Subscribe Us

বাংলা সাহিত্যে এলিজি বা শোকপ্রকাশক কবিতা

#এলিজি #Eligy



‘এলিজি’ শব্দটি এসেছে গ্রীক শব্দ ‘Elegia’ থেকে, যার অর্থ ‘বেদনায় আকুলতা’। কিন্তু বর্তমান সময়ে প্রচলিত অর্থে ‘শোকপ্রকাশক কবিতা’।



🔹 মিল্টনের “Lycidas” (1637) থেকে শোক কবিতার শুরু।



🔹 বাংলা সাহিত্যে ‘এলিজি’ বা ‘শোকপ্রকাশক কবিতা’র সংখ্যা কম নয়। সেই তালিকা নিম্নে দেওয়া হল -

১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - “চিন্তা তরঙ্গিনী”।

২. রাজকৃষ্ণ রায় - “মিত্রবিলাপ”।

৩. বিহারীলাল চক্রবর্তী - “বন্ধুবিয়োগ”।

৪. অক্ষয় কুমার বড়াল - “এষা”।

৫. সত্যেন্দ্রনাথ দত্ত - “কবর-ই-নূরজাহান”।

৬. বনফুল - “পরিমল গোস্বামী”।

৭. প্রেমেন্দ্র মিত্র  “তিনটি গুলি”।

৮. করুণানিধান বন্দ্যোপাধ্যায় - “উদ্দেশ্য” ।

৯. হরচন্দ্র নিয়োগী - “নির্বান প্রদীপ”।

১০. গোবিন্দ দাস - “বঙ্কিমবিদায়”।

১১. রবীন্দ্রনাথ ঠাকুর - “সত্যেন্দ্রনাথ দত্ত”।

১২. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - “বিদ্যাসাগর”।

১৪. শক্তি চট্টোপাধ্যায় - “মানিক বন্দ্যোপাধ্যায়”

১৫. কাজী নজরুল ইসলাম - “রবিহারা”।

১৬. গোবিন্দ চৌধুরী - “বিলাপমালা”।

১৭. সাতকড়ি দে - “অশ্রু কানন”।


১৮. দুর্যোধন পাত্র - “মাতৃ বিয়োগ”।

১৯. রামলাল বন্দ্যোপাধ্যায় - “অশ্রুপুজ্ঞ”।

২০. সজনীকান্ত দাস - “মর্ত্য হইতে বিদায়”।

২১. যতীন্দ্রনাথ সেনগুপ্ত - “চাষার ঘরে”।

২২. বঙ্কুবিহারী শর্মা - “শ্লোকলহরী”।

২৩. কুঞ্জবিহারী হালদার - “বিলাপী বিলোপ”।

২৪. কালিদাস রায় - “কৃষাণীর ব্যাথা”।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর - “স্মরণ”।

২৬. শক্তি চট্টোপাধ্যায় - “তুমি আছ সেই ভাবে আছ”।

২৭. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় - “এবে কোথায় চলিলে”।


২৮. সুভাষ মুখোপাধ্যায় - “পাথরের ফুল”।

২৯. প্যারীচরণ দাস - “সনেট ও এলিজি”।

৩০. মোহিনী মোহন বসু - “অশ্রু”।

৩১. অমৃতলাল বন্দ্যোপাধ্যায় - “সুধা বিষময়”।


৩২. রাজকৃষ্ণ রায় - “কেশব বিয়োগ”।


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

2 Comments

  1. খুব সুন্দর... ধন্যবাদ...

    ReplyDelete
  2. স্বাগতম.. পরবর্তী পোস্টগুলোর জন্য ব্লগ সাইটের সাথে যুক্ত থাকুন...

    ReplyDelete