Subscribe Us

বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র (দ্বিতীয় পর্ব)

Banglasahitte-Goyenda-Choritro



বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র :



সৃষ্টিকর্তা – সৃষ্ট চরিত্র 


হিমাদ্রিকিশোর দাশগুপ্ত – সমুদ্র বসু ।

স্মরণজিৎ চক্রবর্তী – অদম্য সেন ।

সৈকত মুখোপাধ্যায় – উমাশংকর চৌবে ।

সুকুমার সেন – কবি কালিদাস ।

সন্তোষকুমার ঘোষ – মৌলিক সাহেব ।

মতি নন্দী – কলাবতী ।

আরও পড়ুন : বাংলা সাহিত্যে গোয়েন্দা

 চরিত্র (প্রথম পর্ব) ]


নারায়ণ সান্যাল – শার্লক হোবো ।

সৈয়দ মুস্তাফা সিরাজ – কর্নেল নিলাদ্রী সরকার ।

ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় – জগুমামা/জগবন্ধু মুখার্জী ।

বুদ্ধদেব বসু – রঞ্জিত সামন্ত, চঞ্চল ।

প্রিয়নাথ মুখোপাধ্যায় – স্বয়ং লেখক ।

আরও পড়ুন : বাংলার মপাসাঁ সম্পর্কে ]


প্রভাতকুমার মুখোপাধ্যায় – গোবর্ধন দত্ত ।

পূর্ণেন্দু পত্রী – জাম্বো ।

পার্থ চট্টোপাধ্যায় – সুজিত রায় ।

রাজশেখর বসু – সরলচন্দ্র সোম, রাখাল মুস্তৌফি ।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী – ঘনশ্যাম, ভাদুড়ী মশাই ।

নারায়ণ দেবনাথ – কৌশিক রায় ।

আরও পড়ুন : বাংলা সাহিত্যে 

 কথোপকথনের কবি সম্পর্কে ]


অনীশ দেব – অশোকচন্দ্র গুপ্ত ।

গজেন্দ্র কুমার মিত্র – তরুণ গুপ্ত ।

কৃশানু বন্দ্যোপাধ্যায় – বাসব ব্যানার্জী ।

তুষার কান্তি চট্টোপাধ্যায় – নিশীথ রায় ।

অদ্রীশ বর্ধন – ইন্দ্রনাথ রুদ্র ।

দেবল দেবশর্মা – গোয়েন্দা প্রলয় ।

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় – সুতীর্থ সান্যাল ।

আরও পড়ুন : সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে ]


[ পারমিতা সাহা(মেঘা), কল্যাণী বিশ্ববিদ্যালয় ]


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

যোগাযোগ : 
contact@banglasahitto.in
Fb.me/banglasahitto.in
t.me/banglasahitto
twitter.com/banglasahitto

Post a Comment

0 Comments