Subscribe Us

কিছু বাংলা গ্রন্থের পূর্বনাম

Bivinno-Rochonar-Purbonam


কিছু বাংলা গ্রন্থের পূর্বনাম  -


        রচয়িতা >>> বর্তমান নাম >>> পূর্বনাম


বৃন্দাবন দাস – চৈতন্যভাগবত (জীবনী) – চৈতন্যমঙ্গল ।

মধুসূদন দত্ত – ব্রজাঙ্গনা (কাব্যগ্রন্থ) – রাধাবিরহ ।

মধুসূদন দত্ত – বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (প্রসসন) – ভগ্ন শিবমন্দির ।

স্বর্ণকুমারী দেবী – স্নেহলতা (উপন্যাস) – পালিতা ।

সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্তের ফাইল (উপন্যাস) – মীনাকুমারী ।

বুদ্ধদেব বসু  – এমিলিয়ার প্রেম (গল্প) – ওথেলো ।

কাজী নজরুল ইসলাম  – মুক্তি (কবিতা) – ক্ষমা ।


আরও পড়ুন : “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”-র কবি সম্পর্কে  ] 



আশাপূর্ণা দেবী  – প্রথম প্রতিশ্রুতি (উপন্যাস) – সত্যবতী ।

উৎপল দত্ত – অঙ্গার (নাটক) – কালোহিরে ।

জীবনানন্দ দাশ  – আকাশলীনা (কবিতা) – ও হৈমন্তিকী । ‘কবিতা’ পত্রিকায় “ও হৈমন্তিকী” নামে প্রথম প্রকাশিত হয়।

জীবনানন্দ দাশ  – রূপসী বাংলা (কাব্যগ্রন্থ) – বাংলার ত্রস্ত নীলিমা ।

রামনারায়ণ তর্করত্ন – নবনাটক (নাটক) – বহুবিবাহ প্রভৃতি কুপ্রথা বিষয়ক নবনাটক ।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর – অলীকবাবু (নাটক) – এমন কর্ম আর করব না ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  – লোকরহস্য (প্রবন্ধগ্রন্থ) – রহস্য ও কৌতুক ।

প্রভাতকুমার মুখোপাধ্যায়  – রমা সুন্দরী (উপন্যাস) – সুন্দরী ।


আরও পড়ুন : বাংলার মপাসাঁ সম্পর্কে  ] 



শ্যামল গঙ্গোপাধ্যায় – অর্জুনের অজ্ঞাতবাস (উপন্যাস) – বৃহন্নলা ।

রবীন্দ্রনাথ ঠাকুর – মুক্তধারা (নাটক) – পথ ।

রবীন্দ্রনাথ ঠাকুর  – অরূপরতন (নাটক) – রাজা ।

রবীন্দ্রনাথ ঠাকুর  – গুরু (নাটক) – অচলায়তন ।

রবীন্দ্রনাথ ঠাকুর  – শেষ রক্ষা (নাটক) – গোড়ায় গলদ ।

রবীন্দ্রনাথ ঠাকুর  – রক্তকরবী (নাটক) – যক্ষপুরী, নন্দিনী ।

রবীন্দ্রনাথ ঠাকুর – তপতী (নাটক) – রাজা ও রানী ।ঔ

রবীন্দ্রনাথ ঠাকুর – ঋণশোধ (নাটক) – শারদোৎসব ।

রবীন্দ্রনাথ ঠাকুর – পরিত্রাণ (নাটক) – প্রায়শ্চিত্ত ।


আরও পড়ুন : বাংলার বায়রন সম্পর্কে  ] 



