বাংলা সাহিত্যে সাময়িক পত্রিকা (তৃতীয় পর্ব) - এই ব্লগপোষ্টে ১৮ টি বাংলা সাহিত্যে সাময়িক পত্রিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ব্লগপোষ্ট টি "বাংলা সাহিত্যে সাময়িক পত্রিকা" -র তৃতীয় পর্ব।
সংবাদ পত্রের স্বাধীনতা বিরোধী আইন ১৮২৩ সালের এপ্রিল মাস থেকে ১৮৩৫ সালের মাঝামাঝি পর্যন্ত বলবৎ ছিল। এই ১২ বছর –এর মধ্যে যে সকল সাময়িক পত্রের উদ্ভব হয়, সকল সাময়িক পত্রিকাগুলি সরকারের অনুমতি নিয়ে প্রকাশিত হয়।
সম্বাদ তিমিরনাশক (সাপ্তাহিক) –
সম্পাদক – কৃষ্ণমোহন দাস, এই সাপ্তাহিক পত্রিকা টি কলকাতা ৪০ নং মীর্জ্জাপুর থেকে প্রকাশিত হয়।
প্রথম প্রকাশ – সাপ্তাহিক পত্রটির প্রথম সংখ্যা প্রকাশিত করা হয় ১৮২৩ সালের অক্টোবর মাসে।
১৮৩৭ সালের পূর্বে এই পত্রিকার প্রচার বন্ধ হয়ে যায়।
বঙ্গদূত (সাপ্তাহিক) –
প্রথম প্রকাশ – এই সাময়িক পত্রের প্রথম প্রকাশ ১৮২৯ সালের ১০ ই মে রবিবার। কিন্তু পরবর্তী সংখ্যা থেকেই এই পত্রিকা টি শনিবার প্রকাশিত হতে শুরু করে।
সম্পাদক – সুপণ্ডিত নীলরতন হালদার। কিছু সময় পর তিনি অবসর গ্রহণ করলে ভোলানাথ সেন এই পত্রিকা পরিচালনার দ্বায়িত্ব ভার গ্রহণ করেন।
শাস্ত্রপ্রকাশ (সাপ্তাহিক) –
প্রথম প্রকাশ – কেবল মাত্র শাস্ত্রীয় বিষয়ক ‘শাস্ত্রপ্রকাশ’ সাময়িক পত্রটির প্রথম প্রকাশ ১৮৩০ সালের জুন মাসে।
সম্পাদক – কলকাতা সংস্কৃত কলেজের গ্রন্থাধক্য লক্ষীনারায়ণ ন্যায়ালঙ্কার।
সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) –
প্রথম প্রকাশ – সাপ্তাহিক পত্রিকা রূপে ‘সংবাদ প্রভাকর’ –এর প্রথম আত্মপ্রকাশ ১৮৩১ সালের ২৮ শে জানুয়ারি।
সম্পাদক – ঈশ্বরচন্দ্র গুপ্ত, তাঁকে সাহায্য করতেন যোগেন্দ্র মোহন ঠাকুর।
১৮৩৬ সালের ১০ ই আগষ্ট থেকে সংবাদ প্রভাকর বারত্রয়িক (সপ্তাহে ৩ বার) রূপে পুনঃপ্রকাশিত হয়।
বারত্রয়িক পত্রিকা রূপে ৩ বছর চলার পর সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্রের গৌরব অর্জন করে ১৮৩৯ সালের ১৪ ই জুন।
সে কালের বহু খ্যাতনামা ব্যক্তি এই সাময়িক পত্রের লেখক রূপে শ্রেণীভুক্ত ছিলেন। দৃষ্টান্ত স্বরূপ – রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেন –এর নাম উল্লেখ করা যায়।
এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখদের প্রাথমিক রচনাগুলি সংবাদ প্রভাকর পত্রিকা তে প্রকাশিত হত।
সংবাদ প্রভাকর পত্রিকায় যে সকল খ্যাতনামা কবিদের বিবরণ প্রকাশিত হয়, তার সংক্ষিপ্ত একটি তালিকা নিম্নে উল্লেখ করা হল –
কবিরঞ্জন রামপ্রসাদ সেন – ১২৬০ বঙ্গাব্দের ১ লা আশ্বিন, ১লা পৌষ, ১ লা মাঘ সংখ্যায়।
রামনিধি গুপ্ত (নিধুবাবু) – ১২৬১ বঙ্গাব্দের ১ লা শ্রাবণ, ১লা ভাদ্র সংখ্যায়।
রামমোহন বসু – ১২৬১ বঙ্গাব্দের ১ লা আশ্বিন, ১ লা কার্তিক, ১ লা অগ্রহায়ণ সংখ্যায়।
নিত্যানন্দদাস বৈরাগী – ১২৬১ বঙ্গাব্দের ১ লা অগ্রহায়ণ সংখ্যায়।
কেষ্টা মুচী – ১২৬১ বঙ্গাব্দের ১ লা অগ্রহায়ণ সংখ্যায়।
