জন্ম 👉 ১৭২০ - ১৭২১ খ্রিষ্টাব্দে।
জন্মস্থান 👉 ২৪ পরগনার হালি শহরের কুমারহট্ট গ্রামে।
পিতা 👉 রামরাম সেন।
মাতা 👉 সিদ্ধেশ্বরী দেবী।
স্ত্রী 👉 সর্বাণী দেবী।
সন্তান 👉 ২ পুত্র - রামদুলাল, রামমোহন এবং ২ কন্যা - পরমেশ্বরী, জগদীশ্বরী।
পিতামহ 👉 রামেশ্বর সেন।
প্রপিতামহ 👉 কৃত্তিবাস সেন।
কূল গুরু 👉 মাধবাচার্য।
বংশ 👉 বৈদ্য।
মৃত্যু 👉 ১৭৮১ খ্রিষ্টাব্দ।
২. সাধনা বিষয়ক
৩. জগজ্জননীর রূপ বিষয়ক
৪. তত্ত্বদর্শন ও নীতি বিষয়ক।
২. কৃষ্ণকীর্তন
৩. কালিকামঙ্গল
৪. সীতাবিলাপ
৫. শিবসঙ্কীর্তন
পিতা 👉 রামরাম সেন।
মাতা 👉 সিদ্ধেশ্বরী দেবী।
স্ত্রী 👉 সর্বাণী দেবী।
সন্তান 👉 ২ পুত্র - রামদুলাল, রামমোহন এবং ২ কন্যা - পরমেশ্বরী, জগদীশ্বরী।
পিতামহ 👉 রামেশ্বর সেন।
প্রপিতামহ 👉 কৃত্তিবাস সেন।
কূল গুরু 👉 মাধবাচার্য।
বংশ 👉 বৈদ্য।
মৃত্যু 👉 ১৭৮১ খ্রিষ্টাব্দ।
[ আরও পড়ুন : কথাসাহিত্যিক লীলা মজুমদার সম্পর্কে ]
- কবি সম্পর্কে মন্তব্য করা হয় -
- কবি ভক্তের আকুতি পর্যায় এবং আগমনী পর্যায়ের সৃষ্টি কর্তা।
- রামপ্রসাদ সেন ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি।
- রাজা কৃষ্ণচন্দ্র কবিকে “কবিরঞ্জন” উপাধিতে ভূষিত করেন।
- রামপ্রসাদ সেনের মুদ্রিত পদের সংখ্যা ৩০০ টি।
- কবি নিজের গানে যে সহজ সাদামাঠা সুর দিতেন, তা ‘প্রসাদী সুর’ নামে প্রচলিত।
[ আরও পড়ুন : বাংলা সাহিত্যে নদী কেন্দ্রিক উপন্যাস ]
- মহারাজা কৃষ্ণচন্দ্র কবির গান শোনার জন্য কবির গ্রামের নিকট নিজের কাছাড়ি বাড়িতে থাকতেন।
- কবির রচিত ভক্তের আকুতি পর্যায়ের পদগুলোতে সমকালীন যুগের চিত্র যথার্থভাবে ধরা পড়েছে।
- কবির পদগুলোর মধ্যে কয়েকটি স্তর লক্ষ্য করা যায় 👉
২. সাধনা বিষয়ক
৩. জগজ্জননীর রূপ বিষয়ক
৪. তত্ত্বদর্শন ও নীতি বিষয়ক।
- কবি সম্পর্কে প্রথম আমাদের তথ্য দান করেন 👉 ঈশ্বর গুপ্ত।
- ভগিনী নিবেদিতা কবিকে ব্রেকের সমগোত্রীয় বলেছেন।
- ঈশ্বর গুপ্ত কবি রামপ্রসাদ সেন সম্পর্কে বলেছেন -
“ইহার তুল্য বঙ্গভাষা ভাষিত গীতরত্ন এ পর্যন্ত কোন কবি কতৃক প্রচারিত হয় নাই”।
[ আরও পড়ুন : নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় ]
রামপ্রসাদ সেন রচিত গ্রন্থ :
১. কালীকীর্তন২. কৃষ্ণকীর্তন
৩. কালিকামঙ্গল
৪. সীতাবিলাপ
৫. শিবসঙ্কীর্তন
- শাক্ত পদাবলী ২ টি ভাগে বিভক্ত। যথা 👉
২. উমা সঙ্গীত
কবি রচিত বিখ্যাত কয়েকটি পদ :
১. “মা আমায় ঘুরাবি কত।কলুর চোখ বাঁধা বলদের মত”।।
২. “মা মা বলে আর ডাকব না,
ওমা দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা”।।
৩. “গিরি, এবার আমার উমা এলে আর উমা পাঠাব না।
বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনব না”।।
1 Comments
শাক্ত পদাবলী বিজয়া পর্যায়ে
ReplyDelete