Subscribe Us

অনুবাদ ও অনুষঙ্গ : Gabriel Garcia Marquez

 

Gabriel Garcia Marquez, Garcia Marquez


জীবন পঞ্জি :

সম্পূর্ণ নাম - Gabriel Jose de La Concordia Garcia Marquez.

ছদ্মনাম – সেফটি মাস।

ডাকনাম – গ্যাবো।

জন্ম – ১৯১৭ সালের ৬ ই মার্চ উত্তর কলম্বিয়ার আরকাট শহরে।

মাতামহ ও মাতামহী – তিনি মাতামহ Colonel Nicolas Ricardo Marquez Mejia এবং মাতামহী  Dona Tarnquilina Iguaran –এর কাছে বড় হয়ে ওঠেন।

শিক্ষা জীবন – তিনি তাঁর জন্মস্থানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন।
পড়ে ১৯৪০ সালে উচ্চ বিদ্যালয়ে পড়ার জন্য বন্দরনগর বারানকুইল্লা যান।
উচ্চ বিদ্যালয়ে পড়া শেষ করে তিনি ১৯৪৭ সালে বোগোতা –র জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করলে ও তিনি তা সমাপ্ত করতে পারেন নি।

কর্মজীবন – তিনি পড়া অসমাপ্ত রেখেই “এল এসপেক্তাদোর” সংবাদ পত্রে সাংবাদিক রূপে যোগদান করেন।
পরে তিনি বারঙ্কুলিয়া শহরে এলে “এল হেরাণ্ডো” পত্রিকার সাংবাদিক রূপে যোগদান করেন।

পত্নী – Mercedes Barcha –র সাথে ১৯৫৮ সালে বিবাহ সম্পন্ন হয়।

সন্তান – দুই পুত্র। বড় ছেলে Rodrigo Garcia –র জন্ম ১৯৫৮ সালে এবং ছোটো ছেলে Gonzalo –র জন্ম ৩ বছর পর ১৯৬১ সালে।

মৃত্যু – মার্কেজ ১৯৯৯ সালে লিম্ফটিক ক্যান্সারে আক্রান্ত হন এবং ২০১২ সালের দিক থেকে তাঁর স্মৃতি শক্তি বিলোপ হতে শুরু করে।
তার ২ বছর পর অর্থাৎ ২০১৪ সালের ১৭ ই এপ্রিল মার্কেজ পরলোকগমন করেন।


 

  • মার্কেজ বিশ্ব সাহিত্যের কিংবদন্তী ফ্রানৎজ কাফাকা –র অনুরাগী ছিলেন।

  • মার্কেজ বিশ্বের সকল সাহিত্যানুরাগীদের এক সাহিত্যের বিশেষ মোহনীয় ধারা ম্যাজিক্যাল রিয়েলিজম –এর সাথে পরিচয় করান।

  • কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ মার্কেজ কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কলম্বিয়ান হিসেবে অবিহিত করেন।

  • মার্কেজ ছিলেন একজন কলম্বীয় লেখক। তাঁকে স্প্যানিশ ভাষার সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।

  • ১৯৫৫ সালে মার্কেজ –এর প্রথম উপন্যাস – “Leaf Strom” প্রকাশিত হয়।

  • মার্কেজ –এর রচিত প্রথম ছোটগল্প – “লা তের্সেরা রেসিগ্নাসিওন”, যা ‘এল এসপেক্তাদোর’ পত্রিকায় প্রকাশিত হয়।

  • মার্কেজ রচিত শ্রেষ্ঠ উপন্যাস – “One Hundred Years of Solitude” যার বিষয়বস্তু পিতামহ ও পিতামহীর কাছে শোনা গল্প।
এই উপন্যাস রচনার জন্যই তিনি মূলত নোবেল পুরস্কার লাভ করেন।
বাংলা ভাষায় এই বই টি অনুবাদ করেন – জি এইচ হাবিব। যা ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়।


মার্কেজ রচিত উপন্যাস :

  • In Evil Hour 1962
  • One Hundred Years of Solitude 1967
  • The Autumn of the Patriarch 1975
  • Chronicle of Death Foretold 1981
  • Love in the Time of Cholera 1985
  • The General in his Labyrinth 1989
  • Of Love and Other Demons 1994


মার্কেজ রচিত ছোটগল্প সংকলন :

  • Eyes of a Blue Dog 1947
  • A Very Old Man with Enormous Wings 1955
  • Big Mama’s Funeral 1962
  • Strange Pilgrims 1993

