মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ – ১৮৭৩) -
১৮৪৮ – ১৮৪৯ খ্রিষ্টাব্দে মাদ্রাজ
থেকে ‘Madras Circulator’
পত্রিকায় ‘Timothy Penpoem’ ছদ্মনামে "A vision of the past : Captive
ladie" রচনা করেন এবং রচনা টি
১৮৪৯ খ্রিস্টাব্দে
গ্রন্থাকারে প্রকাশিত
হয়।
মধুসূদন দত্ত এই ‘Madras Circulator’
পত্রিকার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন।
দীনবন্ধু মিত্র (১৮৩০–১৮৭৩) -
দীনবন্ধু মিত্র ‘সংবাদ প্রভাকর
পত্রিকা’ –র মাধ্যমে সাহিত্য ক্ষেত্রে প্রথম
আত্মপ্রকাশ করেন।
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪ - ১৮৮৯) -
সাহিত্য জগতে তিনি পদার্পণ করেন তাঁর প্রথম
গল্প "রামেশ্বরের অদৃষ্ট"
‘ভ্রমর পত্রিকা’ –য় প্রকাশের মধ্য দিয়ে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮–১৮৯৪) -
১৮৫২
খ্রিস্টাব্দে "কামিনীর উক্তি"
নামক গল্প ‘সংবাদ প্রভাকর’
পত্রিকায় প্রকাশের
মাধ্যমে সাহিত্যজগতে
তিনি আত্মপ্রকাশ
করেন।
নবীনচন্দ্র সেন (১৮৪৭–১৯০৯) -
ছাত্রাবস্থায় (এফ এ) নবীনচন্দ্র সেনের প্রথম কবিতা "কোন এক বিধবা কামিনীর প্রতি" তৎকালীন অন্যতম খ্যাতনামা পত্রিকা ‘এডুকেশন গেজেট পত্রিকা’ –য় প্রকাশিত হয়। এবং ‘এডুকেশন গেজেট পত্রিকা’ –র মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।
হরপ্রসাদ শাস্ত্রী (১৮৫৩ – ১৯৩১) -
১২৮২
বঙ্গাব্দের মাঘ-চৈত্র সংখ্যায় ‘বঙ্গদর্শন
পত্রিকা’ –য় প্রকাশিত
তাঁর জীবনের
প্রথম রচনা
"ভারতমহিলা"। এবং এই
পত্রিকার মধ্যে
দিয়েই তিনি
সাহিত্যজগতে পদার্পণ
করেন।
মালাধর বসু : ভাগবতের প্রথম অনুবাদক |
স্বর্ণকুমারী দেবী (১৮৫৫ – ১৯৩২) -
প্রথম প্রকাশিত কবিতা “বাল্যসখী”, ১২৮৪ বঙ্গাব্দে ‘ভারতী পত্রিকা’ –য় প্রকাশিত হয়, এবং এই পত্রিকার মধ্যে দিয়েই তিনি আত্মপ্রকাশ করেন।
অক্ষয়কুমার বড়াল (১৮৬০ - ১৯১৯) -
অক্ষয়কুমার বড়ালের প্রথম মুদ্রিত কবিতা "পুনর্মিলন" ১২৮৯ বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় ‘ভারতী পত্রিকা’ –য় প্রকাশিত হয় এবং এই ‘ভারতী পত্রিকা’ –র মধ্য দিয়ে তাঁর সাহিত্যজগতে আত্মপ্রকাশ হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) -
তাঁর
প্রথম নিঃস্বাক্ষরযুক্ত
কবিতা ১২
বছর বয়সে
লেখা "অভিলাষ । কবিতা টি ‘তত্ত্ববোধিনী
পত্রিকা’ -য়
১৮৭৪ খ্রিস্টাব্দে
প্রকাশিত হয়।
এই কবিতাটির
মধ্যে দিয়েই
তিনি সাহিত্যজগতে
আত্মপ্রকাশ করেন।
তাঁর স্বাক্ষরযুক্ত কবিতা "হিন্দু মেলার উপহার" ১৪ বছর বয়সে ‘অমৃতবাজার পত্রিকা’ –য় ১২৮১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
উপেন্দ্রকিশোর
রায়চৌধুরী
