Subscribe Us

বাংলা সাহিত্যে যা কিছু প্রথম

বাংলা সাহিত্যে প্রথম

১। চর্যাপদের  প্রথম / আদি কবি – লুই পা। 

২। বাংলা সাহিত্যে প্রথম অনুমিত মহিলা কবি – কুক্কুরি পা। 

৩। মধ্য যুগে বাংলা সাহিত্যে প্রথম বাঙালী এবং প্রধান মহিলা কবি – চন্দ্রাবতী, দ্বিজ বংশীদাস –এর মেয়ে। 

৪। বাংলায় পদাবলীর প্রথম কবি – চণ্ডীদাস। 

৫। প্রথম নাগরিক কবি – ভারতচন্দ্র 

৬। মধ্য যুগের শ্রেষ্ঠ কবি – ভারতচন্দ্র 

৭। আদি মঙ্গলকাব্য / মনসামঙ্গল কাব্যের আদি কবি – কানা হরিদত্ত। 

৮। আদি মঙ্গলকাব্য / মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি – বিজয় গুপ্ত 

৯। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি – ময়ূর ভট্ট। 

১০। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি – ঘনরাম চক্রবর্তী


 

১১। ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা – রূপরাম চক্রবর্তী। 

১২। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি – মানিক দত্ত। 

১৩। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান / শ্রেষ্ঠ কবি – মুকুন্দরাম চক্রবর্তী 

১৪। অন্নদামঙ্গল কাব্য ধারার প্রধান কবি – ভারতচন্দ্র রায়গুণাকর 

১৫। কালিকামঙ্গল কাব্যের আদি কবি – কবি কঙ্ক। 

১৬। শিবমঙ্গল কাব্যের প্রথম কবি – রামকৃষ্ণ রায়। 

১৭। নাথ সাহিত্যের প্রথম / আদি কবি – শেখ ফয়জুল্লাহ।

১৮। মার্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ। 

১৯। পুঁথি সাহিত্য এবং দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম / সার্থক কবি – ফকির গরীবুল্লাহ। 

২০। কবিগান –এর প্রথম কবি – গোঁজলা পুট (গুই)।

 

 

২১। বাংলা টপ্পা গানের জনক – রামনিধি গুপ্ত বা নিধু বাবু। 

২২। বাংলা সাহিত্যে প্রথম জীবনী গ্রন্থ “চৈতন্যভাগবত” 

২৩। আধুনিক যুগের প্রথম কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত 

২৪। বাংলা সাহিত্যে প্রথম পত্রসাহিত্য – রামরাম বসু রচিত “লিপিমালা”। 

২৫। বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্রিকা দিগ্‌দর্শন (১৮১৮)। 

২৬। বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই – “কথোপকথন” (১৮০১)। 

২৭। বাংলা সাহিত্যে প্রথম গল্পগ্রন্থ – “ইতিহাসমালা”, উইলিয়াম কেরি রচিত। 

২৮। বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত – “রাজা প্রতাপাদিত্য চরিত্র”, রামরাম বসু রচিত।

২৯। প্রথম প্রকাশিত বাংলা ব্যাকরণ – “গৌড়ীয় ব্যাকরণ”। 

৩০। বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্নের ব্যবহার করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

 

৩১। বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহার করেন – প্রমথ চৌধুরী 

৩২। বাংলা প্রবন্ধ ধারার প্রবর্তক – রাজা রামমোহন রায়। 

৩৩। কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা – প্যারীচাঁদ মিত্র। 

৩৪। বাংলা সাহিত্যে রচিত প্রথম মৌলিক নাটক – “ভদ্রার্জুন”, তারাচরণ শিকদার রচিত। 

৩৫। বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি / বিয়োগাত্মক নাটক – “কীর্তিবিলাস”, যোগেশচন্দ্র গুপ্ত বিরচিত। 

৩৬। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক – “শর্মিষ্ঠা”, মধুসূদন দত্ত  রচিত।

৩৭। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি – “কৃষ্ণকুমারী”, মধুসূদন দত্ত  রচিত। 

৩৮। বাংলা সাহিত্যে প্রথম প্রহসন – “একেই কি বলে সভ্যতা”, মাইকেল মধুসূদন দত্ত –এর লেখা। 

৩৯। বাংলা সাহিত্যে প্রথম সনেট - মাইকেল মধুসূদন দত্ত –এর লেখা “বঙ্গভাষা”। 

৪০। বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক – “নীলদর্পন”, দীনবন্ধু মিত্র  রচিত।

 

 

৪১। বাংলা সাহিত্যে প্রথম সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুর  রচিত “শারদোৎসব”। 

৪২। বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্যমধুসূদন দত্ত –এর লেখা “তিলোত্তমা সম্ভব কাব্য”। 

৪৩। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পত্রকাব্য – “বীরাঙ্গনা”, মাইকেল মধুসূদন দত্ত রচিত। 

৪৪। বাংলা সাহিত্যে সার্থক প্রথম এবং সর্বশেষ মহাকাব্য - মাইকেল মধুসূদন দত্ত  রচিত “মেঘনাদবধ কাব্য”।

৪৫। বাংলা সাহিত্যে প্রথম রচিত উপন্যাস – “আলালের ঘরে দুলাল”, উপন্যাস টি প্যারীচাঁদ মিত্র রচনা করেন।

 

 

৪৬। প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  রচিত “দুর্গেশনন্দিনী”। 

৪৭। প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস – “কপালকুণ্ডলা”, উপন্যাস টি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

৪৮। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী 

৪৯। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ – “অগ্নিবীণা”, কাজী নজরুল ইসলাম  রচনা করেন।

৫০। আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মহিলা কবি স্বর্ণকুমারী দেবী

 

 

৫১। বাংলা গীতিকাব্য –এর প্রথম ও প্রধান কবি – বিহারীলাল চক্রবর্তী 

৫২। মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজী অনুবাদ করেন – ডঃ দীনেশচন্দ্র সেন। 

৫৩। প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টা করেন – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 

৫৪। প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকার – নবীনচন্দ্র সেন 

৫৫। বাংলা সাহিত্যে প্রথম মুসলমান দ্বারা রচিত নাটক – মীর মশাররফ হোসেন –এর “বসন্ত কুমারী”। 

৫৬। মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক – “জমিদার দর্পন”, রচনা করেন মীর মশাররফ হোসেন।

 

 

৫৭। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক - মীর মশাররফ হোসেন, রচিত প্রথম উপন্যাস “দীপনির্বাণ”। 

৫৮। বাংলা সাহিত্যে প্রথম ইসলামী গান এবং গজল রচনা করেন – কাজী নজরুল ইসলাম

৫৯। প্রথম বাংলা সাহিত্যে ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করেন – ডঃ দীনেশচন্দ্র সেন।

৬০। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র – “জামাই ষষ্ঠী” (১৯৩১)।


আরও পড়ুন - 

Post a Comment

1 Comments