১. রামমোহন রায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কী?
-> বেদান্ত গ্রন্থ
২. বিদ্যাসাগরের রচিত প্রথম গ্রন্থ কী?
-> বাসুদেব চরিত (গ্রন্থাকারে প্রকাশিত হয়নি)
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থের নাম কী?
-> বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> ইংরেজিতে - Rajmohan's Wife (১৯৬৪), বাংলায় - দুর্গেশনন্দিনী (১৯৬৫)
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> বউ ঠাকুরানীর হাট (১৮৮৩)
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?
-> রুদ্রচন্ড (১৮৮১)
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস কোনটি?
-> করুনা
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য?
-> বনফুল
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?
-> অভিলাস
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কী?
-> ভিখারিনী
১১. মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?
-> শর্মিষ্ঠা (১৮৫৯)
১২. মধুসূদন দত্তের বাংলা ভাষায় প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
-> তিলোত্তমাসম্ভব (১৮৬০)
১৩. মধুসূদন দত্তের প্রথম কাব্য নাম কী?
-> The Captive ladie (১৮৪৯)
১৪. দীনবন্ধু মিত্রের প্রথম রচনা কোনটি?
-> নীলদর্পণ (১৮৬০)
-> বেদান্ত গ্রন্থ
২. বিদ্যাসাগরের রচিত প্রথম গ্রন্থ কী?
-> বাসুদেব চরিত (গ্রন্থাকারে প্রকাশিত হয়নি)
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থের নাম কী?
-> বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)
৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> ইংরেজিতে - Rajmohan's Wife (১৯৬৪), বাংলায় - দুর্গেশনন্দিনী (১৯৬৫)
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> বউ ঠাকুরানীর হাট (১৮৮৩)
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?
-> রুদ্রচন্ড (১৮৮১)
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস কোনটি?
-> করুনা
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য?
-> বনফুল
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা কোনটি?
-> অভিলাস
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কী?
-> ভিখারিনী
১১. মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি?
-> শর্মিষ্ঠা (১৮৫৯)
১২. মধুসূদন দত্তের বাংলা ভাষায় প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
-> তিলোত্তমাসম্ভব (১৮৬০)
১৩. মধুসূদন দত্তের প্রথম কাব্য নাম কী?
-> The Captive ladie (১৮৪৯)
১৪. দীনবন্ধু মিত্রের প্রথম রচনা কোনটি?
-> নীলদর্পণ (১৮৬০)
১৫. নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি?
-> বাঁধন হারা (১৯২০ - মোসলেম ভারত পত্রিকা)
১৬. নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ নাম কী?
-> অগ্নিবীনা (১৯২২)
১৭. নজরুল ইসলামের প্রথম নাটক কোনটি?
-> ঝিলিমিলি (১৯৩০)
১৮. নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কী?
-> হেনা
১৯. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প?
-> বাউন্ডুলের আত্মকাহিনী (১৯১৯)
২০. নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?
-> মুক্তি
২১. বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত রচনার নাম কী?
-> সাড়া (১৯৩০)
২২. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ?
-> মর্মবাণী (১৯২৫)
২৩. বিষ্ণু দে-র প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
-> উর্বশী ও আর্টেমিস (১৯৩২)
২৪. জীবনানন্দ দাশ এর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> ঝরাপালক (১৯২৭)
২৫. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় -এর প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
-> উপেক্ষিতা (১৯২২)
২৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -এর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> পথের পাঁচালী (১৯২৯)
২৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প?
-> মন্দির
২৮. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক কোনটি ?
-> তারাবাঈ (১৯০৩)
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রহসনের নাম কী?
-> একঘরে (১৮৮৯
৩০. জীবনানন্দ দাশ এর প্রথম কবিতা কোনটি?
-> বর্ষ আবাহন (১৯১৯)
৩১. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ?
-> পদাতিক (১৯৪০)
৩২. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী?
-> কুয়োতলা (১৯৬১, প্রকাশনা - সৃজনী)
৩৩. শক্তি চট্টোপাধ্যায়ের এর প্রথম কবিতা?
-> যম
৩৪. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্য?
-> হে প্রেম হে নৈঃশব্দ্য (১৯৬১, প্রকাশনা-গ্রন্থজগৎ)
৩৫. শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কী?
-> দিনগুলি রাতগুলি
৩৬. বনফুল এর প্রথম প্রকাশিত উপন্যাস কী?
-> তৃণখণ্ড (১৯৩৫)
৩৭.কালীপ্রসন্নের প্রথম নাটক?
