Subscribe Us

বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা (প্রথম পর্ব)

 সাহিত্যিকদের উৎসর্গকৃত রচনা

জীবনানন্দ দাশ : 

ধূসর পাণ্ডুলিপি - বুদ্ধদেব বসু। 

রূপসী বাংলা - আবহমান বাংলা,বাঙালী।

মহাপৃথিবী - প্রেমেন্দ মিত্র  সঞ্জয় ভট্টাচার্য্য।


বুদ্ধদেব বসু :

বন্দীর বন্দনা – অজিতকুমার দত্ত।

মর্মবাণী - দাদামশাইকে।

শেষ পাণ্ডুলিপি – বিরাম মুখোপাধ্যায়।

কালের পুতুল  – যামিনী রায়।

দয়মন্তী - সমর সেন  জীবনানন্দ দাশ।

নতুন পাতা – প্রতিভা বসু।

মন দেওয়া নেওয়া – প্রেমেন্দ্র মিত্র।

রেখাচিত্র - অমলেন্দু বসু।   

অকর্ম্মণ্য – প্রভু গুহঠাকুরতা।

জাপানী জার্ণাল – হের্নার ফ্রীজরীশ।

আমার বন্ধু – সত্যন্দ্রপ্রসাদ বসু।

রূপালি পাখি – পঙ্কজকুমার দাশগুপ্ত।

শেষ পাণ্ডুলিপি – বিরাম মুখোপাধ্যায়।

অভিনয় , অভিনয় নয় – ভৃগকুমার গুহ  সুধাংশু দাশগুপ্ত।  

সমুদ্র তীরে – দিলীপ কুমার রায়।

সব পেয়েছি দেশে – অমিয় চক্রবর্তী।

ঘুমের আগের (গল্প) – মিমিমনি।

ভদ্রতা কাকে বলে – বাবলু বাবুকে।

উত্তর তিরিশ – যতীন্দ্রমোহন  শোভনা মজুমদার।

সাড়া(উপন্যাস) – অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

মোহিতলাল মজুমদার :

স্বপন পসারী - - তোমাকে।

বিস্মরিনী" - - করুণানিধান বন্দ্যোপাধ্যায়

স্মরগরল" - - সুশীলকুমার কুমার দে।

হেমন্ত গোধূলি" - - মণিলাল গঙ্গোপাধ্যায়

রূপকথা" - - অমিয়া অরুনাকে।

ছন্দ চতুর্দশী" - - কবি দেবেন্দ্রনাথ সেন।


শক্তি চট্টোপাধ্যায়  :

হে প্রেম হে নৈঃশব্দ্য - 'প্রিয়তমা সুন্দরীতমারে, যে আমার উজ্জ্বল উদ্ধার।

রূপকথার কলকাতা'ডাঃ শম্ভুলাল বসাক এবং শ্রী দেবকুমার বসুর করকমলে'

ধর্মে আছো জিরাফেও আছো - 'আধুনিক কবিতার দুর্বোধ্য পাঠকের হাতে'

অনন্ত নক্ষত্রবীথি তুমি, অন্ধকারে'মঞ্জু  সুরজিতের করকমলে' 

সোনার মাছি খুন করেছি - মীনাক্ষী বিশ্বাস 

হাই সোসাইটি - ডাঃ সুনীল দত্ত শ্রীমতী গায়ত্রী দত্ত।

হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান - সুধেন্দু মল্লিক

ওমর খৈয়ামের রুবাই - 'পদ্যমাখা পুস্তিকাটির সঙ্গে তুমি সই রুচিরা : রুচিরা শ্যাম প্রীতিভাজনেষু'

চতুর্দশপদী কবিতাবলী - মাইকেল মধুসূদন দত্ত 

পাড়ের কাঁথা মাটির বাড়ি - যোগব্রত চক্রবর্তী

উইক এণ্ড টুরিস্ট গাইড - সন্দীপন চট্টোপাধ্যায় 

প্রভু নষ্ট হয়ে যাই - স্বাতী সুনীল গঙ্গোপাধ্যায় 

অবনী বাড়ি আছো - সুভাষ মুখোপাধ্যায়। 

দুজন একাকী - নিখিল মুখোপাধ্যায় 

ঈশ্বর থাকেন জলে - শ্যামলী শেখর বসু

পাবলো নেরুদার প্রেমের কবিতাগণেশচন্দ্র দে (দ্বিতীয় পর্যায় কৃত্তিবাস-এর প্রকাশক) 

বিষের মধ্যে সমস্ত শোক - শর্বরী আলোকময় দত্ত

কক্সবাজারে সন্ধ্যা - শ্যামলী সেবাব্রত গুপ্ত

মিষ্টি কথায়, বৃষ্টিতে নয় - তিতি আনন্দরূপ চট্টোপাধ্যায় (কন্যা পুত্র)

কুয়োতলা - বন্ধু শ্রী সমীর রায়চৌধুরী তাঁর স্ত্রী শ্রীমতী বেলা রায়চৌধুরী' 

বিষ্ণু দে :

চোরবালি - রবীন্দ্রনারায়ণ ঘোষ

উর্বশী আর্টেমিস - নীরেন্দ্রনাথ রায়

সেই অন্ধকার চাই - অশোক মিত্র 

পূর্বলেখ' - রবীন্দ্রনাথ ঠাকুর 

 

কুমুদরঞ্জন মল্লিক :

বনতুলসী" (১৯১১) - উৎসর্গ শ্রীহরির চরণে - "তোমারই চরণে আঁখিজলে ভেজা দিলাম বনতুলসী (কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ)

নূপুর" (১৯২২) - লোচনদাস ঠাকুর 

বনমল্লিকা" (১৯১৮) - রবীন্দ্রনাথ ঠাকুর। 

Post a Comment

0 Comments