(১৮৬৩ – ১৯১৫) -
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ‘বালক পত্রিকা’ –য় প্রথম গল্প
"সখা" প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য ক্ষেত্রে প্রবেশ করেন।
মানকুমারী বসু (১৮৬৩ - ১৯৪৩) -
তাঁর প্রথম কবিতা মিত্রাক্ষর ছন্দে রচিত "পুরন্দরের প্রতি ইন্দুবালা" ‘সংবাদ প্রভাকর পত্রিকা’ -য় প্রকাশিত হয় এবং ‘সংবাদ প্রভাকর পত্রিকা’ -র মাধ্যমে তিনি সাহিত্যজগতে পদার্পণ করেন।
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (১৮৬৪ - ১৯১৯) -
রামেন্দ্রসুন্দর
ত্রিবেদী ‘নবজীবন’
মাসিক পত্রে
প্রথম বৈজ্ঞানিক
প্রবন্ধ "মহাশক্তি" রচনার
দ্বারা সাহিত্য
জীবনের সূত্রপাত ঘটে।
সৈয়দ মুজতবা আলী : “দেশে-বিদেশে”-র রচয়িতা |
রাজশেখর বসু (পরশুরাম, ১৮৮০ - ১৯৬০) –
‘ভারতবর্ষ পত্রিকা’ –য়
"শ্রী শ্রী
সিদ্ধেশ্বরী লিমিটেড"
ছোটগল্পটির মধ্য
দিয়ে সাহিত্য ক্ষেত্রে
তাঁর আবির্ভাব।
প্রমথ চৌধুরী (১৮৬৮ - ১৯৪৬) -
আশ্বিন,
১২৯৮ বঙ্গাব্দে
‘সাহিত্য পত্রিকা’ –য়
সাহিত্যিক প্রমথ
চৌধুরীর প্রথম
ছোটগল্প "ফুলদানি" প্রকাশিত
হয়। আর
এই গল্পের
মধ্যে দিয়েই
তিনি সাহিত্যজগতে
পদার্পণ করেন।
প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৮৭৩ - ১৯৩২) -
‘দেশ পত্রিকা’ –য়
তাঁর প্রথম
প্রবন্ধ "চিত্রাঙ্গদার সমালোচনা"
প্রকাশের মধ্যে
দিয়ে তিনি
সাহিত্যজগতে পদার্পণ
করেন।
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২ - ১৯২২) -
কবি রূপে সত্যেন্দ্রনাথ দত্ত-এর প্রথম আত্মপ্রকাশ ‘সাহিত্য পত্রিকা’ –য়।
যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭ - ১৯৫৪) -
তাঁর
লেখা কবিতা
প্রথম প্রকাশ
করে ‘প্রবাসী
পত্রিকা’ -য় ১৩৩৯
বঙ্গাব্দে। এবং এই
পত্রিকার মাধ্যমে
তিনি আত্মপ্রকাশ
করেন।
সুকুমার রায় (১৮৮৭ - ১৯২৩) -
সুকুমার রায়ের
আত্মপ্রকাশ হয়
"সন্দেশ" পত্রিকায়।
মোহিতলাল মজুমদার (১৮৮৮ – ১৯৫২) -
‘মানসী" পত্রিকা’ –তে তাঁর সাহিত্য জীবনের সূত্রপাত হয়।
হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮ - ১৯৬৩) -
১৯০৩
খ্রিস্টাব্দে ‘বসুধা
পত্রিকা’ –য় তাঁর
প্রথম গল্প
"আমার কাহিনী"
প্রকাশিত হয়।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় (১৮৯০ - ১৯৭৭) -
তাঁর
প্রথম প্রবন্ধ
"কৃপার শাস্ত্রের
অর্থভেদ ও
বাংলা উচ্চারণ
তত্ত্ব" প্রকাশিত হয়
‘বঙ্গীয় সাহিত্য
পরিষদ পত্রিকা’ –র
১৩২৩ বঙ্গাব্দের
তৃতীয় সংখ্যায়। এবং এই
‘বঙ্গীয় সাহিত্য
পরিষদ পত্রিকা’ –র
মধ্যে দিয়েই
তাঁর আত্মপ্রকাশ
হয়।
গিরিবালা দেবী (১৮৯১ – ১৯৮৩) -
প্রভাতকুমার মুখোপাধ্যায় সম্পাদিত ‘মানসী ও
