Subscribe Us

প্রায় সমনামের ভিন্ন ভিন্ন রচনা এবং রচনাকার (২য় পর্ব)

সমনামের ভিন্ন ভিন্ন রচনা এবং রচনাকার (২য় পর্ব) || somonamer vinno vinno rocona abong roconakar part 2 || BanglaSahitto || banglasahitto ||



প্রায় সমনামের ভিন্ন ভিন্ন রচনা এবং রচনাকার (২য় পর্ব):

১। কথামালা (অনুবাদমূলক গ্রন্থ, ১৮৫৬) – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

লিপিমালা (পত্রসংকলন, ১৮০২) – রামরাম বসু,

ইতিহাসমালা (ইতিহাস বিষয়ক গদ্যগ্রন্থ, ১৮১২) – উইলিয়াম কেরী

২। বর্ণপরিচয় (শিশুপাঠ্য গ্রন্থ, ১৮৫৫) – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

বর্ণপরিচয় (পালা নাটক) – ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়।

৩। শকুন্তলা (অনুবাদমূলক গ্রন্থ, ১৮৫৪) – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

শকুন্তলা (ছোটদের গল্পগ্রন্থ, ১৮৯৫) – অবনীন্দ্রনাথ ঠাকুর

৪। সীতার বনবাস (অনুবাদমূলক গ্রন্থ, ১৮৬০) – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,

সীতার বনবাস (পৌরাণিক নাটক, ১৮৮২) – গিরিশচন্দ্র ঘোষ,

সীতার বিবাহ (পৌরাণিক নাটক, ১৮৮২) - গিরিশচন্দ্র ঘোষ

৫। ভানুমতী (উপন্যাস, ১৯০০) – নবীনচন্দ্র সেন,

ভানুমতী চিত্তবিলাস (নাটক) – হরচন্দ্র ঘোষ।

৬। ক্লিওপেট্রা (কাব্যগ্রন্থ, ১৮৭৭) – নবীনচন্দ্র সেন,

ক্লিওপেট্রা (ঐতিহাসিক গ্রন্থ) – মহাশ্বেতা দেবী

৭। আমার জীবন (আত্মজীবনী, ১৯১০ - ১৯১৪ পাঁচ খণ্ডে সমাপ্ত) – নবীনচন্দ্র সেন,

আমার জীবন (আত্মজীবনী) – মীর মশাররফ হোসেন।

৮। নীলদর্পন (নাটক, ১৮৬০) – দীনবন্ধু মিত্র,

নীললোহিত (গল্পগ্রন্থ, ১৯৩২) – প্রমথ চৌধুরী

৯। যমালয়ে জীবন্ত মানুষ (উপন্যাস, 'বঙ্গদর্শন পত্রিকা'য় ১২৭৯ বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রকাশিত) – দীনবন্ধু মিত্র,

হিমালয়ে জীবন্ত মানুষ (নাটক, ১৯৭৩) – উৎপল দত্ত

১০। পাষাণী (নাটক, ১৯০০) – দ্বিজেন্দ্রলাল রায়,

পাষাণী (পালা নাটক) – ফণীভূষণ বিদ্যাবিনোদ।

১১। সীতা (পৌরাণিক নাটক, ১৯০৮) – দ্বিজেন্দ্রলাল রায়,

সীতা (সামাজিক নাটক) – যোগেশচন্দ্র চৌধুরী।


আরও পড়ুন - 

ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় (Suniti Kumar Chatterjee)


১২। মেঘনাদবধকাব্য (সাহিত্যিক মহাকাব্য, ১৮৬১) – মাইকেল মধুসূদন দত্ত,

ছুছুন্দরীবধকাব্য (ব্যঙ্গকাব্য, ১২৭৫ বঙ্গাব্দে 'অমৃতবাজার পত্রিকা'য় আশ্বিন সংখ্যায় প্রকাশিত) – জগদ্বন্ধু ভদ্র,