-> বাবু (প্রহসন)
৩৮. কালীপ্রসন্নের প্রথম মৌলিক নাটক?
-> বিক্রমোর্বশী (১৮৫৭)
৩৯. প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস কী?
-> পাঁক (১৯২৬)
৪০. প্রেমেন্দ্র মিত্র এর প্রথম কাব্য গ্রন্থের নাম কী?
-> প্রথমা (১৯৩২)
৪১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক?
-> বন্ধু (১৯৩৭)
৪২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটো গল্পের নাম?
-> রসকলি
৪৩. জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> প্রত্নজীব (১৯৭৮)
৪৪. নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ কী?
-> অবকাশরঞ্জিনী (১৯৭১)
৪৫. আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কী?
-> প্রেম ও প্রয়োজন (১৯৪৪)
৪৬. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যস?
-> দীপনির্মাণ (১৮৭৬)
৪৭. কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ?
-> আলো ও ছায়া (১৮৮৯, মতান্তরে ১৮৯৯)
৪৮. নবনীতা দেবসেনের প্রথম গ্রন্থ?
-> অনুপম
৪৯. অন্নদাশংকর রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
-> পথে প্রবাসে
৫০. অন্নদাশংকর রায়ের প্রথম উপন্যাস?
-> অসমাপিকা
৫১. যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য?
-> মরিচীকা (১৯২৩)
৫২. জসীমউদ্দীনের প্রথম কাব্য গ্রন্থের নাম কী?
-> রাখালী
৫৩. সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস?
-> জাগরী (১৯৪৫)
৫৪. নিরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কী?
-> উচ্ছৃঙ্খল
৫৫. সুকুমার রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> আবোল তাবোল
৫৬. মানিক বন্দ্যোপাধ্যায় -এর প্রথম রচিত উপন্যাসের নাম কী?
-> দিবারাত্রির কাব্য (১৯৩৫)
৫৭. মানিক বন্দোপ্যাধায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী ?
-> জননী (১৯৩৫)
৫৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প?
-> অতসী মামী
৫৯. গিরিশচন্দ্র ঘোষ এর প্রথম পৌরাণিক নাটকের নাম কী?
-> রাবণ বধ (১৮৮১)
৬০. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম কী?
-> তন্বী (১৯৩০)
৬১. প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যের নাম কী?
-> প্রথমা (১৯৩২)
৬২. প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোট গল্পের নাম কী?
-> শুধু কেরানী (১৯২৪)
৬৩. সত্যেন্দ্রনাথ দত্ত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> সবিতা
৬৪. সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস?
-> নয়নপুরের মাটি (রচিত - ১৯৪৬, প্রকাশিত - ১৯৫২)
৬৫. সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস?
-> উত্তরঙ্গ (১৯৫১)
৬৬. সমরেশ বসুর প্রথম গল্পের নাম কী?
-> আদাব (১৯৪৬)
৬৭. সুবোদ ঘোষের প্রথম গল্পের নাম কী?
-> অযান্ত্রিক
৬৮. জয় গোস্বামীর প্রথম কবিতা সংকলন ও প্রকাশকাল?
-> ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৭)
৬৯. বনফুল এর প্রথম গল্পের নাম কী?
-> চোখ গেল
৭০. শচীন্দ্রনাথ সেন গুপ্তের প্রথম নাটক এর নাম কি ?
-> রক্তকমল (১৯২৯ একাঙ্ক নাটক)
৭১. নিখিল সরকারের ১ম গ্রন্থ?
-> আজব নগরী
৭২. প্রভাত কুমার মুখোপাধ্যায় -এর প্রথম উপন্যাসের নাম কী?
-> রমা সুন্দরী
৭৩. মন্মথ রায় এর প্রথম নাটকের নাম কী?
-> চাঁদ সওদাগর
৭৪. রামনারায়ন তর্করত্ন এর প্রথম নাটক?
-> কুলীন কুল সর্বস্ব
৭৫. ভোলানাথ মুখোপাধ্যায় এর প্রথম প্রহসনের নাম কী?
-> কনের মা কাঁদে আর টাকার পুটুলি বাঁধে
৭৬. উপেন্দ্রনাথ দাস এর প্রথম নাটকের নাম?
-> শরৎ সরোজিনী
৭৭. রাম বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম ?
-> তোমাকে
৭৮. কমলকুমার মজুমদারের প্রথম উপন্যাসের নাম কী?
