Subscribe Us

অনুবাদ ও অনুষঙ্গ : Anton Pavlovich Chekhov

 Anton Chekhov

জীবন পঞ্জি :

জন্ম – ১৮৬০ সালের ২৯ শে জানুয়ারি দক্ষিণ রাশিয়ার তাগানরোগে।

সম্পূর্ণ নাম – আন্তন পাভলোভিচ চেকভ। 

ছদ্ম নাম – আন্তোশা চেখন্তে, রাগহীন মানব। 

পিতা – পাভেল জেগোরোভিচ, ছিলেন এক জন ভূমিদাস কৃষক।

মাতা – জেভগেনিয়া জাকোভ্লেভনা, অসাধারণ গল্প কথক ছিলেন।

তিনি তাঁর কাপড় ব্যবসায়ী বাবার সাথে পুরো রাশিয়া ভ্রমণের গল্প শোনাতেন।

ছয় সন্তানের মধ্যে চেকভ ছিলেন তৃতীয় সন্তান। 

শিক্ষা জীবন – ১৮৭৯ সালে তিনি স্কুলের পড়া শেষ করে মস্কো চলে আসেন।

মস্কোয় তিনি আই এম সেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৮৮৪ সালে চিকিৎসক হিসেবে পূর্ণ যোগ্যতা লাভ করেন। 

কর্ম জীবন – এক সময় তিনি গৃহ শিক্ষকতার পাশাপাশি গোল্ডফিঞ্চ পাখি বিক্রি করতেন।

১৮৮৪ সালে চিকিৎসক হিসেবে পূর্ণ যোগ্যতা লাভ করলে, চিকিৎসাকেই প্রধান পেশা হিসেবে বেছে নেন।

স্ত্রী – ওলগা নিপার, মস্কো আর্ট থিয়েটারের এই অভিনেত্রীর সাথে ১৯০১ সালের ২৫ শে মে তাঁর  বিবাহ সম্পন্ন হয়। 

মৃত্যু – যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে ১৯০৪ সালের ১৫ ই জুলাই জার্মানীর বডেনভিলায় তাঁর জীবনাবসান ঘটে।


 

  • জীবনের প্রথম দিকে চেকভ গল্পগুলি রচনা করেছিলেন জীবন যাপন ও পড়া লেখার জন্য। কারণ তাঁর পিতা ঋণে দেওলিয়া হয়ে মস্কো পালিয়ে যান।

 

  • পেশায় তিনি চিকিৎসক হলেও, নেশায় তিনি ছিলেন সাহিত্যিক। তাই তিনি রসিকতা করে বলেছেন – “Medical is my lawful wife, and literature is my mistress”.

 

  • চেকভ তাঁর পিতা মাতার স্মৃতিচারণায় তাঁদের সম্পর্কে বলেছেন – “আমরা আমাদের মেধা বাবার কাছ থেকে পেয়েছি কিন্তু হৃদয় পেয়েছি মার কাছ থেকে”।

 

  • চেকভ ফ্রাগমেন্টস পত্রিকা –য় লেখালেখির মাধ্যমে তাঁর রচনা শুরু করেন কিংবা বলা যেতে পারে সাহিত্য জগতে প্রবেশ করেন।

 

  • তিনি রুশ ভাষায় গল্প ও নাটক রচনা করেছেন।

 

  • তাঁর প্রথম ছোটগল্প – “দ্য স্তেপ” ১৮৮৭ সালে নর্দান হেরাল্ড পত্রিকায় প্রকাশিত।

 

  • তাঁর রচিত প্রথম ছোটগল্প সংকলন – “এ প্র্যাঙ্ক” ১৮৮২ সালে রচিত, কিন্তু এটি প্রকাশিত হয়নি। ধরে নেওয়া হয় এর পাণ্ডুলিপি হারিয়েগিয়েছিল।

 

  • অভিনয়ের জন্য রচিত প্রথম নাটক – “ইভানভ” (১৮৮৭)।

 

  • নাট্যকার হিসেবে চেকভ কে ইবসেন –এর সাথে তুলনা করা হয়।

 

  • তিনি মস্কো তে “Theatre of Mad” নামে এক নাট্যধারার সূচনা  করেন।

তাঁর নাটকগুলি যেখানে অভিণীত হত তার নাম দেওয়া হয় – Submerged Life.