বীরকুমারবধ কাব্য (কাব্যগ্রন্থ, ১৯০৪) – মানকুমারী বসু

১৩। পদ্মাবতী (নাটক, ১৮৬০) – মাইকেল মধুসূদন দত্ত,

পদ্মাবতী (কাব্যগ্রন্থ) - সৈয়দ আলাওল

১৪। আত্মবিলাপ (গীতিকবিতা, ১৮৬২ কবির রচিত প্রথম গীতিকবিতা) – মাইকেল মধুসূদনদত্ত,

আত্মচরিত (গদ্যগ্রন্থ, ১৯০৯) – রাজনারায়ণ বসু,

আত্মশক্তি (প্রবন্ধগ্রন্থ, ১৯০৫) – রবীন্দ্রনাথ ঠাকুর,

আত্মতত্ত্ববিদ্যা (গদ্যনিবন্ধ, ১৮৫২) – দেবেন্দ্রনাথ ঠাকুর।

১৫। নীলধ্বজের প্রতি জনা (কবিতা) – মাইকেল মধুসূদন দত্ত,

জনা (পৌরাণিক নাটক, ১৮৯৪) – গিরিশচন্দ্র ঘোষ

১৬। মায়াকানন (নাটক, ১৮৭৪) – মাইকেল মধুসূদন দত্ত,

শক্তি কানন (উপন্যাস, ১৮৮৭) – শ্রীশচন্দ্র মজুমদার।

১৭। সাম্য (প্রবন্ধগ্রন্থ) – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,

সাম্যবাদী (কবিতা) – কাজী নজরুল ইসলাম

১৮। পথের দাবী (উপন্যাস, ১৯২৬) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

পথের দাবী (কবিতা) – কুমুদরঞ্জন মল্লিক,

পথের পাঁচালী (উপন্যাস, ১৯২৯) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৯। বিরাজ বৌ (উপন্যাস, ১৯১৪) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

বিরাজ (উপন্যাস) – জীবনানন্দ দাশ


আরও পড়ুন - 

অনুবাদ ও অনুষঙ্গ : Guy de Maupassant


২০। মেজদিদি (গল্পগ্রন্থ, ১৯১৫) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

মেজবৌ (উপন্যাস) – শিবনাথ শাস্ত্রী।

২১। বামুনের মেয়ে (উপন্যাস, ১৯২০) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

বেণের মেয়ে (উপন্যাস) – হরপ্রসাদ শাস্ত্রী।

২২। মহেশ (ছোটগল্প, ১৩২৯ বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় 'বঙ্গবাণী পত্রিকা'য় প্রকাশিত) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

মণি মহেশ (প্রবন্ধ) – উমাপ্রসাদ মুখোপাধ্যায়।

২৩। ষোড়শী (রসি, ১৯২৭) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

ষোড়শী (ছোটগল্প) – প্রভাতকুমার মুখোপাধ্যায়

২৪। পণ্ডিতমশাই (উপন্যাস, ১৯১৪) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,

মাস্টারমশাই (ছোটগল্প) – রবীন্দ্রনাথ ঠাকুর,

মাস্টারমশাই (ছোটগল্প) – প্রভাতকুমার মুখোপাধ্যায়,

মাস্টারমশাই (নাটক) – বিজন ভট্টাচার্য।

২৫। দুই বাড়ি (উপন্যাস, ১৯৪১) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,

দুইপথিক (উপন্যাস) – বনফুল

২৬। অভিযাত্রিক (উপন্যাস) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,

অভিযাত্রিক (কাব্যগ্রন্থ) – বেগম সুফিয়া কামাল।

২৭। ছায়াছবি (গল্পগ্রন্থ, ১৯৬০) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়,

