Subscribe Us

সুচিত্রা ভট্টাচার্য : "দহন" উপন্যাসের লেখিকা

সুচিত্রা ভট্টাচার্য : "দহন" উপন্যাসের লেখিকা

      
জন্ম – ১০ ই জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে বিহারের ভাগলপুরে মামার বাড়িতে।

পৈতৃক নিবাস – মুর্শিদাবাদ জেলার বহরমপুর।

শিক্ষা জীবন – কলকাতা শহরের যোগমায়া দেবী কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।

মৃত্যু – ১২ ই মে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি দেহত্যাগ করেন।

তিনি নিজেই একবার বলেছিলেন - “ক্লাশ সিক্সে পড়াকালে ‘ফুলশয্যা’ নামে একটি গল্প লিখে সকলকে বিস্মিত করেছিলেন”

সুচিত্রা ভট্টাচার্য মোট ২৪ টি উপন্যাস রচনা করেছিলেন।


আরও পড়ুন : পদাতিক কবি সম্পর্কে  ] 


তাঁর প্রথম উপন্যাস “ কাঁচের দেওয়াল ” ।

গ্রন্থাকারে প্রকাশিত তাঁর শেষ উপন্যাস “ দমকা হাওয়া ” ।

তাঁর লিখিত শেষ উপন্যাস “পথে বিঁধে বিঁধে…” ২০১৫ সালে শারদ সাহিত্য সংখ্যায় প্রকাশিত হলেও গ্রন্থাকারে এটি প্রকাশিত হয়নি।

সুচিত্রা ভট্টাচার্য বাংলা সাহিত্যে মিতিন মাসি নামক মহিলা গোয়েন্দা চরিত্রের স্রষ্টা।

তাঁর রচিত “ আনন্দমেলা ” একটি ডিটেকটিভধর্মী উপন্যাস ।

আরও পড়ুন : জনৈক বঙ্গমহিলা সম্পর্কে  ] 


সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস :

কাঁচের দেওয়াল
কাছের মানুষ
দহন
হেমন্তের পাখি
নীল ঘূর্ণি
অলীক সুখ
গভীর অসুখ
উড়ো মেঘ
ছেঁড়া তার 
আলোছায়া
অন্য বসন্ত
পরবাস
পালাবার পথ নেই
আমি রাইকিশোরী
রঙিন পৃথিবী
জলছবি
যখন যুদ্ধ
ভাঙ্গন কাল
আয়না মহল
মারণ বাতাস
তৃষা মারা গেছে

সুচিত্রা ভট্টাচার্য রচিত ছোটগল্প :

মেঘপাহাড়
তুতুল
সুহেলি 
ভালো মেয়ে , খারাপ মেয়ে
দাগবসন্তি খেলা

আরও পড়ুন : “গড্ডালিকা” গল্পগ্রন্থের লেখক সম্পর্কে  ] 


সুচিত্রা ভট্টাচার্য রচিত শিশুতোষ গ্রন্থ :

তিন মিতিন 
কেরালায় কিস্তিমাত
জনাথনের বাড়ির ভূত
জার্মান গনেশ
শুধু ভূত


আশাপূর্ণা দেবী এবং মহাশ্বেতা দেবী ছিলেন তাঁর অনুপ্রেরণার মূল উৎস ।

১৯৯৬ খ্রিস্টাব্দে  “দহন” উপন্যাসের জন্য সুচিত্রা ভট্টাচার্য কর্ণাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছিলেন – ননজনাগুডু থিরুমালম্বা জাতীয় পুরস্কার

১৯৯৭ খ্রিস্টাব্দে – কথা পুরস্কার অর্জন করেন ।

২০০০ সালে লাভ করেন – তারাশঙ্কর পুরস্কার লাভ করেন।

২০০১ সালে – দ্বিজেন্দ্রলাল পুরস্কার লাভ করেন ।

২০০২ সালে - শরৎ পুরস্কার লাভ করেন ।

২০০৪ সালে – ভুবনমোহিনী মেডেল লাভ করেন ।

২০০৪ সালে – সাহিত্য সেতু পুরস্কার লাভ করেন ।

২০০৪ সালে – শৈলজানন্দ স্মৃতি পুরস্কার লাভ করেন ।

আরও পড়ুন : বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে  ] 


সুচিত্রা ভট্টাচার্য রচিত যেসকল রচনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় , সেগুলি হল – 
ইচ্ছের গাছ 
হেমন্তের পাখি
রামধনু
অলীক সুখ
দহন
রঙিন পৃথিবী
গহীন হৃদয়
মিতিন মাসি


দহন – এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৯৮ সালে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রানী হালদার National Film Award for Best Actress সন্মানে সম্মানিত হন ।
ঋতুপর্ণ ঘোষ এই চলচ্চিত্রের জন্য National Film Award for Best Screenplay -র সন্মানে সন্মানিত হন।

হেমন্তের পাখি – ২০০২ সালে এই চলচ্চিত্রটি National Film Award for Best Feature Film in Bengali পুরস্কার লাভ করে ।


আরও পড়ুন : নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে  ] 



পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments