Subscribe Us

অনুবাদ ও অনুষঙ্গ : Johann Wolfgang Von Goethe

 discussion about johann von goethe in bengali, johann von goethe, von goethe, Johann  Wolfgang Von Goethe



অনুবাদ অনুষঙ্গ : Johann  Wolfgang Von Goethe

জন্ম – ১৭৪৯ সালের ২৮ শে আগষ্ট, জার্মানীর ফ্রাঙ্কফুট মেইন এর এক সমৃদ্ধ পরিবারে।

পিতা – Johann Caspar Goethe.

মাতা – Cathrina Elizabeth.

শিক্ষা জীবন – তাঁর প্রাথমিক শিক্ষা বাড়িতে সম্পন্ন হয়।

পরে তিনি Leipzig University তে তিনি ১৭৬৫ – ১৭৬৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত আইন নিয়ে পড়াশোনা করেন।

পরে ১৭৭০ সালে University of Starsbourg থেকে পড়াশোনা শেষ করে  ফ্রাঙ্কফুট ত্যাগ করেন।

কর্মজীবন – ১৭৭২ সালে তিনি উইমার রাজ্যের ডিউক কার্ল আগষ্টের সভাসদ হিসেবে নিযুক্ত হন।

পরে তিনি জেনা বিশ্‌ব বিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক রূপে যোগদান করেন।

স্ত্রী – Christiane Vulpius.

মৃত্যু – ১৮৩২ সালের ২২ শে মার্চ হৃদ রগে আক্রান্ত হয়ে জার্মানীর উইমারেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


 

 

আরও পড়ুন - 

অনুবাদ ও অনুষঙ্গ : টি এস এলিয়ট

 

  • তাঁর প্রথম রচনা (ট্রাজেডি) “Gotz Von Benlichingen”.

ঐতিহাসিক কবি  Ben lichingen –এর স্মৃতির উদ্দেশ্যে তিনি এটি রচনা করেন।

১৭৭৩ সালে ওয়াল্টার স্কট এই ট্র্যাজেডিটির নাট্যরূপ দেন।

  • ১৭৭৪ সালে তাঁর রচিত প্রথম উপন্যাস  “Sorrow of on Werther”.

GOETHE -এর রচিত উপন্যাস : 

  1. The Sorrow of Young Werther 1774
  2. Wilhelm Meister’s Appre nticeship 1796
  3. Flective Affinities 1809
  4. Wilhelm Meister’s Journeyman Years 1821

GOETHE -র বিজ্ঞান ভিত্তিক রচনা :

  1. The Metamorphosis of Plants 1791
  2. Theory of Colours 1810

 

 

আরও পড়ুন - 

মোহিতলাল মজুমদার : দেহবাদী কবি

 

GOETHE -এর রচিত নাটক :

  1. Gotz Von Benlichingen 1773
  2. Iphigenia in Tauris 1787
  3. Egmont 1788
  4. Torquato Tasso 1790

GOETHE -এর আত্মজীবনীমূলক রচনা :

  1. From my Life : Poetry and Truth 1811 – 1830 (Autobiographical works in 4 Volumes)
  2. Italian Journey 1817

GOETHE -এর রচিত COLSET DRAMA :

  1. Faust Part – I 1808  
  2. Faust Part – II 1832

( ** COLSET DRAMAA closet drama is a play that is not intended to be performed onstage, but read by a solitary reader or sometimes out loud in a small group ).

 

 

 

আরও পড়ুন - 

কৃত্তিবাস ওঝা বাংলা রামায়ণের আদি কবি

 

  • তাঁর প্রথম বেষ্ট সেলার বই – “The Sorrow of Young Werther”.

  • জেনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকার সময় তিনি “Metamorphosis of Plants” (১৭৯১) রচনা করেন।

  • তাঁর “West Eastern Divan” কাব্যগ্রন্থ টি হাফিজের কবিতা অবলম্বনে পার্শীয়ান স্টাইলে রচনা করেন।

  • ১৭৭০ সালে তিনি বেনামে “Annette” কবিতা সংকলন টি প্রকাশ করেন।

  • “Roman Elegies” তাঁর আরও একটি কবিতা সংকলন

  • “হেরম্যান ও ডরোথিয়া” তাঁর রচিত গদ্য মহাকাব্য

  • Goethe প্রথম বিদগ্ধ বিদেশী যিনি ভারতীয়দের পূর্বেই কালিদাস –এর  “অভিজ্ঞান শকুন্তলম” –এর অপূর্ব সমালোচনা করেন।

তিনি “অভিজ্ঞান শকুন্তলম” ইংরেজী থেকে জার্মান ভাষায় অনুবাদ করেন।


GOETHE -এর নামে প্রদেয় পুরস্কার :

  1. Goethe Award.
  2. Goethe Prize.
  3. Hanseatic Goethe Prize.

Post a Comment

0 Comments