Subscribe Us

বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র ও তাঁদের​ স্রষ্টা


         


              🔹রহস্য-রোমাঞ্চের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। তাই বছরের পর বছর ধরে শিল্প-সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে রহস্যের বিস্তার। পৃথিবীজুড়ে অসংখ্য রহস্যগল্প ও চরিত্রের আগমন ঘটেছে বইয়ের পাতায়। কিন্তু তার মধ্যে খুব কম চরিত্রই ইতিহাসে অমরত্ব পেয়েছে। 

             🔹কখনো কখনো স্রষ্টার চেয়ে তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র বিখ্যাত হয়ে যায়। 'শার্লক হোমসে'র কথাই ধরা যাক।  এই​ চরিত্রটি তার স্রষ্টা 'আর্থার কোনান ডায়েলে'র চেয়েও বেশি খ্যাতিমান। বাস্তবে অস্তিত্ব নেই, তবু মানুষের মনের ভিতর অবস্থানকারী বাংলা সাহিত্যের  দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র ও স্রষ্টা সম্পর্কে  আজকের আয়োজন।


আরও পড়ুন একই বা প্রায় একই নামের ভিন্ন রচনা ।

Banglasahitte-Goyenda-Character-1st-Part

    

আরও পড়ুন : “পদ্মা নদীর মাঝি”-র স্রষ্টা মানিক বন্দ্যোপাধ্যায় ।

বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র ও তাঁদের স্রষ্টা:


🔹১. সত্যজিৎ রায় ( ২ মে , ১৯২১ – ২৩ এপ্রিল , ১৯৯২ ) এর - 'ফেলুদা' (প্রদোষ চন্দ্র মিত্র)

🔹২. সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪- ২৩ অক্টোবর ২০১২) এর - 'কাকাবাবু' , 'সন্তু' 

🔹৩. শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (মার্চ ৩০, ১৮৯৯ - সেপ্টেম্বর ২২, ১৯৭০) এর - 'ব্যোমকেশ বক্সী'

🔹৪. রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) এর - 'মহিমচন্দ্র'

🔹৫. হেমেন্দ্রকুমার রায়  এর - 'জয়ন্ত (গোয়েন্দা) - মাণিক, সুন্দরবাবু, হেমন্ত-রবিন, ইন্সপেক্টর সতীশ'


আরও পড়ুন : আলোচনার নিরিখে চিত্ররূপময় কবি ।



🔹৬. প্রেমেন্দ্র মিত্র (জন্ম: ১৯০৪ - মৃত্যু: ৩ মে, ১৯৮৮ ) এর - 'পরাশর বর্মা'

🔹৭. সুচিত্রা ভট্টাচার্য (১০ই জানুয়ারি, ১৯৫০- ১২ই মে, ২০১৫)এর - 'মিতিন মাসি'

🔹৮. ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের - 'পাণ্ডব গোয়েন্দা'/ 'অম্বর চ্যাটার্জী'

🔹৯. সৈয়দ মুস্তফা সিরাজের - 'কর্নেল নীলাদ্রি সরকার'/' ইন্সপেক্টর ব্রহ্ম'

🔹১০. সমরেশ মজুমদারের - 'অর্জুন '(গোয়েন্দা চরিত্র) 

🔹১১. বুদ্ধদেব গুহর - 'ঋজু বোস' (ঋজুদা)

🔹১২. নীহাররঞ্জন গুপ্তের - 'কিরীটী রায়'/ 'বিরুপাক্ষ' 

🔹১৩. শিবরাম চক্রবর্তীর - 'কল্কেকাশি' 

🔹১৪. পাঁচকড়ি দের - 'দেবেন্দ্রবিজয়', 'অরিন্দম'

🔹 ১৫. হুমায়ুন আহমেদের - 'মিসির আলি' 


আরও পড়ুন : দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের সমস্ত রচনাগুলোর মূল উৎস ।



🔹 ১৬. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের - 'বরদাচরণ', 'শবর দাশগুপ্ত'

🔹 ১৭. সমরেশ বসুর - 'গোগল/অশোক ঠাকুর'

🔹 ১৮. সুজন দাশগুপ্তের​ - 'একেনবাবু'

🔹 ১৯. বিমল করের - 'কিকিরা' (কিঙ্কর কিশোর রায়)


আরও পড়ুন বাংলা সাহিত্যে​ ত্রয়ী বা ট্রিলজি ।



Banglasahitte-Goyenda-Character-1st-Part


আরও পড়ুন : যতীন্দ্রনাথ সেনগুপ্ত : দুঃখবাদী কবি ।



পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments