Subscribe Us

বৈষ্ণব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর (দ্বিতীয় পর্ব)

বৈষ্ণব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর (দ্বিতীয় পর্ব) || বৈষ্ণব পদাবলী  || গোবিন্দদাস || জ্ঞানদাস || Vaishnava Padavali ||





বৈষ্ণব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর:


১. বাংলা সাহিত্যের কোন কবিকে 'চন্ডীদাসের ভাবশিষ্য' বলা হয় এবং কেন?

  • বাংলা সাহিত্যে জ্ঞানদাস কে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। জ্ঞানদাসের রাধা চন্ডীদাসের রাধার মতোই লৌকিক থেকে লোকোত্তরের এর পথে যাত্রা করেছেন। এছাড়া জ্ঞানদাসের প্রকাশভঙ্গির আন্তরিকতা এবং ভাষার সহজতাও চন্ডীদাসের পদকে মনে করায়।

 

২. জ্ঞানদাস কোন সময়ের কবি? তার সমসাময়িক আরো একজন বিখ্যাত কবির নাম লিখুন।

  • জ্ঞানদাস চৈতন্য পরবর্তী যুগের কবি।

তাঁর সমসাময়িক আর একজন বিখ্যাত বৈষ্ণব পদ হলেন গোবিন্দদাস।

 

৩. বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন?

  • পূর্বরাগ, আক্ষেপানুরাগ এবং নিবেদনের পর্যায়ের পদ রচনায় জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন।

 

৪. জ্ঞানদাস কোথায়, কবে জন্মগ্রহণ করেন?

  • জ্ঞানদাস বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত কাঁদড়া গ্রামে ১৫৩০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

 


আরও পড়ুন - 

প্রায় সমনামের ভিন্ন ভিন্ন রচনা এবং রচনাকার (২য় পর্ব)


 

৫. জ্ঞানদাস কার শিষ্য ছিলেন এবং কোন বৈষ্ণব সম্মেলনে যোগ দিয়েছিলেন?

  • জ্ঞানদাস নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবীর মন্ত্র শিষ্য ছিলেন।

জ্ঞানদাস খেতুড়ির বৈষ্ণব সম্মেলনে যোগ দিয়েছিলেন।

 

৬. রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী ছাড়া জ্ঞানদাস আর কি নিয়ে পদ রচনা করেছিলেন?

  • রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী ছাড়া জ্ঞানদাস গৌরাঙ্গ ও নিত্যানন্দ লীলা বিষয়ক পদ রচনা করেছিলেন।

 

৭. জ্ঞানদাস কোন কোন ভাষায় তাঁর পদ রচনা করেন?

  • জ্ঞানদাস বাংলা এবং ব্রজবুলি ভাষায় তাঁর পদ রচনা করেন।

 

৮. জ্ঞানদাসের ভণিতায় কত পদ পাওয়া গিয়েছে?

  • "পদকল্পতরু" তে জ্ঞানদাসের ভণিতায় ১৮৬ টি পদ পাওয়া গিয়েছে।

 


আরও পড়ুন - 

উনিশ শতকের বাংলা নাটকে বিধবা বিবাহ প্রসঙ্গ


 

৯. জ্ঞানদাসের পূর্বরাগের পদের বৈশিষ্ট্য লিখুন?

  • জ্ঞানদাসের পূর্বরাগের পদে রাধার মধ্যে কৃষ্ণকে পাওয়ার জন্য অনন্ত আকুলতা প্রকাশ পেয়েছে - "প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর"। তীব্র রোমান্টিকতা জ্ঞানদাসের পূর্বরাগের পদের প্রাণ।

 

১০. জ্ঞানদাসের আক্ষেপানুরাগের পদের বৈশিষ্ট্য আলোচনা করুন।

  • আক্ষেপানুরাগ এর পদে রাধার হৃদয় যন্ত্রণার প্রকাশে জ্ঞানদাস তুলনারহিত। প্রেম এখানে যন্ত্রণার উপকরণ - অমৃত সাগরে স্নান করতে গিয়ে 'সকলি গরল ভেল'।

 

১১. জ্ঞানদাসের সঙ্গে চন্ডীদাসের প্রতিভার পার্থক্য আলোচনা করুন।

  • চন্ডীদাসের 'মিষ্টিক' চেতনা জ্ঞানদাসে নেই। চন্ডীদাস পদ রচনা ক্ষেত্রে সাধক, কিন্তু জ্ঞানদাস শিল্পী। চন্ডীদাসের বিভোরতা নয়, জ্ঞানদাসের পদে রূপনির্মাণের সচেতন প্রয়াস লক্ষ করা যায়।

 

১২. কাকে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয় এবং কেন?

