Subscribe Us

বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা (দ্বিতীয় পর্ব)

 বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা


বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা :

মধুসূদন দত্ত :  

  • তিলোত্তমা সম্ভব – যতীন্দ্র মোহন ঠাকুর।
  • বীরাঙ্গনা – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • মেঘনাদবধ কাব্য – দিগম্বর মিত্র।
  • কৃষ্ণকুমারী – কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়।

[ আরও পড়ুন - 
বাংলা সাহিত্যে উৎসর্গকৃত রচনা (প্রথম পর্ব) ]


বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় :

  • দুর্গেশনন্দিনী – বড়দা শ্যামাচরণ চট্টোপাধ্যায়। 
  • কপালকুন্ডলা – মেজদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
  • মৃণালিনী – দীনবন্ধু মিত্র
  • বিষবৃক্ষ – জগদীশচন্দ্র রায়।
  • চন্দ্রশেখর – পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় (ছোটভাই)
  • আনন্দমঠ – দীনবন্ধু মিত্র
  • দেবীচৌধুরানী – পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়।
  • সীতারাম – রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। 


 দীনবন্ধু মিত্র :

  • নীলদর্পণ – নীলকর সাহেবদের উদ্দেশ্যে।
  • কমলে কামিনী – যতীন্দ্রমোহন ঠাকুর।
  • জামাই বারিক – রাসবিহারী বসু।
  • নবীন তপস্বিনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 
  • সুরধ্বনি কাব্য – মহেন্দ্রলাল সরকার। 
  • দ্বাদশ কবিতা – ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 
 


 রবীন্দ্রনাথ ঠাকুর :

 কাব্যগ্রন্থ -

  • প্রভাত সঙ্গীত – ভাইঝি ইন্দিরা দেবী।
  • শৈশব সঙ্গীত – বৌঠান কাদম্বরী দেবী। 
  • ছবি  গান – বৌঠান কাদম্বরী দেবী।
  • মানসী – বৌঠান কাদম্বরী দেবী (নামহীনা)।
  • গীতালি - বৌঠান কাদম্বরী দেবী (তাঁরে)।
  • ভানুসিংহের পদাবলী – বৌঠান কাদম্বরী দেবী।
  • কড়ি  কোমল – মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  • সোনার তরী – কবি বন্ধু দেবেন্দ্রনাথ সেন।
  • নদী – ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর।
  • চিত্রা – জীবন দেবতা (নিজের দ্বিতীয় আমি)
  • চৈতালী – পরান বল্লভ(ঈশ্বর)
  • কনিকা – প্রমথ নাথ চৌধুরী।
  • কথা – জগদীশ চন্দ্র বসু।
  • কাহিনী – রাধাকিশোর দেবমানিক্য।
  • কল্পনা – শ্রীশ চন্দ্র মজুমদার (বন্ধু)
  • নৈবেদ্য – পিতৃদেব (দেবেন্দ্র নাথ ঠাকুর)
  • স্মরন – মৃণালিনী দেবী (স্ত্রী)
  • শিশু – শিশুর মহামেলা।
  • উৎসর্গ – C.F.Andrews(বন্ধু)
  • খেয়া – জগদীশ চন্দ্র বসু।
  • বলাকা – উইলি পিয়ারসন(বন্ধু)
  • পূরবী – বিজয়া(ভিক্টোরিয়া ওকাম্পো)
  • বনবানী – অতুল প্রসাদ সেন।
  • পুনশ্চ – ভাইপো নীতু।
  • পত্রপুট – কৃষ্ণকৃপালিনী (নাতজামাই)
  • শ্যামলী – রানী মহলানবীশ।
  • খাপছাড়া – রাজশেখর বসু।
  • ছড়ার ছবি – প্রতীমা দেবী (বউমা)।
  • সেঁজুতি - .নীলরতন সেন।
  • আকাশপ্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত
  • নবজাতক – অমিয় চক্রবর্তী।
  • আরোগ্য – সুরেন্দ্রনাথ কর।


 কাজী নজরুল ইসলাম :

  • অগ্নিবীণা – বারীন্দ্র কুমার ঘোষ।
  • চিত্তনামা – বাসন্তী দেবী।
  • সন্ধ্যা – মাদারীপুরের শান্তি সেনাদের।
  • সর্বহারা – বিরজা সুন্দরী দেবী।
  • কাব্য আমপারা – নবী মৌলবি সাহেবানদের দস্ত মোবার।
  • চক্রবাক – সুরেন্দ্রনাথ মৈত্র।
  • বাঁধনহারা – নলিনীকান্ত সরকার।
  • ব্যথার দান – স্বর্ণলতা গঙ্গোপাধ্যায়।
  • ছায়া নট – মুজাফফর আহমেদ  কুতুবউদ্দিন।
  • বুলবুল – দিলীপ কুমার রায়।
  • বিষের বাঁশি – এম রহমান।
  • সিন্ধু হিন্দোল – নাহার।
  • সঞ্চিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
  • চন্দ্রবিন্দু – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • পুতুলের বিয়ে – দুই পুত্র সানি  নিনি।
  • বনগীতি – ওস্তাদ জমীর উদ্দিন। 

Post a Comment

0 Comments