Subscribe Us

সাহিত্য সম্ভার (দশম শ্রেণী) সমস্ত রচনাগুলোর মূল উৎস

দশম শ্রেণী #সাহিত্যসম্ভার

দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের সমস্ত রচনাগুলোর মূল উৎস:

রচনা - লেখক - মূল উৎস

১. "অর্জুনের লক্ষ্যভেদ" - কাশীরাম দাস - "ভারত পাঁচালী" কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

২. "মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ"
- ভারতচন্দ্র রায়গুণাকর - "কালিকামঙ্গল" কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

৩. "খল ও নিন্দুক"
- ঈশ্বরচন্দ্র গুপ্ত -  "ঈশ্বর গুপ্তের কবিতাসংগ্রহ" (প্রথম খণ্ড : ১২৯২) কবিতা সংকলন থেকে গৃহীত।

৪. "কৃপণ"
- রবীন্দ্রনাথ ঠাকুর - "খেয়া" (১৯০৬) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে (পরে এটি তাঁর "গীতাঞ্জলি" (১৯১০) কাব্যগ্রন্থে স্থান পায়)।

৫. "চাহিবে না ফিরে" - কামিনী রায় - "আলো ও ছায়া" (১৮৮৯) কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

৬. "আবোল তাবোল"
- সুকুমার রায় - "আবোল তাবোল" (১৯২৩) ছড়াগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৭. "কালবৈশাখী"
- মোহিতলাল মজুমদার - "হেমন্ত গোধূলি" (১৯৪১) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।



৮. "কাণ্ডারি হুঁশিয়ার"
- কাজী নজরুল ইসলাম - "সর্বহারা" (১৯২৬) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

৯. "আমার ছেলেকে"
- অরুণ কুমার সরকার - "দূরের আকাশ" কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

১০. "বীরাঙ্গনা"
- শঙ্খ ঘোষ - "শব্দ নিয়ে খেলা" (১৯৮০) কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

১১. "ভূমিকাহীন" - ভাস্কর চক্রবর্তী - "আকাশ অংশত মেঘলা থাকবে" (১৯৮৯) কাব্যগ্রন্থ থেকে গৃহীত।

১২. "ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল"
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - "লোকরহস্য" (১৮৭৫) প্রবন্ধগ্রন্থ থেকে গৃহীত।

১৩. "নানাবিদ্যার আয়োজন"
- রবীন্দ্রনাথ ঠাকুর - "জীবনস্মৃতি" (১৯২০) আত্মজীবনী মূলক প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

১৪. "আদরিণী"
- প্রভাতকুমার মুখোপাধ্যায় - "গল্পাঞ্জলী" গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

১৫. "সন্দীপন পাঠশালা"
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - "সন্দীপন পাঠশালা" (১৯৪৬) উপন্যাস থেকে নেওয়া হয়েছে।



১৬. "ঋণং কৃত্বা"
- শিবরাম চক্রবর্তী -  "গল্পসল্প" গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

১৭. "ক্বচিৎ কখনো"
- প্রেমেন্দ্র মিত্র - অজানা (জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান)

১৮. "আলপনা"
- সুবোধ ঘোষ - অজানা (জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান)

১৯. "টেরোড্যাকটিলের ডিম"
- সত্যজিৎ রায় ("সন্দেশ" পত্রিকায় ১৯৬২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়) - "সন্দেশ" পত্রিকার ১০১ নম্বর গল্প।

২০. "রং নাম্বার" - মহাশ্বেতা দেবী - "মহাশ্বেতা দেবীর ছোটোগল্প সংকলন" (১৯৯৩) গল্প সংকলনের ৪ নম্বর গল্প (এতে মোট ৯ টি গল্প আছে (পরে এটি তাঁর "শ্রেষ্ঠ গল্প" (২০০৪) গল্পগ্রন্থে স্থান পায় ১১ নম্বর গল্প হিসেবে। এতে মোট ২৭ টি গল্প আছে)।

২১. "সাগরদ্বীপের মহাজন"
- আবদুল জব্বার - "বাঘের খোঁজে" গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।


২২. "বাজার দর"
- শীর্ষেন্দু মুখোপাধ্যায় - অজানা (জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান)

২৩. "আনন্দযোগ্য"
- নবনীতা দেবসেন - "আনন্দযোগ্য" ভ্রমণকাহিনি মূলক গ্রন্থের অন্তর্ভুক্ত।

২৪. "পাখিরা গান গায়"
- স্প্যানিশ কবি হুয়ান রেমোন হিমেনেথ (কবিতাটির তরজমা করেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়) - অজানা (জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান)।

২৫. "মিঠাইওয়ালা" - তামিলনাড়ুর গল্পকার কি. বা. জগন্নাথ (কৃষ্ণরায়পুরম বাসুদেবন জগন্নাথ)। গল্পটির তরজমা করেছেন গল্পকার বিষ্ণুপদ ভট্টাচার্য - অজানা (জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান)

২৬. "বীক্ষণ"
- মন্মথ রায়ের - "বীক্ষণ" একটি একাঙ্ক নাটক (এই নাটকটিই পাঠ্যাংশে অন্তর্ভুক্ত)।


আরও  পড়ুন -


To join our FB Page - CLICK HERE.

Post a Comment

2 Comments