  • গোবিন্দদাস কে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয়। অলংকার ব্যবহারে ব্রজবুলি ভাষা ও ধ্বনি ঝংকার সমৃদ্ধ শব্দ প্রয়োগে, ছন্দ ব্যবহারে অর্থাৎ এককথায় নির্মাণ দক্ষতায় বিদ্যাপতির পদের অনুরণনই লক্ষ করা যায় গোবিন্দদাসের পদে। তাই গোবিন্দদাস কে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয়।

 


আরও পড়ুন - 

জসীমউদ্দিন - বাংলাদেশের মানস কবি


 

১৩. কে গোবিন্দদাস কে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলেছিলেন? মন্তব্যটি উদ্ধৃত করুন।

  • বল্লবদাস গোবিন্দদাস কে 'দ্বিতীয় বিদ্যাপতি' বলেছিলেন।

তাঁর উক্তিটি ছিল -

"ব্রজের মধুর লীলা, যা শুনি দরবে শিলা, রচিলেন কবি বিদ্যাপতি।

তাহা হৈতে নহে ন্যূন, গোবিন্দের কবিত্বগুণ, গোবিন্দ দ্বিতীয় বিদ্যাপতি"

 

১৪. গোবিন্দদাস কোন যুগের কবি এবং তিনি কোন সময়ে বর্তমান ছিলেন?

  • গোবিন্দদাস চৈতন্য পরবর্তী যুগের কবি।

তিনি ষোড়শ শতাব্দী তৃতীয় দশকে জন্মগ্রহণ করেছিলেন এবং সপ্তদশ শতকের দ্বিতীয় দশক পর্যন্ত বর্তমান

ছিলেন।

 

১৫. গোবিন্দদাসকে কে, কী উপাধি দিয়েছিলেন?

  • গোবিন্দ দাসের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে শ্রীজীব গোস্বামী তাঁকে 'কবিরাজ' বা 'কবীন্দ্র' উপাধি দিয়েছিলেন।

 

১৬. কোন কোন পর্যায়ের পদ রচনা গোবিন্দদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন?

  • গৌরাঙ্গ বিষয়ক পদ এবং অভিসারের পদ রচনায় গোবিন্দদাস শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন।

 


আরও পড়ুন - 

সতীনাথ ভাদুড়ী - প্রথম ‘রবীন্দ্র পুরস্কার’ প্রাপক


 

১৭. গোবিন্দদাসের পদে বাংলার কোন শাসনকর্তার নাম পাওয়া যায়?

  • গোবিন্দদাসের পদে যশোহর রাজ প্রতাপাদিত্যের উল্লেখ পাওয়া যায়।

 

১৮. গোবিন্দদাস প্রথম জীবনে কোন ধর্ম মতে বিশ্বাসী ছিলেন? তিনি কার কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন?

  • গোবিন্দদাস প্রথম জীবনে শাক্ত ছিলেন।

পরবর্তীতে তিনি শ্রীনিবাস আচার্য -এর কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন।

 


আরও পড়ুন - 

বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা (তৃতীয় পর্ব)


 

১৯. কোন কোন গ্রন্থ থেকে গোবিন্দদাস বৈষ্ণব দর্শনের শিক্ষা নেন?

  • শ্রীনিবাস আচার্য -এর নির্দেশে গোবিন্দদাস “ভক্তিরসামৃতসিন্ধু” এবং “উজ্জ্বলনীলমণি” গ্রন্থ‌ দুটি পাঠ করে বৈষ্ণব দর্শনের শিক্ষা নেন।

 

২০. গোবিন্দ দাসের ব্যক্তি জীবনের তথ্য কোন কোন সূত্র থেকে পাওয়া যায়?

  • গোবিন্দ দাসের নিজের লেখা "সঙ্গীতমাধব" নাটক, রাম গোপাল দাসের "রসকল্পবল্লী", নরহরি চক্রবর্তীর "ভক্তিরত্নাকর" ইত্যাদি গ্রন্থ থেকে তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে নানা তথ্য জানা যায়।


তথ্যঋণSSC বাংলা শিক্ষক – ড. অমল পাল, ড. প্রিয়তোষ বসু (ছায়া প্রকাশনী)


আরও পড়ুন -


Thank You

Visit our Educational Website Regularly for More Update:

www.banglasahitto.in 

Contact Us On:

Mail: contact@banglasahitto.in

To join our FB Page - CLICK HERE.

Post a Comment

0 Comments