Subscribe Us

বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার

Banglasahitte-Gayanpith-Puraskar-Prapokgon


বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার :


জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার । ১৯৬১ খ্রিস্টাব্দে প্রথম সাহিত্যিকদের জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় । পুরস্কারের অর্থমূল্য ৭০০০০০ টাকা, সঙ্গে জ্ঞান-শিল্পকলা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর একটি প্রতিমূর্তি এবং একটি মানপত্র প্রদান করা হয় ।

১৯৮২ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত কোন একটি নির্দিষ্ট রচনার জন্য জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হত । কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে ।

মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ ১৯৬৫ খ্রিস্টাব্দে “ওডাক্কুঝল” গ্রন্থের জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন । 


আরও পড়ুন : প্রথম বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক  ]


বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর “গনদেবতা” (১৯৪২) উপন্যাসের জন্য।


বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকগণ 


তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – ১৯৬৫ খ্রিস্টাব্দে – “গণদেবতা” (১৯৪২) ।

বিষ্ণু দে – ১৯৭১ খ্রিস্টাব্দে - “স্মৃতি সত্ত্বা ভবিষ্যত” (১৯৬৩) ।

আশাপূর্ণা দেবী – ১৯৭৬ খ্রিস্টাব্দে - “প্রথম প্রতিশ্রুতি” (১৯৬৫)।

সুভাষ মুখোপাধ্যায় – ১৯৯১ খ্রিস্টাব্দে - “পদাতিক” (১৯৪০) ।

মহাশ্বেতা দেবী – ১৯৯৬ খ্রিস্টাব্দে – হাজার চুরাশির মা” (১৯৭৪) ।

শঙ্খ ঘোষ – ২০১৬ সালে ।


আরও পড়ুন : বাংলার বায়রন সম্পর্কে  ]


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

(তথ্যঋণ : উইকিপিডিয়া) ।

Post a Comment

0 Comments