মর্মবাণী পত্রিকা’ -য় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প "ছলনা"। এই গল্পের মধ্যে
দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ
করেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪ – ১৯৫০) -
তাঁর
সাহিত্যেজগতে আত্মপ্রকাশ
ঘটে ছোট
গল্প "উপেক্ষিতা" ১৯২২
খ্রিস্টাব্দে / ১৩২৮ বঙ্গাব্দে
"প্রবাসী" পত্রিকার মধ্য
দিয়ে ৷
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় (১৮৯৪ – ১৯৬১) -
তাঁর
প্রথম বাংলা
রচনা "আমরা ও
তাঁহারা" "গুপ্ত ফ্রেন্ডস
এন্ড কোং"
, ১১ কলেজ
স্কোয়ার,কলিকাতা,
শ্রী আশুতোষ
ঘোষ কর্তৃক
প্রকাশিত হয়।
বিভূতিভূষণ মুখোপাধ্যায় ( ১৮৯৪ - ১৯৮৭) -
তাঁর
সাহিত্যজগতে আত্মপ্রকাশ
হয় ‘প্রবাসী
পত্রিকা’ -য় প্রথম
গল্প "অবিচার"-এর
মধ্যে দিয়ে এবং গল্পটি
১৩২২ বঙ্গাব্দের
আষাঢ় সংখ্যায়
প্রকাশিত হয়
।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮ - ১৯৭১) -
তাঁর
প্রথম গল্প
"স্রোতের কুটো"
প্রকাশিত হয়
১৩৩৪ বঙ্গাব্দের
আষাঢ় মাসে
"পূর্ণিমা" পত্রিকায় প্রকাশিত হয়
৷ কিন্তু তিনি তাঁর এই গল্পটিকে তাঁর প্রথম গল্পের মর্যাদা দিতে চাননি। তাঁর “স্রোতের কুটো” গল্প টি বাদ দিলে তাঁর সাহিত্য জগতে আত্মপ্রকাশ ‘কল্লোল
পত্রিকা’ -য়
"রসকলি" ছোট গল্পের
মধ্য দিয়ে
১৯২৮ খ্রিস্টাব্দে৷
কাজী নজরুল ইসলাম ( ১৮৯৯ – ১৯৭৬) -
১৯১৯
খ্রিস্টাব্দে, মাসিক
‘সওগাত পত্রিকা’ -র
জ্যৈষ্ঠ ১৩২৬
সংখ্যায় তাঁর
"বাউন্ডুলের আত্মকাহিনী"
নামক গল্প
প্রকাশিত হয়।
এই পত্রিকার
মধ্যে দিয়েই
তিনি সাহিত্যজগতে
আত্মপ্রকাশ করেন।
বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল, ১৮৯৯ - ১৯৭৯) -
বনফুলের সাহিত্য জীবন শুরু হয়েছিল, ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুল থেকে প্রকাশিত ‘মালঞ্চ পত্রিকা’ -য় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে। এই পত্রিকাটি ছিল হাতে লেখা। এই পত্রিকাতেই তাঁর কবিতা প্রকাশিত হয়েছিল "বনফুল" ছদ্মনামে।
জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) -
তাঁর
প্রথম কবিতা
"বর্ষ আবাহন"
কবিতাটি ‘ব্রহ্মবাদী
পত্রিকা’ -য় ১৯১৯
খ্রিস্টাব্দে প্রকাশিত
হয়।
অনুবাদ ও অনুষঙ্গ : টি এস এলিয়ট |
সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০) -
তাঁর
প্রথম কবিতা
"কুক্কুট" (১৯২৮) প্রকাশিত
হয় "প্রবাসী" পত্রিকায়।
শৈলজানন্দ মুখোপাধ্যায় (১৯০১ - ১৯৭৬) -
‘বঙ্গীয় মুসলমান
সাহিত্য পত্রিকা’
-য় তাঁর
প্রথম ছোটগল্প-সংকলন "মর্মবাণী"
প্রকাশিত হয়
১৯১৯ সালে।
অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৬) -
তাঁর
