জীবন পঞ্জি :
জন্ম – ১৮৯৯ সালের ২১ শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ওক পার্কে।
পিতা – বেলরেন্স এডমণ্ডস হেমিংওয়ে, পেশায় চিকিৎসক ছিলেন।
মাতা – গ্রেস হল হেমিংওয়ে, ছিলেন এক জন সঙ্গীতজ্ঞ।
শিক্ষা জীবন – ১৯১৩ থেকে ১৯১৭ সাল পর্যন্ত তিনি ওক পার্ক অ্যাণ্ড রিভার ফরেস্ট হাই স্কুলে তিনি পড়াশোনা করেন।
কর্ম জীবন – উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ‘দ্য কনসাস সিটি স্টার’ –এ কাব প্রতিবেদক হিসেবে যোগ দেন।
পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৮ সালে ইতালি তে অ্যাম্বুলেন্স চালক রূপে নিযুক্ত হন।
ছদ্মনাম – রিং লার্ডানার জুনিয়র।
দাম্পত্য জীবন – তিনি মোট চারটি বিবাহ করেন। যথা –
- Hadley Richardson ( বিবাহ – ১৯২১, বিচ্ছেদ – ১৯২৭ )
- Pauline Pfeiffer ( বিবাহ – ১৯২৭, বিচ্ছেদ – ১৯৪০ )
- Martha Gellhorn ( বিবাহ – ১৯৪০, বিচ্ছেদ – ১৯৪৫ )
- Mary Walsh Hemingway ( বিবাহ – ১৯৪৬ )
মৃত্যু – ১৯৬১ সালের ২রা জুলাই ভোর সকালে নিজের প্রিয় শর্ট গান দিয়ে গুলি করে তিনি আত্মহত্যা করেন।
অনুবাদ ও অনুষঙ্গ : টি এস এলিয়ট |
- হেমিংওয়ে ক্রীড়া সাংবাদিকদের লেখা অনুকরণ করে শিকাগো ট্রিবিউনের রিং লার্ডানারের নামানুসারে রিং লার্ডানার জুনিয়র ছদ্মনামে “ট্রাপিজি অ্যাণ্ড ট্যাকুলা” পত্রিকায় সম্পাদকের দ্বায়িত্বভার গ্রহণ করেন।
- ১৯২৩ সালে প্যারিস থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম ছোটগল্প সংকলন – “থ্রি স্টোরিজ অ্যাণ্ড টেন পোয়েমস”।
- হেমিংওয়ের প্রথম উপন্যাস – “In Our Times” (১৯২৫)।
- ১৯৩৭ সালে মাদ্রিদে থাকাকালীন তিনি তাঁর একমাত্র নাটক – “দ্য ফিফথ কলাম” রচনা করেন।
- প্যারিসে থাকাকালীন হেমিংওয়ে ২০ মাসে ‘টরেন্টো স্টার’ পত্রিকার জন্য ৮৮ টি গল্প রচনা করেন।
বাংলা সাহিত্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান |
হেমিংওয়ের রচিত উপন্যাস :
- দ্য সান অলসো রাইজেস ১৯২৬
- দ্য টরেন্টস অর স্প্রিং ১৯২৬
- এ ফেয়ারওয়েল টু আর্মস ১৯২৯
- টু হ্যাভ অর হ্যাভ নট ১৯৩৭
- ফর হুম দ্য বেল টোলস ১৯৪০
- অ্যাক্রস দ্য রিভার অ্যাণ্ড ইনটু দ্য ট্রিজ ১৯৫০
- আইল্যাণ্ডস ইন দ্য স্ট্রিম ১৯৭০
- দ্য গার্ডেন অফ ইডেন ১৯৮৬
- টু অ্যাট ফার্স্ট লাইট ১৯৯৯
হেমিংওয়ের রচিত অকল্পিত সাহিত্য ( Non Fiction ) :
- ডেথ ইন দ্য আফটারনুন ১৯৩২
- গ্রিণ হিলস অফ আফ্রিকা ১৯৩৫
- হেমিংওয়ে, দ্য ওয়াইল্ড ইয়ার্স ১৯৬২
- এ মুভেবেল ফিস্ট ১৯৬৪
- বাই লাইন ১৯৬৭
- দ্য ডেঞ্জারাস সামার ১৯৮৫
- ডেটলাইন : টরণ্টো ১৯৮৫
- আণ্ডার কিলিমাঞ্জারো ২০০৫
পত্রিকায় সাহিত্যিকদের প্রথম আত্মপ্রকাশ |
হেমিংওয়ের রচিত ছোটগল্প সংকলন:
- থ্রি স্টোরিজ অ্যাণ্ড টেন পোয়েমস ১৯২৩
- মেন উইদাউট উইমেন ১৯২৭
- উইনার টেক নাথিং ১৯৩৩
- দ্য ফিফথ কলাম অ্যাণ্ড দ্য ফার্স্ট ফোর্টি নাইন স্টোরিজ ১৯৩৮
- দ্য স্নো অফ কিলিমানঞ্জারো ১৯৬১
- দ্য ফিফথ কলাম অ্যাণ্ড ফোর স্টোরিজ অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার ১৯৬৯
- দ্য নিক অ্যাডামস স্টোরিজ ১৯৭২
হেমিংওয়ের রচিত ছোটগল্প :
- দ্য শর্ট
- দ্য কিলার্স
- বিগ টু হার্টেড রিভার
- দ্য স্নো অফ কিলিমাঞ্জারো
- হ্যাপি লাইফ অফ ফ্রান্সিস ম্যাকুম্বার
- শেক্সপীয়র অ্যাণ্ড কোং ( ব্যঙ্গরচনা )
নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত বিভিন্ন রচনা |
হেমিংওয়ের প্রাপ্ত পুরস্কার :
- প্রথম বিশ্বযুদ্ধের সময় তাঁর সাহসিকতার জন্য ইতালি সরকার তাঁকে “ইতালিয়ান সিলভার মেডেল অফ ব্রেভারী” পদক লাভ করেন।
- ১৯৪৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তিনি “ব্রোঞ্জ স্টার” পদক লাভ করেন।
- “The Old Man and The Sea” উপন্যাসটির জন্য তিনি ১৯৫৩ সালে “পলিৎজার পুরস্কার” লাভ করেন।
- ১৯৫৪ সালের অক্টোবর মাসে “The Old Man and The Sea” উপন্যাসের জন্য তিনি সাহিত্য জগতের সবচেয়ে সন্মান জনক “নোবেল পুরস্কার” লাভ করেন।
- হেমিংওয়ে তাঁর নির্মেদ আর স্বল্প বাক শৈলী কে ‘আইসবার্গ তত্ত্ব’ বলে অভিহিত করেছিলেন।
আরও পড়ুন -
0 Comments