Subscribe Us

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস:


Tarasankar-Bandyopadhyayar-Vinno-Potrikai-Prokasito-Uponnas



বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তাঁর উপন্যাস:


০১. ‘আগুন’(১৯৩৭) ➡️ উপন্যাসটি প্রথমে ‘দেশ’ পত্রিকায় ‘কালপুরুষ’ নামে প্রকাশিত হয়।


০২. ‘ধাত্রীদেবতা’(১৯৩৯) ➡️ সজনীকান্ত দাস সম্পাদিত ‘বঙ্গশ্রী’ পত্রিকায় ১৩৪১ বঙ্গাব্দে ‘জমিদারের মেয়ে’ নামে ২ টি কিস্তি প্রকাশিত হয়ে বন্ধ হয়ে যায়।

       🔹পরে তারাশঙ্কর উপন্যাসটির নাম বদলে ‘ধাত্রীদেবতা’ নামে সজনীকান্ত দাসের সম্পাদনায় ‘শনিবারের চিঠি’ পত্রিকায় ১৩৪৫ বঙ্গাব্দের​ শ্রাবণ মাস থেকে ১৩৪৬ বঙ্গাব্দের​ ভাদ্র মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।


আরও পড়ুন : বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ ট্রিলজি রচয়িতা।


০৩. ‘কালিন্দী’(১৯৪০) ➡️ ১৩৪৬ বঙ্গাব্দের​ বৈশাখ মাস থেকে ১৩৪৭ বঙ্গাব্দের ভাদ্র মাস পর্যন্ত মাসিক ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়।


০৪. ‘গনদেবতা’(১৯৪২) ➡️ ১৩৪৭ বঙ্গাব্দের অগ্রাহায়ন মাস থেকে ১৩৪৮ বঙ্গাব্দের চৈত্র মাস পর্যন্ত ‘ভারতবর্ষ’ পত্রিকায় ‘চণ্ডীমন্ডপ’ নামে ধারাবাহিকভাবে ৩০ টি অধ্যায় প্রকাশিত হয়।


০৫. ‘সন্দীপন পাঠশালা’(১৯৪৬) ➡️ উপন্যাসটি দৈনিক ‘কৃষক’ পত্রিকায় ‘উদয়াস্ত’ নামে প্রকাশিত হয়।


আরও পড়ুন : বাংলা সাহিত্যে “সায়েন্স ফিকশন” জাতীয় গ্রন্থ রচনার স্রষ্টা।


Tarasankar-Bandyopadhyayar-Vinno-Potrikai-Prokasito-Uponnas


আরও পড়ুন :  “পদ্মা নদীর মাঝি”-র স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায়।


০৬. ‘হাঁসুলী বাঁকের উপকথা’(১৯৪৭) ➡️ ১৩৫৩ বঙ্গাব্দে শারদীয় ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত হয়।


০৭. ‘আরোগ্য নিকেতন’(১৯৫৩) ➡️ ১৩৫৯ বঙ্গাব্দে শারদীয় ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত হয় ‘সঞ্জীবন ফার্মেসি’ নামে।

০৮. ‘চাঁপা ডাঙার বউ’(১৯৫৪) ➡️ উপন্যাসটি প্রথমে​ ‘উপাসনা’ পত্রিকায় ‘বড় বৌ’ নামে প্রকাশিত হয়। পরে নাম পরিবর্তন করে ‘চাঁপা ডাঙার বউ’ নামে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।


আরও পড়ুন :  ‘Post Card Story’-র জনক সম্পর্কিত।


০৯. ‘পঞ্চগ্রাম’(১৯৪৩) ➡️ উপন্যাসটি প্রথমে ‘ভারতবর্ষ’ পত্রিকায় প্রকাশিত হয়।


১০. ‘নিশিপদ্ম’(১৯৬২) ➡️ উপন্যাসটি ‘প্রথম‌ নবকল্লোল’ পত্রিকায় প্রকাশিত হয়।

১১. ‘কালান্তর’(১৯৭০) ➡️ ‘শনিবারের চিঠি’ পত্রিকায় প্রকাশিত হয়।

১২. ‘যোগভ্রষ্ট’ ➡️ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার পূর্বে ‘উল্টোরথ’ পত্রিকায় ‘যবনিকা’ নামে প্রকাশিত হয়।


আরও পড়ুন : দুঃখবাদী কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।


যোগাযোগ
contact@banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto

Post a Comment

0 Comments