ছায়াপথ (উপন্যাস) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

ছায়াময় (উপন্যাস) – শীর্ষেন্দু মুখোপাধ্যায়,

ছায়ানট (নাটক, ১৯৫৮) - উৎপল দত্ত


আরও পড়ুন - 

জগদীশচন্দ্র বসু - ভারতীয় বাঙালি বিজ্ঞানী


২৮। আগুন (উপন্যাস) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

আগুন (নাটক, ১৯৪৩) – বিজন ভট্টাচার্য।

২৯। মহানগরী (উপন্যাস, ১৯৭১) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

মহানগর (উপন্যাস) – নরেন্দ্রনাথ মিত্র,

মহানগর (গল্পসংকলন, ১৯৩৭) – প্রেমেন্দ্র মিত্র,

রাজনগর (উপন্যাস, ১৯৮৩) – অমিয়ভূষণ মজুমদার।

৩০। নীলকণ্ঠ (উপন্যাস, ১৯৩৪) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

নীলকণ্ঠ (নাটক) – উৎপল রায়।

৩১। গন্নাবেগম (ঐতিহাসিক উপন্যাস, ১৯৬৫) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

মণিবেগম (উপন্যাস) – শক্তিপদ রাজগুরু।

৩২। উত্তরায়ণ (উপন্যাস) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

উত্তরায়ণ (উপন্যাস) – অনুরূপা দেবী।

৩৩। কালবৈশাখী (উপন্যাস, ১৯৬৩) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

বৈশাখীর মেঘ (যাত্রাপালা, ১৯৭৭) – উৎপল দত্ত

৩৪। মঞ্জরী অপেরা (উপন্যাস, ১৯৬৪) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

অর্জুন অপেরা (অপ্রকাশিত নাটক, ১৯৮১) – উৎপল দত্ত

৩৫। বিষপাথর (গল্পগ্রন্থ, ১৯৫৭) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

পরশপাথর (ছোটগল্প) – রাজশেখর বসু।


আরও পড়ুন - 

কৃত্তিবাস ওঝা বাংলা রামায়ণের আদি কবি


৩৬। রসকলি (গল্পগ্রন্থ) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

রস (ছোটগল্প) – নরেন্দ্রনাথ মিত্র।

৩৭। জলসাঘর (ছোটগল্প সংকলন, ১৯৩৭) – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,

বিবিঘর (যাত্রাপালা, ১৯৮২) – উৎপল দত্ত

৩৮। পদ্মা নদীর মাঝি (উপন্যাস, ১৯৩৬) – মানিক বন্দ্যোপাধ্যায়,

সাত সাগরের মাঝি (কাব্যগ্রন্থ, ১৯৪৪) – ফররুখ আহমেদ।

৩৯। জননী (উপন্যাস, ১৯৩৫) – মানিক বন্দ্যোপাধ্যায়,

জননী (উপন্যাস) – শওকত ওসমান।

৪০। সোনার চেয়ে দামী (উপন্যাস, ১৯৫১) – মানিক বন্দ্যোপাধ্যায়,

সোনার মাছি খুন করেছি (কাব্যগ্রন্থ, ১৯৬৭) – শক্তি চট্টোপাধ্যায়

৪১। মাঝির ছেলে (উপন্যাস, ১৯৬০) – মানিক বন্দ্যোপাধ্যায়,

বিধবার ছেলে (উপন্যাস) – শিবনাথ শাস্ত্রী।

৪২। সমুদ্রের স্বাদ (গল্পসংকলন, ১৯৪৩) – মানিক বন্দ্যোপাধ্যায়,

সমুদ্রের স্বাদ (একাঙ্ক নাটক) – চিত্তরঞ্জন দাস।

৪৩। শিল্পী (ছোটগল্প) – মানিক বন্দ্যোপাধ্যায়,

জীবন শিল্পী (প্রবন্ধগ্রন্থ) – অন্নদাশংকর রায়


আরও পড়ুন - 

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রচিত আখ্যান কাব্য


৪৪। লেখকের কথা (প্রবন্ধগ্রন্থ, ১৯৫৭) – মানিক বন্দ্যোপাধ্যায়,

কবিতার কথা (প্রবন্ধগ্রন্থ, ১৯৫৬) – জীবনানন্দ দাশ

৪৫। শিকার (কবিতা) – জীবনানন্দ দাশ

শিকার (ছোটগল্প) – মনোজ সেন।


আরও পড়ুন -


To join our FB Page - CLICK HERE.

Post a Comment

0 Comments