প্রথমে নকশাল আন্দোলন নকশালবাড়ি জেলায় কৃষকেরা সংগঠিত হয়ে ভূস্বামী এবং ভারাটে গুণ্ডাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেও, ক্রমে ক্রমে আন্দোলনটি সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নিয়েছিল । আন্দোলনের কেন্দ্রে ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং তার নায়ক চারু মজুমদার । আন্দোলনের মতাদর্শ ছিল মাও সে তুংয়ের চিন্তাধারা ।
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস :
রচয়িতা >>> রচিত গ্রন্থ
• মহাশ্বেতা দেবী – হাজার চুরাশির মা।• মহাশ্বেতা দেবী – অগ্নিগর্ভ।
• সমরেশ মজুমদার – কালবেলা।
• সমরেশ বসু - মহাকালের রথের ঘোড়া।
• সমরেশ বসু – শেকল ছেঁড়া হাতের খোঁজে (সেই সময়ের নাট্যকার তীর্থঙ্কর চন্দ উপন্যাসটির নাট্যরূপ দেন)।
• সুনীল গঙ্গোপাধ্যায় – প্রতিদ্বন্দ্বী (এই উপন্যাসটি অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৯৭০ খ্রিস্টাব্দে ‘প্রতিদ্বন্দ্বী’ নামে চলচ্চিত্র মুক্তি পায়)।
• বাণী বসু – অন্তর্ঘাত।
• অশোক কুমার মুখোপাধ্যায় - আটটা নটার সূর্য।
• তপোবিজয় ঘোষ – সামনে লড়াই।
• সুধাংশু রঞ্জন ঘোষ – নকশালবাড়ি।
• অসীম রায় – অসংলগ্ন কাব্য।
• অসীম রায় – গৃহযুদ্ধ।
• সুপ্রিয় চৌধুরী – দ্রোহজ।
• সন্দীপন চট্টোপাধ্যায় – আমি ও বনবিহারী (উপন্যাসটির জন্য তিনি ২০০২ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন) ।
• শৈবাল মিত্র – অজ্ঞাতবাস।
• কিন্নর রায় – মৃত্যুকুসুম।
• জয়া মিত্র – হন্যমান।
• অনিতা অগ্নিহোত্রী – অকাল বোধন।
• জয়ন্ত জোয়ারদার – এভাবেই এগোয় (তাঁর প্রকৃত নাম – অভিজিত দাস) ।
• রবিশঙ্কর বল – স্বপ্নযুগ ।
• অসীম চট্টোপাধ্যায় – পূব আকাশ লাল ।
• সুভাষ মজুমদার – সময় অসময় ।
• শ্যামল গঙ্গোপাধ্যায় – হাওয়া গাড়ি ।
• প্রদীপ দাশশর্মা – নয়া দুঃখ কথা ।
[ আরও পড়ুন : “পথের পাঁচালী” -র রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ]
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত ছোটগল্প :
• মহাশ্বেতা দেবী – দ্রোপদী।
• সমরেশ বসু – শহিদের মা।
• সুনীল গঙ্গোপাধ্যায় – অনুসরণকারী।
• শৈবাল মিত্র – অগ্রবাহিনী।
• বিমল কর – নিগ্রহ।
• মানবেন্দ্র পাল – অভিনয়।
• দেবেশ রায় – কয়েদখানা।
• সুবিমল মিশ্র – মাংস বিনিময় হল।
• নবারুণ ভট্টাচার্য – খোঁচড়।
• জয়া মিত্র – স্বজন বিজন।
• আজিজুল হক – আমরা অপেক্ষা করছি।
• দীপংকর চক্রবর্তী – অপ্রতিদ্বন্দ্বী (গল্পটি নেহাতই রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে)।
[ আরও পড়ুন : নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে ]
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত কবিতা :
• দুর্গা মজুমদার – সশস্ত্র বিপ্লব (১৯৬৭)।• দুর্গা মজুমদার – গাণ্ডীবে টঙ্কারে দিল।
• স্বপন চক্রবর্ত্তী – আমাদের গল্প (১৯৭৪)।
• মুরারি মুখোপাধ্যায় – কলকাতা বদলা নিতে জানে।
• কৃষ্ণ ধর – একদিন সত্তর দশকে।
• সমীর রায় – নরমুণ্ড শিকারীরা পোস্টার সেঁটেছে।
[ আরও পড়ুন : “যৌবন বসন্তের কবি” বুদ্ধদেব বসু সম্পর্কে ]
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সংকলন গ্রন্থ :
• শোকমিছিল (গল্পগ্রন্থ) – দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
• সহযোদ্ধা (১০ টি উপন্যাস সংকলন) – দিব্যেন্দু পালিত।
• কমলা কেমন আছে – গৌরকিশোর ঘোষ।
[ আরও পড়ুন : “দেশে-বিদেশে”-র রচয়িতা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে ]
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত প্রবন্ধ :
• নির্মল ঘোষ – নকশাল আন্দোলন ও বাংলা সাহিত্য।
• আজিজুল হক – কারাগারে ১৮ বছর।
• আজিজুল হক – মানুষ মেরেছি আমি।
• মীনাক্ষী সেন – জেলের ভেতর জল।
• পুলকেশ মণ্ডল ও জয়া মিত্র (সম্পাদক) – সেই দশক।
পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ ....
আরও পড়ুন -
- অনুবাদ ও অনুষঙ্গ : Ernest Miller Hemingway
0 Comments