রবীন্দ্রনাথ ঠাকুর – যোগাযোগ (উপন্যাস) – তিনপুরুষ ।

রবীন্দ্রনাথ ঠাকুর – চোখের বালি (উপন্যাস) – বিনোদিনী ।

রবীন্দ্রনাথ ঠাকুর – শেষের কবিতা (উপন্যাস) – মিতা ।

রবীন্দ্রনাথ ঠাকুর – বলাকা (কাব্যগ্রন্থ) – ঝড়ের খেয়া ।

রবীন্দ্রনাথ ঠাকুর – রূপনারায়ণের কূলে (কবিতা) – কঠিনেরে ভালোবাসিলাম ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়  – বড়দিদি (উপন্যাস) – শিশু ।


আরও পড়ুন : কথোপকথনের কবি সম্পর্কে  ]

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – শ্রীকান্ত (উপন্যাস) – শ্রীকান্তের ভ্রমণ কাহিনী ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পল্লীসমাজ (উপন্যাস) – রমা ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  – দেবযান (উপন্যাস) – দেবতার ব্যাথা ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – অপরাজিতা (উপন্যাস) – আলোর সারথী ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়  – গনদেবতা (উপন্যাস) – চণ্ডীমণ্ডপ ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – প্রেম ও প্রয়োজন (উপন্যাস) – বেনের বেসাতি ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – ধাত্রীদেবতা (উপন্যাস) – জমিদারের মেয়ে ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – আগুন (উপন্যাস) – কালপুরুষ ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – আরোগ্য নিকেতন (উপন্যাস) – সঞ্জীবন ফার্মেসী ।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – চৈতালীঘূর্ণি (উপন্যাস) – শ্মশানের পথে ।


আরও পড়ুন : পদাতিক কবি সম্পর্কে  ]



মানিক বন্দ্যোপাধ্যায় – মাটি ঘেঁষা মানুষ (উপন্যাস) – একটি চাষীর মেয়ে ।

মানিক বন্দ্যোপাধ্যায়  – পরাধীন প্রেম (উপন্যাস) – বাস্তবিক ।

মানিক বন্দ্যোপাধ্যায় – স্বাধীনতার স্বাদ (উপন্যাস) – নগরবাসী ।

মানিক বন্দ্যোপাধ্যায় – দর্পন (উপন্যাস) – জাগো জাগো ।

মানিক বন্দ্যোপাধ্যায় – দিবারাত্রির কাব্য (উপন্যাস) – একটি দিন ও একটি রাত ।

মানিক বন্দ্যোপাধ্যায় – পেশা (উপন্যাস) – ডাক্তারবাবু/নবীন চিকিৎসক ।


আরও পড়ুন : রাজশেখর বসু সম্পর্কে  ] 



মানিক বন্দ্যোপাধ্যায় – জীয়ন্ত (উপন্যাস) – কলম পেষার ইতিকথা ।


মানিক বন্দ্যোপাধ্যায় – ছন্দপতন (উপন্যাস) – কবির জবানবন্দী ।

মানিক বন্দ্যোপাধ্যায় – চিন্তামণি (উপন্যাস) – রাঙামাটির চাষী ।

মানিক বন্দ্যোপাধ্যায় – প্রাণেশ্বরের উপাখ্যান (উপন্যাস) – প্রাণেশ্বর ।

স্বামী বিবেকানন্দ – পরিব্রাজক – বিলাতযাত্রীর পত্র ।

বিধায়ক ভট্টাচার্য – মাটির ঘর (নাটক) – তনু ও অতনু ।

ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ – নবনারায়ণ (নাটক) – কর্ণ ।

শক্তি চট্টোপাধ্যায়  – হে প্রেম, হে নৈঃশব্দ (কাব্যগ্রন্থ) – যম >  নিকষিত হেম > কেলাসিত স্ফটিক ।

দ্বিজেন্দ্রলাল রায় – বহুত আচ্ছা (প্রহসন) – প্রায়শ্চিত্ত ।


আরও পড়ুন : বিহারীলাল চক্রবর্তী  ]


পোস্টটি আপনার সামান্যতম উপকারে এলে, পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন । ধন্যবাদ....

Post a Comment

0 Comments