প্রথম কবিতা
প্রকাশিত হয়
১৯২৭ খ্রিস্টাব্দে
‘বিচিত্রা’ নামক
সাময়িক পত্রিকায়।
এই পত্রিকার
মধ্যে দিয়ে
তিনি সাহিত্যজগতে
আত্মপ্রকাশ করেন।
মণীশ ঘটক (১৯০২ - ১৯৭৯) -
১৩৩১ বঙ্গাব্দের পৌষ সংখ্যায় ‘কল্লোল’ পত্রিকায় "গোষ্পদ" গল্প দিয়ে "যুবনাশ্ব" ছদ্মনামে তাঁর সাহিত্যে ক্ষেত্রে তাঁর আবির্ভাব।
অচিন্ত্যকুমার সেনগুপ্ত ( ১৯০৩ - ১৯৭৬) -
তিনি
নীহারিকা দেবী
ছদ্মনামে ১৩২৮
বঙ্গাব্দে ‘প্রবাসী
পত্রিকা’ -য় তাঁর
প্রথম কবিতা
প্রকাশিত হয়।
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪ - ১৯৮৮) -
১৩৩০
বঙ্গাব্দে ‘প্রবাসী
পত্রিকা’ –য় "শুধু কেরানী"
এবং এপ্রিল
মাসে "গোপনচারিণী" প্রকাশিত
হয়, যদিও
সেখানে তাঁর
নাম উল্লেখ
করা ছিল
না। এই
দুটি গল্পের
মধ্য দিয়ে ‘প্রবাসী পত্রিকা’ –র দ্বারা
তিনি সাহিত্যজগতে
আত্মপ্রকাশ করেন।
অন্নদাশঙ্কর রায় ( ১৯০৪ - ২০০২) -
তাঁর
প্রথম প্রকাশিত
প্রবন্ধ "তারুণ্য" ১৯২৮
সালে প্রকাশিত
হয় ‘বিচিত্রা’
পত্রিকায়।
সৈয়দ মুজতবা আলী (১৯০৪ - ১৯৭৪) -
বীরভূমের
শান্তিনিকেতনে পড়াশোনা
চলাকালীন ‘বিশ্বভারতী
ম্যাগাজিন পত্রিকায়’
তাঁর প্রথম
লেখা প্রকাশিত
হয়।
এর অনেক
পরে ‘দেশ’
পত্রিকাতে "দেশে বিদেশে"
নামক প্রথম
প্রবন্ধ প্রকাশিত
হয়।
সতীনাথ ভাদুড়ী (১৯০৬ - ১৯৬৫) -
তাঁর
প্রথম গল্প
"জামাইবাবু" ‘বিচিত্রা’ পত্রিকায়
প্রকাশিত হয় ১৯৩২
সালে।
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮ - ১৯৫৬) -
তাঁর
সাহিত্যে প্রবেশ
ঘটে ছোটগল্প
"অতসী মামী"
১৯২৮ খ্রিস্টাব্দে
‘বিচিত্রা’ পত্রিকায়
প্রকাশের দ্বারা৷
লীলা মজুমদার (১৯০৮ - ২০০৭) -
তাঁর
প্রথম গল্প
"লক্ষ্মীছাড়া" ১৯২২ খ্রিস্টাব্দে
‘সন্দেশ’ পত্রিকায়
প্রকাশিত হয়।
বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) -
‘কল্লোল’
পত্রিকায় প্রকাশিত
বুদ্ধদেব বসুর
প্রথম গল্প
হল "রজনী হল
উতলা" ১৩৩৩ সনের
জ্যৈষ্ঠ মাসের
প্রকাশিত হয়।
আশাপূর্ণা দেবী (১৯০৯ – ১৯৯৫) -
‘শিশুসাথী’ পত্রিকায়
প্রথম লেখা
কবিতা - "বাইরের ডাক"
প্রকাশিত হয়।
দীনেশ দাস (১৯১৩ - ১৯৮৫) -
১৯৩৩
সালে ‘দেশ’
পত্রিকায় তাঁর
প্রথম কবিতা
প্রকাশিত হয়।
সমর সেন (১৯১৬ - ১৯৮৭) -
তিনি
আত্মপ্রকাশ করেন
আন্ত বিশ্ববিদ্যালয়
পত্রিকা ‘শ্রীহর্ষ’
-এ "তুমি ও
আমি" নামক কবিতার
মাধ্যমে।
বিজন ভট্টাচার্য (১৯১৭ - ১৯৭৮) -
‘শিখা’
পত্রিকায় ছাপার
অক্ষরে প্রথম
প্রকাশিত হয়
"বিবেকানন্দের জীবনী"
নামক গ্রন্থ।
নারায়ণ
গঙ্গোপাধ্যায় (১৯১৮ - ১৯৭০) -
তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ‘পয়লা শিশু’ নামক মাসিক পত্রিকায়।
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯ – ২০০৩) -