 

  • তাঁর রচিত ছোটগল্পের সংখ্যা ২০১ টি।

 

  • ১৮৮০ – ১৯০৩ সালের মধ্যে তাঁর সর্বমোট সাহিত্য কর্ম প্রায় ৬০০ টি।

 

 

আন্তন চেকভ রচিত নাটক :

  1. Ivanov 1887
  2. The Wood Demon 1889
  3. The Seagull 1895
  4. Uncle Vanya 1897
  5. The Three Sisters 1901
  6. The Cherry Ochard 1904

  

আন্তন চেকভ রচিত ছোটগল্প :

  1. দ্য স্তেপ
  2. দ্য লেডি উইথ দ্য ডগ
  3. ওয়ার্ড নং সিক্স
  4. এ লেটার টু এ লার্ণড নেবার
  5. দ্য ট্রায়াল
  6. অন দ্য ট্রেন
  7. এ লিভিং চ্যাটেল
  8. এ ল ইয়ার’স রোমান্স
  9. ক্যাট
  10. দ্য ডেথ অফ এ সিভিল সার্ভেন্ট
  11. ইন অটাম
  12. দ্য বার্ড মার্কেট
  13. সার্জারি
  14. এ কান্ট্রি কটেজ
  15. ওম্যান গুড ফরচুন
  16. দ্য লুকিং গ্লাস
  17. এ স্টোরি ইউদাউট এন্ড এনড
  18. দ্য স্কুল মাস্টার
  19. দ্য ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার
  20. ফ্রস্ট
  21. দ্য বেগার
  22. দ্য লটারি টিকিট
  23. হ্যাপিনেস
  24. এ ফাদার
  25. এ হ্যাপি এন্ডিং
  26. দ্য রানওয়ে
  27. দ্য কিস
  28. দ্য বেট
  29. এ নার্ভস ব্রেক ডাউন
  30. এ গ্রেস হপার
  31. মার্ডার
  32. এ ম্যারেজ প্রোপজাল


  • প্রবীণ রুশ লেখক দিমিত্রি গ্রিগোভিচ চেকভের ছোটগল্প “দ্য হান্টসম্যান” পড়ে তাঁর সম্পর্কে লিখেছিলেন – “তোমার সত্যিকারের প্রতিভা আছে – এমন এক প্রতিভা যা তোমাকে নতুন প্রজন্মের লেখকদের সামনের সারিতে জায়গা করে দিতে পারবে”।

 

  • নাট্যকার হিসেবে পেশা জীবনে তিনি চারটি ক্ল্যাসিক রচনা করেন।

 

  • তাঁর রচিত “The Seagull”, “Uncle Vanya”, “The Three Sisters”, এবং “The Cherry Ochard” নাটক চারটি মস্কো আর্ট থিয়েটারে অভিণীত হয়।

  

“The Seagull” :

নাটক টি প্রথম মঞ্চস্থ হয় ১৮৯৬ সালে, কিন্তু সেই সময় নাটক টি সফলতা অর্জন করতে পারেনি।

পরবর্তী কালে ১৮৯৮ সালে নাটক টি পুনরায় কনস্ট্যান্টিন স্ট্যানিস্লাভস্কির আগ্রহে মস্কো আর্ট থিয়েটারে মঞ্চস্থ হলে নাটক টি ব্যপক প্রশংসা অর্জন করে।

  

“দ্য স্তেপ” :

ইউক্রেনের স্তেপ অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে রচিত।

এই রচনার জন্য তিনি ১৮৮৮ খ্রিষ্টাব্দে 'পুশকিন পুরষ্কার' লাভ করেন।

 


“অস্ট্রভ শাখালিন” :

রচনা টি জাপানের উত্তরে শাখালিন দ্বীপের বন্দী শিবির দেখার অভিজ্ঞতা নিয়ে রচিত।

  

চেকভের প্রাপ্ত পুরস্কার :

১৮৮৮ সালে – পুশকিন পুরস্কার।

২০০৩ সালে – লরেন্স অলিভার থিয়েটার Award. 

 

  • চেকভ সম্পর্কে আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন – “চেকভ প্রায় ছয়টির মত ভালো গল্প লিখেছিলেন। কিন্তু তিনি ছিলেন একজন শৌখিন লেখক”।

 


  • চেকভের রচনার সমালোচনা করে ভ্লাদিমির নবোকভ বলেছিলেন – “অপ্রীতিকর গতানুগতিক গদ্যময় রচবাশৈলি, মামুলি বিশ্লেষণ ও পুনরাবৃত্তির জগাখিচুরি”।

 

  • সাহিত্যিক রেমণ্ড কারভার চেকভের মৃত্যুর ঘটনা নিয়ে “এরাণ্ড” নামে একটি গল্প রচনা করেছিলেন।

 

  • তাঁর রচনায় মৌলিকতা লক্ষ করা যায় তাঁর ‘স্ট্রিম অফ কনশাসনেস’ – এই আঙ্গিক ব্যবহারের জন্য।

Post a Comment

0 Comments