-> অন্তর্জলী যাত্রা
৭৯. গীরিবালা দেবীর প্রথম গল্পের নাম কী?
-> ছলনা
৮০. মীর মশারফ -এর প্রথম নাটক?
-> বসন্তকুমারী
৮১. আবুল ফজলের প্রথম উপন্যাস?
-> চৌচির
৮২. আবুল ফজলের প্রথম নাটক?
-> আলোক লতা
৮৩. আবুল ফজলের প্রথম গল্প?
-> মাটির পৃথিবী
৮৪. বন্দে আলী মিঞার প্রথম কাব্য?
-> ময়না মতির চর
৮৫. সৈয়দ ওয়ালী উল্লাহের প্রথম গল্প?
-> নয়নচারা
৮৬. গোলাম মোস্তাফার প্রথম উপন্যাস?
-> রূপের নেশা
৮৭. আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস?
->তেইশ নম্বর তৈলচিত্র
৮৮. সৈয়দ ওয়ালীউল্লাহ এর প্রথম উপন্যাসের নাম কী?
-> লালসালু
৮৯. বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ?
-> মতিচুর
৯০. বেগম সুফিয়া কামালের প্রথম গল্প?
-> কেয়ার কাঁটা (১৯৩৭)
৯১. মুনীর চৌধুরীর প্রথম নাটক?
-> রক্তাক্ত প্রান্তর
১৬. নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ নাম কী?
-> অগ্নিবীনা (১৯২২)
-> ঝিলিমিলি (১৯৩০)
১৮. নজরুল ইসলামের প্রথম গল্পের নাম কী?
-> হেনা
১৯. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প?
-> বাউন্ডুলের আত্মকাহিনী (১৯১৯)
২০. নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?
-> মুক্তি
২১. বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত রচনার নাম কী?
-> সাড়া (১৯৩০)
২২. বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ?
-> মর্মবাণী (১৯২৫)
২৩. বিষ্ণু দে-র প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
-> উর্বশী ও আর্টেমিস (১৯৩২)
২৪. জীবনানন্দ দাশ এর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> ঝরাপালক (১৯২৭)
২৫. বিভূতিভূষণ বন্দোপাধ্যায় -এর প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
-> উপেক্ষিতা (১৯২২)
২৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় -এর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
-> পথের পাঁচালী (১৯২৯)
২৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প?
-> মন্দির
২৮. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক কোনটি ?
-> তারাবাঈ (১৯০৩)
২৯. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রহসনের নাম কী?
-> একঘরে (১৮৮৯
৩০. জীবনানন্দ দাশ এর প্রথম কবিতা কোনটি?
-> বর্ষ আবাহন (১৯১৯)
৩১. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ?
-> পদাতিক (১৯৪০)
৩২. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী?
-> কুয়োতলা (১৯৬১, প্রকাশনা - সৃজনী)
৩৩. শক্তি চট্টোপাধ্যায়ের এর প্রথম কবিতা?
-> যম
৩৪. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্য?
-> হে প্রেম হে নৈঃশব্দ্য (১৯৬১, প্রকাশনা-গ্রন্থজগৎ)
৩৫. শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কী?
-> দিনগুলি রাতগুলি
৩৬. বনফুল এর প্রথম প্রকাশিত উপন্যাস কী?
-> তৃণখণ্ড (১৯৩৫)
৩৭.কালীপ্রসন্নের প্রথম নাটক?
-> বাবু (প্রহসন)
৩৮. কালীপ্রসন্নের প্রথম মৌলিক নাটক?
-> বিক্রমোর্বশী (১৮৫৭)
৩৯. প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস কী?
-> পাঁক (১৯২৬)
৪০. প্রেমেন্দ্র মিত্র এর প্রথম কাব্য গ্রন্থের নাম কী?
-> প্রথমা (১৯৩২)
৪১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক?
-> বন্ধু (১৯৩৭)
৪২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোটো গল্পের নাম?
-> রসকলি
৪৩. জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> প্রত্নজীব (১৯৭৮)
৪৪. নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ কী?
-> অবকাশরঞ্জিনী (১৯৭১)
৪৫. আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কী?
-> প্রেম ও প্রয়োজন (১৯৪৪)
৪৬. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যস?
-> দীপনির্মাণ (১৮৭৬)
৪৭. কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ?
-> আলো ও ছায়া (১৮৮৯, মতান্তরে ১৮৯৯)
৪৮. নবনীতা দেবসেনের প্রথম গ্রন্থ?