সত্যভামা
ইনস্টিটিউট এর
বিদ্যালয় পত্রিকা
"ফল্গু" তে "কথিকা" রচনার
মাধ্যমে সুভাষ
মুখোপাধ্যায় সাহিত্য জগতে
প্রথম আত্মপ্রকাশ করেন।
সন্তোষকুমার ঘোষ (১৯২০ - ১৯৮৫) -
তাঁর
প্রথম প্রকাশিত
গল্প "বিলাতী ডাক"
১৯৩৭ খ্রিস্টাব্দে
‘ভারতবর্ষ’ পত্রিকায়
প্রকাশিত হয়।
বিমল কর (১৯২১ - ২০০৩) -
‘প্রবর্তক’ পত্রিকায় "অম্বিকানাথের মৃত্যু" (১৯৪৪) ছোটগল্পের মধ্যে দিয়ে তাঁর আত্মপ্রকাশ হয়।
রমাপদ চৌধুরী (১৯২২ – ২০১৮) -
‘যুগান্তর’
পত্রিকায় "উদায়াস্ত" (১৯৪৪)
গল্পের মধ্যে
দিয়ে তাঁর
আত্মপ্রকাশ হয়।
সমরেশ বসু (১৯২৪-১৯৮৮) :
তাঁর প্রথম ছোটগল্প '' আদাব '' ১৯৪৬ সালে শারদীয়া ‘পরিচয়’ পত্রিকায় প্রকাশিত হয় ।
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) -
কমলা বিদ্যামন্দিরে চতুর্থ শ্রেণীর ছাত্রদের হাতে লেখা পত্রিকা ‘সঞ্চয়’ পত্রিকায় প্রথম হাসির গল্প প্রকাশিত হয়।
মহাশ্বেতা দেবী (১৯২৬ – ২০১৬) –
১৯৩৯
সালে খগেন্দ্রনাথ
সেন সম্পাদিত
‘রংমশাল’ পত্রিকায়
"রবীন্দ্রনাথের ছেলেবেলা"
গ্রন্থ বিষয়ে
রচনার মাধ্যমে
লেখিকা মহাশ্বেতা
দেবীর প্রথম
আত্মপ্রকাশ।
মতি নন্দী (১৯৩১ - ২০১০) -
১৯৫৭
খ্রিস্টাব্দে ‘দেশ’
পত্রিকায় "ছাদ" নামক
গল্প প্রকাশের
মাধ্যমে তাঁর
আত্মপ্রকাশ হয়।
শঙ্খ ঘোষ (১৯৩২ - ) -
তাঁর সাহিত্যজীবন শুরু ‘কৃত্তিবাস’ পত্রিকায়। এই পত্রিকার প্রথম সংখ্যাতেই তার "দিনগুলি রাতগুলি" কবিতাটি প্রকাশিত হয়।
শক্তি চট্টোপাধ্যায় (১৯৩৩ - ১৯৯৫) -
তাঁর
প্রথম কবিতা
"যম" প্রকাশিত হয়
‘কবিতা’ পত্রিকায়।
‘কবিতা’ পত্রিকার
মধ্যে দিয়েই
তিনি সাহিত্যজগতে
আত্মপ্রকাশ করেন।
সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪ - ২০১২) -
‘দেশ’ পত্রিকায়
১৯৫১ খ্রিস্টাব্দে
সুনীল গঙ্গোপাধ্যায়ের "একটি চিঠি"
প্রথম কবিতা
প্রকাশিত হয়
।
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (১৯৩৫ - ) -
তাঁর
আত্মপ্রকাশ হয়
"জলতরঙ্গ" নামক গল্পের
মধ্যে দিয়ে,
যা প্রকাশিত
হয় ‘দেশ’
পত্রিকায় ১৯৫৯
সালে।
সমরেশ মজুমদার (১৯৪২ - ) –
তাঁর
প্রথমগল্প "অন্যমাত্রা" (মঞ্চনাটক হিসাবে লিখিত)
প্রকাশিত হয়েছিল
‘দেশ’ পত্রিকায়
১৯৬৭ সালে। এই ‘দেশ’ পত্রিকার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে প্রবেশ করেন।
জয় গোস্বামী (১৯৫৪ - ) -
মাত্র
১৩ বছর
বয়সে বাড়ির
পুরোনো সিলিং
পাখা নিয়ে
কবিতা লেখেন
l কবিতাটি কবির
১৯ বছর
বয়সে ৩
টি ছোট
পত্রিকায় একই
সঙ্গে ছাপা
হয়। পত্রিকা
গুলি হল
–
১.সীমান্ত সাহিত্য, ২. পদক্ষেপ, এবং ৩. হোমশিখা।
1 Comments
অসংখ্য ধন্যবাদ স্যার..
ReplyDelete