Subscribe Us

অনুবাদ ও অনুষঙ্গ : Ernest Miller Hemingway

অনুবাদ ও অনুষঙ্গ, Ernest Miller Hemingway, হেমিংওয়ে, হেমিংওয়ের রচিত উপন্যাস, হেমিংওয়ের রচিত ছোটগল্প সংকলন, হেমিংওয়ের রচিত ছোটগল্প, হেমিংওয়ের প্রাপ্ত পুরস্কার

জীবন পঞ্জি :

জন্ম – ১৮৯৯ সালের ২১ শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ওক পার্কে।

পিতা – বেলরেন্স এডমণ্ডস হেমিংওয়ে, পেশায় চিকিৎসক ছিলেন।

মাতা – গ্রেস হল হেমিংওয়ে, ছিলেন এক জন সঙ্গীতজ্ঞ।

শিক্ষা জীবন – ১৯১৩ থেকে ১৯১৭ সাল পর্যন্ত তিনি ওক পার্ক অ্যাণ্ড রিভার ফরেস্ট হাই স্কুলে তিনি পড়াশোনা করেন।

কর্ম জীবন – উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ‘দ্য কনসাস সিটি স্টার’ –এ কাব প্রতিবেদক হিসেবে যোগ দেন।
পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৮ সালে ইতালি তে অ্যাম্বুলেন্স চালক রূপে নিযুক্ত হন।

ছদ্মনাম – রিং লার্ডানার জুনিয়র।

দাম্পত্য জীবন – তিনি মোট চারটি বিবাহ করেন। যথা –

  1. Hadley Richardson ( বিবাহ – ১৯২১, বিচ্ছেদ – ১৯২৭ )
  2. Pauline Pfeiffer ( বিবাহ – ১৯২৭, বিচ্ছেদ – ১৯৪০ )
  3. Martha Gellhorn ( বিবাহ – ১৯৪০, বিচ্ছেদ – ১৯৪৫ )
  4. Mary Walsh Hemingway ( বিবাহ – ১৯৪৬ )
মৃত্যু – ১৯৬১ সালের ২রা জুলাই ভোর সকালে নিজের প্রিয় শর্ট গান দিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন।


 

  • হেমিংওয়ে ক্রীড়া সাংবাদিকদের লেখা অনুকরণ করে শিকাগো ট্রিবিউনের রিং লার্ডানারের নামানুসারে রিং লার্ডানার জুনিয়র ছদ্মনামে “ট্রাপিজি অ্যাণ্ড ট্যাকুলা” পত্রিকায় সম্পাদকের দ্বায়িত্বভার গ্রহণ করেন।

 

  • ১৯২৩ সালে প্যারিস থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম ছোটগল্প সংকলন – “থ্রি স্টোরিজ অ্যাণ্ড টেন পোয়েমস”।

 

  • হেমিংওয়ের প্রথম উপন্যাস – “In Our Times” (১৯২৫)।

 

  • ১৯৩৭ সালে মাদ্রিদে থাকাকালীন তিনি তাঁর একমাত্র নাটক – “দ্য ফিফথ কলাম” রচনা করেন।

 

  • প্যারিসে থাকাকালীন হেমিংওয়ে ২০ মাসে ‘টরেন্টো স্টার’ পত্রিকার জন্য ৮৮ টি গল্প রচনা করেন।



আরও পড়ুন - 

বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান



হেমিংওয়ের রচিত উপন্যাস :

  1. দ্য সান অলসো রাইজেস ১৯২৬
  2. দ্য টরেন্টস অর স্প্রিং ১৯২৬
  3. এ ফেয়ারওয়েল টু আর্মস ১৯২৯
  4. টু হ্যাভ অর হ্যাভ নট ১৯৩৭
  5. ফর হুম দ্য বেল টোলস ১৯৪০
  6. অ্যাক্রস দ্য রিভার অ্যাণ্ড ইনটু দ্য ট্রিজ ১৯৫০
  7. আইল্যাণ্ডস ইন দ্য স্ট্রিম ১৯৭০
  8. দ্য গার্ডেন অফ ইডেন ১৯৮৬
  9. টু অ্যাট ফার্স্ট লাইট ১৯৯৯

 


আরও পড়ুন - 

বাংলা সাহিত্যে যা কিছু প্রথম



হেমিংওয়ের রচিত অকল্পিত সাহিত্য ( Non Fiction ) :

  1. ডেথ ইন দ্য আফটারনুন ১৯৩২
  2. গ্রিণ হিলস অফ আফ্রিকা ১৯৩৫
  3. হেমিংওয়ে, দ্য ওয়াইল্ড ইয়ার্স ১৯৬২
  4. এ মুভেবেল ফিস্ট ১৯৬৪
  5. বাই লাইন ১৯৬৭
  6. দ্য ডেঞ্জারাস সামার ১৯৮৫
  7. ডেটলাইন : টরণ্টো ১৯৮৫
  8. আণ্ডার কিলিমাঞ্জারো ২০০৫

 


আরও পড়ুন - 

পত্রিকায় সাহিত্যিকদের প্রথম আত্মপ্রকাশ



হেমিংওয়ের রচিত ছোটগল্প সংকলন:

  1. থ্রি স্টোরিজ অ্যাণ্ড টেন পোয়েমস ১৯২৩
  2. মেন উইদাউট উইমেন ১৯২৭
  3. উইনার টেক নাথিং ১৯৩৩
  4. দ্য ফিফথ কলাম অ্যাণ্ড দ্য ফার্স্ট ফোর্টি নাইন স্টোরিজ ১৯৩৮
  5. দ্য স্নো অফ কিলিমানঞ্জারো ১৯৬১
  6. দ্য ফিফথ কলাম অ্যাণ্ড ফোর স্টোরিজ অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার ১৯৬৯
  7. দ্য নিক অ্যাডামস স্টোরিজ ১৯৭২

 

হেমিংওয়ের রচিত ছোটগল্প :

  1. দ্য শর্ট
  2. দ্য কিলার্স
  3. বিগ টু হার্টেড রিভার
  4. দ্য স্নো অফ কিলিমাঞ্জারো
  5. হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস ম্যাকুম্বার
  6. শেক্সপীয়র অ্যাণ্ড কোং ( ব্যঙ্গরচনা )

 


আরও পড়ুন - 

নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত বিভিন্ন রচনা



হেমিংওয়ের প্রাপ্ত পুরস্কার :

  1. প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর সাহসিকতার জন্য ইতালি সরকার তাঁকে “ইতালিয়ান সিলভার মেডেল অফ ব্রেভারী” পদক লাভ করেন।
  2. ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তিনি “ব্রোঞ্জ স্টার” পদক লাভ করেন।
  3. “The Old Man and The Sea” উপন্যাসটির জন্য তিনি ১৯৫৩ সালে “পলিৎজার পুরস্কার” লাভ করেন।
  4. ১৯৫৪ সালের অক্টোবর মাসে “The Old Man and The Sea” উপন্যাসের জন্য তিনি সাহিত্য জগতের সবচেয়ে সন্মান জনক “নোবেল পুরস্কার” লাভ করেন।

  • হেমিংওয়ে তাঁর নির্মেদ আর স্বল্প বাক শৈলী কে ‘আইসবার্গ তত্ত্ব’ বলে অভিহিত করেছিলেন।


আরও পড়ুন -

Post a Comment

0 Comments