লালু নন্দলাল – ১২৬১ বঙ্গাব্দের ১ লা অগ্রহায়ণ সংখ্যায়।
গোঁজলা গুই – ১২৬১ বঙ্গাব্দের ১ লা অগ্রহায়ণ সংখ্যায়।
হরু ঠাকুর – ১২৬১ বঙ্গাব্দের ১ লা পৌষ সংখ্যায়।
১৮৫৯ সালের ২৩ শে জানুয়ারি ঈশ্বরচন্দ্র গুপ্ত পরলোকগমন করলে, তাঁর ভাই রামচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হন।
সম্বাদ সুধাকর (সাপ্তাহিক) –
সম্পাদক – প্রেমচাঁদ রায়।
প্রথম প্রকাশ – ১৮৩১ সালের ২৩ শে ফেব্রুয়ারি ‘সম্বাদ সুধাকর’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
সম্বাদ সুধাকর পত্রিকা টি মাত্র ৪ বছর প্রকাশিত হওয়ার পর বন্ধ হয়ে যায়।
সমাচার সভারাজেন্দ্র (সাপ্তাহিক) –
এটি মুসলমান সম্পাদিত প্রথম বাংলা সংবাদ পত্র।
সম্পাদক – সেখ আলীমুল্লাহ।
প্রথম প্রকাশ – ১৮৩১ সালের ৭ ই মার্চ সাপ্তাহিক সমাচার সভারাজেন্দ্র –এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
জ্ঞানান্বেষণ (সাপ্তাহিক) –
সম্পাদক – দক্ষিণারঞ্জন (পূর্বে নাম ছিল দক্ষিণানন্দন) মুখোপাধ্যায়।
প্রথম প্রকাশ – ১৮ ই জুন ১৮৩১ সালে ‘জ্ঞানান্বেষণ’ –এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
‘জ্ঞানান্বেষণ’ পত্রিকা টি ছিল ‘ইয়ং বেঙ্গল’ –দের মুখপত্র।
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ‘জ্ঞানান্বেষণ’ –এর সম্পাদক হলেও প্রুফ সংশোধনের যাবতীয় সম্পাদকীয় কার্য সম্পাদনা করতেন – গৌরীশঙ্কর তর্কবাগীশ।
দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় –এর পর ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকা পরিচালনা করতেন – রসিককৃষ্ণ মল্লিক ও মাধবচন্দ্র মল্লিক।
প্রায় ১০ বছর চলার পর ১৮৪০ সালের নভেম্বর মাসে ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকার প্রচার বন্ধ হয়।
এই পত্রিকার প্রধান লেখক হিসেবে রামগোপাল ঘোষ –এর নাম স্মরণীয়।
অনুবাদিকা (সাপ্তাহিক) –
সম্পাদক – ভোলানাথ সেন।
প্রথম প্রকাশ – ১৮৩১ সালের আগষ্ট মাসে ‘অনুবাদিকা’ নামে সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
এই পত্রিকায় প্রধানত ‘রিফর্মার’ পত্রের প্রবন্ধের অনুবাদ থাকত।
‘অনুবাদিকা’ এবং ‘রিফর্মার’ উভয় পত্রেরই স্বত্ত্বাধীকারী ছিলেন – প্রসন্ন কুমার ঠাকুর।
১ বছর পূর্ণ হতে না হতেই এই পত্রিকার প্রচার বন্ধ হয়।
সম্বাদ সারসংগ্রহ (সাপ্তাহিক) –
সম্পাদক – সিমলার বেণী মাধব দে সরকার, বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত এই সংবাদ পত্রের স্বত্ত্বাধিকারীও ছিলেন।
প্রথম প্রকাশ – ‘সম্বাদ সারসংগ্রহ’ সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৩১ সালের ২৯ শে সেপ্টম্বর।
জ্ঞানোদয় (মাসিক) –
সম্পাদক – রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র।
প্রথম প্রকাশ – ১৮৩১ সালের ডিসেম্বর মাসে ‘জ্ঞানোদয়’ মাসিক পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
শিশুদের মনোরঞ্জনের জন্য এই পত্রিকার প্রকাশ।