মার্কেজ রচিত দীর্ঘ ছোটগল্প (Novella) :

  • No One Writes of the Colonel 1961
  • Memories of My Melancholy Whores 2004

মার্কেজ রচিত Non–Fiction জাতীয় রচনা :

  • The Story of a Shipwrecked Sailor 1970
  • The Solitude of Latin America 1982
  • The Fragrance of Guava 1982 (With Plinio Apuley Mandoza)
  • Clandestine in Chile 1986
  • News of a Kidnapping 1996
  • A Country for Children 1998

  • ২০০২ সালে তাঁর আত্মজীবনীর প্রথম খণ্ড – “Living to Tell the Tale” প্রকাশিত হয়।
প্রথম খণ্ড রচনার পর তাঁর দ্বিতীয় ও তৃতীয় খণ্ড রচনার পরিকল্পনা করলেও তিনি তা রচনা করে যেতে পারেননি।

  • মার্কেজ রচিত “The Blue Lobster” তাঁরই পরিচালনায় চলচ্চিত্রায়িত হয়।


মার্কেজ রচিত যে সকল রচনাগুলি চলচ্চিত্রায়িত হয় :

  • Time to Die 1966, 1985
  • Dangerous Game 1967
  • Mary my Dearest 1979
  • The Year of the Plague 1979
  • A Very Old Man with Enormous Wings 19588
  • A Happy Sunday 1989
  • The Invisible Children 2001
  • Lesson for a Kiss 2011

মার্কেজের প্রাপ্ত সন্মাননা ও পুরস্কার :

  • 1955 – Frist Prize in the Competition of the Association of Writers and Artist for his story – “A Day After Sabbath”.
  • 1961 – ESSO Colombian Novel Award for “Bad Time”.
  • 1971 – Honor degree from the University of Colombia in New York.
  • 1972 – Romulo Gallegos Prize for “Hundred Years of Solitude”.
  • 1981 – Medal French Legion of Honor in Paris.
  • 1982 – Nobel Prize in Literature.
  • 1985 – Award forty years of the Association of Journalist of Bogota.
  • 1993 – Honorary Member of the Instituto Caro Y Cuervo in Bogota.
  • 1994 – Honorary Degree from the University of Cadiz.



  • ১৯৮২ সালে মার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবং তিনি সেই নোবেল পুরস্কারে প্রাপ্ত অর্থ দিয়ে ২ টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন। যথা –
  1. সাংবাদিকতা প্রশিক্ষণ বিষয়ক নিউ আইবোরো আমেরিকান জার্নালিজম ফাউন্ডেশন, মেহিকো।
  2. International School of Cinema and Television.

"The Story of a Shipwrecked Sailor" :

এটি তাঁর প্রথম বড় রচনা। লেখাতি ১৯৫৫ সালে ১৪ টি কিস্তি তে “এল এসপেক্তাদোর” পত্রিকায় প্রকাশিত হয়।
কলম্বিয়া নৌবাহিনীর একটি জাহাজ চোরাচালানি পন্যের অতিরিক্ত ভারে ডুবে যায়। সেই জাহাজের এক নাবিক – লুইস আলেজান্দ্রোর সাগরের বুকে বেঁচে থাকার সংগ্রাম লেখাটির মূল উপজীব্য।


“One Hundred Years of Solitude” :

এটি মার্কেজের সবচেয়ে ব্যবসা সফল উপন্যাস।
২০১৪ সাল পর্যন্ত উপন্যাস টি ২৫ টি ভাষায় অনূদিত হয় এবং ১৯৬৭ – ২০০৪ সাল পর্যন্ত প্রায় এই উপন্যাসের ৫ কোটি কপি বিক্রি হয়।
এই রচনার জন্য তিনি ১৯৭২ সালে Romulo Gallegos পুরস্কার লাভ করেন।


“Love in the Time of Cholera” :

২০০৭ সালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়।


“The Autumn of the Patriarch” :

এই উপন্যাসে মার্কেজ বর্ননা করেছেন এক ক্যারিবিয়ান এক নায়কের কথা।
সমালোচকেদের মতে, মার্কেজ ওই স্‌বইরাশাসককে কলম্বিয়ার কুখ্যাত স্‌বইরাশাসক জেনারেল গুস্তাভো রোহাস পিনিয়ার –এর আদলে রূপায়িত করতে চেয়েছিলেন। যার ফলে মার্কেজ কে স্‌ব্দেশ ত্যাগ করতে হয়।



আরও পড়ুন -

Post a Comment

0 Comments