল তাঁর শিল্পসাধনসঙ্গী। এই পদ্মাতীরে বসেই কবি তাঁর অন্তর্নিহিত কবিধর্মকে আবিষ্কার করেছেন। পদ্মার কলধ্বনিতে শুনেছেন বাংলার জনজীবনের কোলাহল।
🔹 শিলাইদহের যে রূপবৈচিত্র্য, তার মধ্যে পেয়েছিলেন তিনি লেখার অনুকূল পরিবেশ। নদীকে কেন্দ্র করে বিপুল সৃষ্টির উপকরণ অর্জিত হয়েছিল রবীন্দ্রনাথের জীবনে। প্রমথনাথ বিশী ‘ছিন্নপত্র’কে ‘পদ্মার মহাকাব্য’ বলে অভিহিত করেছেন। ভরা বর্ষায় দুকূলপ্লাবিনী পদ্মার কাছে রবীন্দ্রনাথ খুঁজে পেয়েছেন জীবনের আশ্বাস, এগিয়ে চলার মন্ত্র। ‘সোনার তরী’, ‘চিত্রা’, চৈতালী’র মতো কাব্য গড়ে উঠছে এ-সময়।
🔹 নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তাঁর অজস্র গান। ‘ছুটি’ গল্পের ফটিক, ‘সুভা’ গল্পের সুভা বা ‘সমাপ্তি’ গল্পের ‘মৃন্ময়ী’কে তিনি পেয়েছেন নদীর তীরেই। ‘পোস্টমাস্টার’, ‘মেঘ ও রৌদ্র’ বা ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো গল্পের সৃষ্টিও পদ্মার পারেই। ‘দেনাপাওনা’, ‘শাস্তি’, ‘স্বর্ণমৃগ’ গল্পের সৃষ্টির পেছনে রয়েছে পদ্মাপাড়ের জনজীবন। ঔপন্যাসিক রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম ‘নৌকাডুবি’। নদীতে নৌকাডুবির ফলে সৃষ্ট জটিলতায় আখ্যান এগিয়েছে এখানে।
[ আরও পড়ুন : কবি সাহিত্যিকদের ছদ্মনাম ]
নদী কেন্দ্রিক উপন্যাস |
[ আরও পড়ুন : শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : সত্যজিৎ রায় ]
🔹 নদীকেন্দ্রিক আঞ্চলিক উপন্যাস, যা বাংলা উপন্যাস-সাহিত্যে এক উজ্জ্বতর যোজনা। বাংলা সাহিত্যের নদীকেন্দ্রিক উপন্যাস কম লেখা হয়নি। লেখক সহ সেই উপন্যাসগুলোর নাম নিম্নে দেওয়া হলো ⤵️
বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক বিভিন্ন উপন্যাস :⤵️
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ➡️ ‘ইছামতী’(১৯৫০)
২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ➡️ ‘কালিন্দী’(১৯৪০), ‘হাঁসুলী বাঁকের উপকথা’(১৯৪৭)
৩. মানিক বন্দ্যোপাধ্যায় ➡️ ‘পদ্মা নদীর মাঝি’(১৯৩৬)
৪. অদ্বৈত মল্লবর্মণ ➡️ ‘তিতাস একটি নদীর নাম’(১৯৫৬)
৫. সমরেশ বসু ➡️ ‘গঙ্গা’(১৯৫৭)
৬. দেবেশ রায় ➡️ ‘তিস্তাপারের বৃত্তান্ত’(১৯৮৮)
৭. অমরেন্দ্র ঘোষ ➡️ ‘চর কাশেম’(১৯৫৬)
৮. অমিয় ভূষণ মজুমদার ➡️ ‘গড় শ্রীখণ্ড’(১৯৫৭)
৯. প্রফুল্ল রায় ➡️ ‘কেয়া পাতার নৌকা’(২০০৩)
১০. সাধন চট্টোপাধ্যায় ➡️ ‘গহীন গাঙ’(১৯৮০)
১১. সৈয়দ ওয়ালীউল্লাহ ➡️ ‘কাঁদো নদী কাঁদো’(১৯৬৮)
১২. হুমায়ুন কবীর ➡️ ‘নদী ও নারী’(১৯৪৫)
১৩. সুবোধ বসু ➡️ ‘পদ্মা প্রমত্তা নদী’
১৪. প্রমথনাথ বিশুই ➡️ ‘পদ্মা’
১৫. নারায়ন গঙ্গোপাধ্যায় ➡️ ‘মহানন্দা’
১৬. সরোজকুমার রায়চৌধুরী ➡️ ‘ময়ুরাক্ষী’
১৭. বলরাম দাস ➡️ ‘মৎস্যগন্ধ্যা’
১৮. বোধিসত্ব মৈত্র ➡️ ‘ঝিনুকের পেটে মুক্তো’
১৯. চিত্ত সিংহ ➡️ ‘ঈশ্বর পাটণী’
২০. মনোজ বসু ➡️ ‘জলজঙ্গল’
২১. আব্দুল জব্বার ➡️ ‘ইলিশ মারির চর’
২২. আবু ইসহাক ➡️ ‘পদ্মার পলিদ্বীপ’
[ আরও পড়ুন : “যৌবন বসন্তের কবি” বুদ্ধদেব বসু ]
নদী কেন্দ্রিক উপন্যাস |
[ আরও পড়ুন : রবীন্দ্রনাথের পর ‘প্রথম মৌলিক কবি’ সম্পর্কে ]
পোস্টটি
আপনার সামান্যতম উপকারে
এলে, পোস্টটি আপনার
বন্ধুদের সাথে শেয়ার
করুন । ধন্যবাদ....
যোগাযোগ
:
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto
fb.me/banglasahitto.in
fb.me/banglasahitto.in
2 Comments
ভলো লাগল
ReplyDeleteঅসাধারন
ReplyDelete