Subscribe Us

প্রেমেন্দ্র মিত্র : বাংলা সাহিত্যে “সায়েন্স ফিকশন” জাতীয় গ্রন্থ রচনার স্রষ্টা

#সায়েন্স ফিকশন #প্রেমেন্দ্র মিত্র

জন্ম 👉 ১৯০৪ খ্রিষ্টাব্দে কাশীতে।

পিতা 👉 জ্ঞানেন্দ্র নাথ মিত্র।

মাতা 👉 সুহাসিনী দেবী।

আদি নিবাস 👉 হুগলী জেলার কোন্নগর গ্রাম।

মৃত্যু 👉 প্রেমেন্দ্র মিত্র পাকস্থলীর ক্যান্সারের কারণে তিনি ৩ রা মে ১৯৮৮ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।


Suggested Page: আলোচনা : ‘Post Card Story’-র জনক



🔹 বাংলা সাহিত্যে ‘সায়েন্স ফিকশন’ রচনার পুরোধা প্রেমেন্দ্র মিত্র।


🔹 ‘কল্লোল'-এর বিখ্যাত ট্রায়োর একজন হলেন প্রেমেন্দ্র মিত্র।


🔹 গোয়েন্দা চরিত্র ঘনাদা অর্থাৎ ঘনশ্যাম দাস চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র।


🔹 গোয়েন্দা চরিত্র ঘনশ্যাম দাসের প্রথম আবির্ভাব ঘটে ১৯৩৭ খ্রিষ্টাব্দে।


🔹 তাঁর প্রথম গল্প - “শুধু কেরানী” ১৩৩০ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়।


🔹 ১৯২৬ খ্রিষ্টাব্দে তাঁর প্রথম উপন্যাস - “পাঁক” প্রকাশিত হয়।


🔹 “পঞ্চশর” প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্পগ্রন্থ।


🔹 তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - “প্রথমা” (১৯৩২)।




🔹 আকাশবাণীর উদ্যোগে রচিত “সবুজ মানুষ” নামে চার অধ্যায়ের বারোয়ারি কল্পবিজ্ঞানের প্রথম অধ্যায় প্রেমেন্দ্র মিত্র রচনা করেন।


Suggested Page: দুঃখবাদী কবি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য


প্রেমেন্দ্র মিত্র রচিত কাব্যগ্রন্থ :

১. প্রথমা (১৯৩২)

২. সম্রাট (১৯৪০)

৩. ফেরারী ফৌজ (১৯৪৮)

৪. সাগর থেকে ফেরা (১৯৫৬)

৫. হরিণ চিতা চিল (১৯৬০)

৬. অথবা কিন্নর (১৯৬৫)


Suggested Page: “পদ্মা নদীর মাঝি”-র স্রষ্টা : মানিক বন্দ্যোপাধ্যায়


প্রেমেন্দ্র মিত্র রচিত উপন্যাস :

১. পাঁক (১৯২৬)

২. বাঁকা লেখা (১৯২৭)

৩. মিছিল (১৯৩৩)

৪. আগামীকাল (১৯৩৬)

৫. প্রতিশোধ (১৯৪১)

৬. পা বাড়ালেই রাস্তা (১৯৬২)

৭. মনুদ্বাদশ (১৯৬৪)

৮. কুয়াশা 

৯. পথ ভুলে

১০. সূর্য কাঁদলে সোনা

১১. হৃদয় দিয়ে গড়া


Suggested Page: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


প্রেমেন্দ্র মিত্র রচিত গোয়েন্দা উপন্যাস :

১. হানাবাড়ি (১৯৫৪)

২. কালোছায়া (১৯৫৬)


প্রেমেন্দ্র মিত্র রচিত সায়েন্স ফিকশন জাতীয় গ্রন্থ :

১. পিঁপড়ে পুরাণ

২. শুক্রে যারা গিয়েছিল

৩. পাতালে পাঁচ বছর

৪. মায়াদানবের দ্বীপ

৫. সূর্য যেখানে নীল


প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ :

১. পঞ্চশর (১৯২৯)

২. বেনামী বন্দর (১৯৩০)

৩. পুতুল ও প্রতিমা (১৯৩২)

৪. মৃত্তিকা (১৯৩৫)

৫. মহানগর (১৯৩৭)

৬. নিশীথ নগরী (১৯৩৮)

৭. ধুলিধূসর (১৯৩৮)

৮. সামনে চড়াই (১৯৫০)

৯. সপ্তপদী (১৯৫৩)

১০. জলপায়রা (১৯৫৭)

১১. নানা রঙে বোনা (১৯৬০)


Suggested Page: সাহিত্যিকদের শ্রেষ্ঠ রচনা



প্রেমেন্দ্র মিত্রের প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা :

❇️ ১৯৫৭ খ্রিষ্টাব্দে 👉 সাহিত্য আকাদেমি।

❇️ ১৯৫৮ খ্রিষ্টাব্দে 👉 রবীন্দ্র পুরস্কার।

❇️ ১৯৬০ খ্রিষ্টাব্দে 👉 পদ্মশ্রী।

❇️ ১৯৭০ খ্রিষ্টাব্দে 👉 ভুবনেশ্বরী পদক।

❇️ ১৯৭১ খ্রিষ্টাব্দে 👉 আনন্দ পুরস্কার।

❇️ ১৯৭৬ খ্রিষ্টাব্দে 👉 নেহেরু পুরস্কার।

❇️ ১৯৮১ খ্রিষ্টাব্দে 👉 বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সন্মানিক ডি.লিট লাভ করেন।

❇️ ১৯৮৪ খ্রিষ্টাব্দে 👉 বিদ্যাসাগর পুরস্কার।

❇️ ১৯৮৮ খ্রিষ্টাব্দে 👉 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম উপাধি লাভ।


🔹 তাঁর “আগামীকাল” উপন্যাসটি ‘কল্লোল’ পত্রিকায় প্রকাশিত হয়।


🔹 প্রেমেন্দ্র মিত্রের “মিছিল” উপন্যাসের শচীন চরিত্রের সঙ্গে “পুতুল নাচের ইতিকথা”-র কুমুদ চরিত্রের অনেক মিল দেখা যায়।


Suggested Page: রবীন্দ্র পুরস্কার প্রাপক সাহিত্যিকগণ



🔹 প্রেমেন্দ্র মিত্রের সম্পাদিত পত্রিকার মধ্যে রয়েছে ‘রঙমশাল’ (১৯৩১), 
কবি সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে ‘নিরুক্ত’, 
কবি বুদ্ধদেব বসুর সঙ্গে ‘কবিতা’ (১৯৩৫) এছাড়াও ‘কালিকলম’, ‘নবশক্তি’ (১৯৩৬),‘পক্ষিরাজ’ 
প্রভৃতি।


🔹 ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের অনুরোধে প্রেমেন্দ্র মিত্র প্রথম গান লেখেন - “আকাশরূপী হে মহাকাল”


🔹 ১৯৪৩ খ্রিষ্টাব্দে “যোগাযোগ” সিনেমার জন্য লেখা, কানন দেবীর কণ্ঠে প্রেমেন্দ্র মিত্রের “যদি ভালো না লাগে তো দিয়োনা মন” গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। 




Post a Comment

1 Comments