এই পত্রিকায় প্রধানত নীতিকথা, ইতিহাস ও ভূগোল বিষয়ক কাহিনি স্থান পেত।
বিজ্ঞান সেবধি (মাসিক) –
১৮৩২ সালের এপ্রিল মাসে ‘বিজ্ঞান সেবধি’ নামে এক মাসিক পত্রিকা Society for Translating European Science কতৃক প্রকাশিত করা হয়।
অনুবাদ ও অনুষঙ্গ : Anton Pavlovich Chekhov |
সংবাদ রত্নাবলী (সাপ্তাহিক) –
সম্পাদক – মহেশচন্দ্র পাল।
প্রথম প্রকাশ – ১৮৩২ সালের ২৪ শে জুলাই এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
সম্পাদক হিসেবে মহেশচন্দ্র পালের নাম থাকলেও প্রকৃত পক্ষে এই পত্রিকা টি সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
মেছুয়া বাজার বড়তলা লেনে অবস্থিত রত্নাবলী প্রেস থেকে ‘সংবাদ রত্নাবলী’ সাপ্তাহিক সংবাদ পত্র টি প্রকাশিত হয়।
এই পত্রিকা টি মাত্র ১ বছর ৮ মাস জীবিত ছিল।
পরে ১৫ ই নভেম্বর ১৮৪৫ সালে ব্রজমোহন চক্রবর্তী –র সম্পাদকত্বে এই পত্রিকা টি পুনঃপ্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী : বাংলা সাহিত্যের বীরবল |
সংবাদ পূর্ণচন্দ্রোদয় (মাসিক) –
সম্পাদক – হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রথম প্রকাশ – ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ মাসিক পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৩৫ সালের ১০ ই জুন।
এই পত্রিকা টি প্রথমে মাসিক পত্রিকা রূপে প্রতি পূর্ণিমায় প্রকাশিত হত।
১৮৩৬ সালের ৯ ই এপ্রিল থেকে এই পত্রিকা টি সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়।
১৮৪১ সাল থেকে অদ্বৈতচন্দ্র আঢ্য এই পত্রিকা সম্পাদনার দ্বায়িত্ব ভার গ্রহণ করেন।
১৮৪৪ সালের নভেম্বর মাস থেকে সাপ্তাহিক ‘সংবাদ পূর্ণচন্দ্রোদয়’ পত্রিকা টি দৈনিক পত্রিকা রূপে প্রকাশিত হতে শুরু করে।
সম্বাদ সুধাসিন্ধু (সাপ্তাহিক) –
সম্পাদক – কালীশঙ্কর দত্ত।
প্রথম প্রকাশ – এই সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮৩৭ সালের ১৩ ই এপ্রিল।
সম্বাদ গুণাকর (অর্ধ সাপ্তাহিক) –
সম্পাদক – গিরিশচন্দ্র বসু।
প্রথম প্রকাশ – অর্ধ সাপ্তাহিক এই পত্রিকা টি ১৮৩৭ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রথম প্রকাশিত হয়।
সংবাদ মৃত্যুঞ্জয়ী (সাপ্তাহিক) –
সম্পাদক – পার্ব্বতীচরণ দাস।
প্রথম প্রকাশ – ‘সংবাদ মৃত্যুঞ্জয়ী’ সাপ্তাহিক পত্রিকা টি ১৮৩৭ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
সংবাদ সৌদামিনী (সাপ্তাহিক) –
সম্পাদক – কালাচাঁদ দত্ত।
প্রথম প্রকাশ – ১৮৩৮ সালের ডিসেম্বর মাসে এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
সম্বাদ ভাস্কর (সাপ্তাহিক) –
সম্পাদক – শ্রীনাথ রায় –এর সম্পাদনায় সিমলা থেকে এই পত্রিকা টি পকাশিত হত।
প্রথম প্রকাশ – সাপ্তাহিক এই পত্রিকাটির প্রথম সংখ্যা ১৮৩৯ সালের মার্চ মাসে প্রকাশিত হয়।
পরবর্তী কালে গৌরীশঙ্করের সম্পাদকত্বে ‘সম্বাদ ভাস্কর’ সাপ্তাহিক পত্রিকা টি একখানি শ্রেষ্ঠ সংবাদ পত্রে পরিণত হয়।
আরও পড়ুন -
0 Comments