-> অনুপম
৪৯. অন্নদাশংকর রায়ের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কী?
-> পথে প্রবাসে
৫০. অন্নদাশংকর রায়ের প্রথম উপন্যাস?
-> অসমাপিকা
৫১. যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য?
-> মরিচীকা (১৯২৩)
৫২. জসীমউদ্দীনের প্রথম কাব্য গ্রন্থের নাম কী?
-> রাখালী
৫৩. সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস?
-> জাগরী (১৯৪৫)
৫৪. নিরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কী?
-> উচ্ছৃঙ্খল
৫৫. সুকুমার রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> আবোল তাবোল
৫৬. মানিক বন্দ্যোপাধ্যায় -এর প্রথম রচিত উপন্যাসের নাম কী?
-> দিবারাত্রির কাব্য (১৯৩৫)
৫৭. মানিক বন্দোপ্যাধায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কী ?
-> জননী (১৯৩৫)
৫৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প?
-> অতসী মামী
৫৯. গিরিশচন্দ্র ঘোষ এর প্রথম পৌরাণিক নাটকের নাম কী?
-> রাবণ বধ (১৮৮১)
৬০. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যের নাম কী?
-> তন্বী (১৯৩০)
৬১. প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যের নাম কী?
-> প্রথমা (১৯৩২)
-> শুধু কেরানী (১৯২৪)
৬৩. সত্যেন্দ্রনাথ দত্ত প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
-> সবিতা
৬৪. সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস?
-> নয়নপুরের মাটি (রচিত - ১৯৪৬, প্রকাশিত - ১৯৫২)
৬৫. সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস?
-> উত্তরঙ্গ (১৯৫১)
৬৬. সমরেশ বসুর প্রথম গল্পের নাম কী?
-> আদাব (১৯৪৬)
৬৭. সুবোদ ঘোষের প্রথম গল্পের নাম কী?
-> অযান্ত্রিক
৬৮. জয় গোস্বামীর প্রথম কবিতা সংকলন ও প্রকাশকাল?
-> ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৭)
৬৯. বনফুল এর প্রথম গল্পের নাম কী?
-> চোখ গেল
৭০. শচীন্দ্রনাথ সেন গুপ্তের প্রথম নাটক এর নাম কি ?
-> রক্তকমল (১৯২৯ একাঙ্ক নাটক)
৭১. নিখিল সরকারের ১ম গ্রন্থ?
-> আজব নগরী
৭২. প্রভাত কুমার মুখোপাধ্যায় -এর প্রথম উপন্যাসের নাম কী?
-> রমা সুন্দরী
৭৩. মন্মথ রায় এর প্রথম নাটকের নাম কী?
-> চাঁদ সওদাগর
৭৪. রামনারায়ন তর্করত্ন এর প্রথম নাটক?
-> কুলীন কুল সর্বস্ব
৭৫. ভোলানাথ মুখোপাধ্যায় এর প্রথম প্রহসনের নাম কী?
-> কনের মা কাঁদে আর টাকার পুটুলি বাঁধে
৭৬. উপেন্দ্রনাথ দাস এর প্রথম নাটকের নাম?
-> শরৎ সরোজিনী
৭৭. রাম বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম ?
-> তোমাকে
৭৮. কমলকুমার মজুমদারের প্রথম উপন্যাসের নাম কী?
-> অন্তর্জলী যাত্রা
৭৯. গীরিবালা দেবীর প্রথম গল্পের নাম কী?
-> ছলনা
৮০. মীর মশারফ -এর প্রথম নাটক?
-> বসন্তকুমারী
৮১. আবুল ফজলের প্রথম উপন্যাস?
-> চৌচির
৮২. আবুল ফজলের প্রথম নাটক?
-> আলোক লতা
৮৩. আবুল ফজলের প্রথম গল্প?
-> মাটির পৃথিবী
৮৪. বন্দে আলী মিঞার প্রথম কাব্য?
-> ময়না মতির চর
৮৫. সৈয়দ ওয়ালী উল্লাহের প্রথম গল্প?
-> নয়নচারা
-> রূপের নেশা
৮৭. আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস?
->তেইশ নম্বর তৈলচিত্র
৮৮. সৈয়দ ওয়ালীউল্লাহ এর প্রথম উপন্যাসের নাম কী?
-> লালসালু
৮৯. বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ?
-> মতিচুর
-> কেয়ার কাঁটা (১৯৩৭)
৯১. মুনীর চৌধুরীর প্রথম নাটক?
-> রক্তাক্ত প্রান্তর
0 Comments