Subscribe Us

বাংলা সাহিত্যে অপ্রধান মঙ্গলকাব্য ও কবি

Banglasahitte-Apradhan-Mangal-Kavya


বাংলা সাহিত্যে অপ্রধান মঙ্গলকাব্য :


মধ্যযুগে বাংলা সাহিত্যে এক বিশেষ শ্রেণীর ধর্ম বিষয়ক অখ্যানকাব্য হল মঙ্গলকাব্য । দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যের মূল উপজীব্য । মঙ্গলকাব্যকে প্রধানত ২ টি ভাগে যথা – 
১. লৌকিক মঙ্গলকাব্য 
২. পৌরাণিক মঙ্গলকাব্য-এ ভাগ করা যায় ।

বাংলা সাহিত্যে “মনসামঙ্গল” কাব্য আদি মঙ্গলকাব্য হিসাবে পরিচিত । মঙ্গলকাব্যের প্রধান ধারা ৩ টি । যথা –
১. মনসামঙ্গল কাব্য
২. চণ্ডীমঙ্গল কাব্য
৩. ধর্মমঙ্গল কাব্য ।

[আরও পড়ুন : প্রথম বাংলা পত্রিকার সম্পাদক সম্পর্কে  ]


 বাংলা সাহিত্যে অপ্রধান মঙ্গলকাব্য এবং রচয়িতাদের নাম নিম্নে উল্লেখ করা হল -

বাংলা সাহিত্যে অপ্রধান মঙ্গলকাব্য ও রচয়িতা :

ষষ্ঠীমঙ্গল – রুদ্ররাম চক্রবর্তী, কৃষ্ণরাম দাস ।

সারদামঙ্গল – দয়ারাম দাস ।

রায়মঙ্গল – রুদ্রদেব, মাধব আচার্য ।

শীতলা মঙ্গল – নিত্যানন্দ চক্রবর্তী, শঙ্কর ।

পঞ্চানন মঙ্গল – দ্বিজ রঘুনন্দন ।

সূর্যমঙ্গল – মালাধর বসু, রামজীবন ।


[আরও পড়ুন : “ত্রিদিবা” এবং “মন্বন্তর” ট্রিলজি রচয়িতা সম্পর্কে ]


গঙ্গামঙ্গল – দ্বিজ গৌরাঙ্গ, জয়রাম ।

কপিলামঙ্গল – নন্দকিশোর ।

লক্ষীমঙ্গল – শিবানন্দ কর ।

তীর্থমঙ্গল – বিজয়রাম দাস ।

সুবচনীমঙ্গল – মাধব দাস, দ্বিজ রামজীবন ।


(তথ্য সংগ্রহে - দেবযানী দাস, কল্যাণী বিশ্ববিদ্যালয়)।


আরও পড়ুন - 

কিছু বাংলা গ্রন্থের পূর্বনাম

উৎপল দত্ত : "ফেরারী ফৌজ" -এর রচয়িতা

মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাসের ইংরেজি অনুবাদ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় : “পথের পাঁচালী” -র রচয়িতা

নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ

বুদ্ধদেব বসু : “যৌবন বসন্তের কবি”

সৈয়দ মুজতবা আলী  : “দেশে-বিদেশে”-র রচয়িতা

নাট্যকার দীনবন্ধু মিত্র

কাজী নজরুল ইসলাম : রবীন্দ্রনাথের পর ‘প্রথম মৌলিক কবি’

Post a Comment

0 Comments